31 C
Dhaka
Tuesday, March 26, 2024

৪৫ হাজার টাকা বাজেটে টপ ৫ টি ল্যাপটপ

- Advertisement -

আমাদের কাছে সব সময়ই ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ সাজেস্ট করার অনুরোধ আসে। বিশেষ করে কলেজ বা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের কমন একটি বাজেট রেঞ্জ হচ্ছে ৪৫ হাজার টাকার মধ্যে। তাই ভিডিও দিতে না পারলেও আপনাদের জন্য আজ নিয়ে আসা হয়েছে ৪৫ হাজার টাকার মধ্যে টপ ৫ টি ল্যাপটপের সাজেশন। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় কেউ র পারফর্মেন্স পছন্দ করে আবার কেউ আউটলুক এবং লাইটওয়েটকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাই সকল ধরণের মানুষের কথা বিবেচনা করেই এই ৫ ল্যাপটপের লিস্ট করা হয়েছে। তবে দিন শেষে আপনারাই ল্যাপটপ কিনবেন। আপনাদের যে মডেল ভালো লাগে সেই মডেল নিয়েই আপনারা খুশি থাকবেন। এই লিস্টটি মুলত দেয়া হচ্ছে ৪৫ হাজার টাকা বাজেটে আপনারা কি ধরণের ল্যাপটপ আশা করতে পারেন তা জানানোর জন্য। ভবিষ্যতে আপনাদের কমেন্টের ডিমান্ডের ভিত্তিতে আরো বিভিন্ন বাজেটে টপ ৫ ল্যাপটপের লিস্ট নিয়ে আসা হবে।

বাংলা ল্যাপটপ বায়িং গাইড

- Advertisement -

বি:দ্র: ৪০ থেকে ৪৫ হাজার টাকার ল্যাপটপের সকল মডেলের মধ্যেই চার জিবি র‍্যাম পাবেন। কিন্তু এক্সট্রা র‍্যাম লাগানোর জন্য ল্যাপটপগুলোতে বাড়তি একটি স্লট থাকে। র‍্যামের দাম কমে যাওয়ার ফলে আমি রেকমেন্ড করব আপনারা কেনার সময় এক্সট্রা চার জিবি বা আট জিবি র‍্যাম কিনে ল্যাপটপে এড করার জন্য। এছাড়া সকল ল্যাপটপেই আপনারা ২ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি পাবেন।

মূল লিস্টে যাওয়ার আগে এটি বলে রাখা ভালো সবগুলো মডেলের মধ্যেই আপনারা ইন্টেলের ৮ম জেনারেশন অথবা এ এম ডির লেটেস্ট জেনারেশনের প্রসেসর পাবেন। আপনারা চাইলে ৭ম জেনারেশনের i5 মডেল কিনতে পারেন কিন্তু ৬ষ্ঠ বা পুরোন জেনারেশনের i3 এর মডেল এভয়েড করতে বলব।

Asus X540UB Core i3 8th Gen

দামঃ ৪৩,৭০০ টাকা

- Advertisement -

৪৫ হাজার টাকা বাজেটে আমাদের প্রথম রেকমেন্ডেশন Asus X540UB Core i3 8th Gen ভার্শনটি। এই বাজেটের অনেক মডেলেই ইন্টেল এইচডি গ্রাফিক্স পাওয়া গেলেও এই স্পেসিফিক মডেলে আপনারা পাবেন 2GB MX110 ডেডিকেটেড জিপিউ। এটি খুব বেসিক একটি জিপিউ হলেও আপনাদের মধ্যে যারা বিগিনার প্রফেশনাল আছে তাদের জন্য একটি এডভান্টেজ দেবে এই মডেলটি।

Basic Information
Processor Intel® Core™ i3-8130U Processor (4M Cache, 2.20 GHz up to 3.40 GHz, 2 Cores, 4 threads)
Display 15.6″ (16:9) LED-backlit FHD (1920×1080) 60Hz Anti-Glare Panel with 45% NTSC
Memory 4 GB DDR4 2133MHz SDRAM
Storage 1TB 5400RPM SATA HDD
Graphics NVIDIA GeForce MX110, with 2GB GDDR5 VRAM
Operating System Windows 10 Genuine
Battery 3 Cells 33 Whrs Battery
Adapter 65W AC Power Adapter
Audio Built-in Stereo 2 W Speakers And Analog Microphone. ASUS SonicMaster Technology
Input Devices
Keyboard Chiclet keyboard with isolated Num key
Optical Drive Super-Multi DVD
WebCam VGA Web Camera
Card Reader Multi-format card reader
Network & Wireless Connectivity 
Wi-Fi Integrated 802.11b/g/n
Integrated 802.11 AC
Bluetooth V4.1
Ports, Connectors & Slots
USB (s) 1 x USB 3.0 port(s), 2 x USB 2.0 port(s)
HDMI 1 x HDMI
Audio Jack Combo 1 x COMBO audio jack
Physical Specification
Dimensions (W x D x H) 381 x 251 x 27.2 mm (WxDxH)
Weight 1.90 kg
Color(s) Silver

HP 15-db0188au AMD Ryzen5 2500U

দামঃ ৪৩,৫০০ টাকা

- Advertisement -

৪৫ হাজার টাকা বাজেটে এটিই হচ্ছে এক মাত্র রাইজেন এপিউ ল্যাপটপ। এপিউ থাকলেও কেউ আবার ভুলে ভেবে বসবেন না এটি দিয়ে ধুমিয়ে গেম খেলা যাবে। যদি আপনি ডিফল্ট চার জিবি র‍্যামের মডেলটি নেন তাহলে ডেইলি ইউজের মধ্যেই আপনাকে এর ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে। কিন্তু আলাদা চার জিবি র‍্যাম যোগ করলে এই মডেল থেকে মোটামুটি মানের গেমিং এক্সপেরিয়েন্স আপনি পেতে পারেন।

Basic Information 
Processor AMD Ryzen™ 5 2500U Quad-Core (2 GHz base frequency, up to 3.6 GHz burst frequency, 6 MB cache)
Display 15.6″ diagonal HD SVA BrightView WLED-backlit (1366 x 768)
Memory 4 GB DDR4-2400 SDRAM (1 x 4 GB)
Storage 1 TB 5400 rpm SATA
Graphics AMD Radeon™ Vega 8 Graphics
Operating System Windows 10 Home
Battery 3-cell, 41 Wh Li-ion prismatic and polymer
Adapter 45 W AC power adapter
Audio Dual speakers
Input Devices
Keyboard Full-size island-style keyboard
Optical Drive DVD-Writer
WebCam HP TrueVision HD Camera with integrated digital microphone
Card Reader 1 multi-format SD media card reader
Network & Wireless Connectivity
LAN Integrated 10/100/1000 GbE LAN
Wi-Fi Intel® 802.11a/b/g/n/ac (1×1) Wi-Fi
Bluetooth Bluetooth® 4.2 Combo
Ports, Connectors & Slots
USB (s) 1 USB 2.0; 2 USB 3.1 Gen 1 (Data transfer only)
HDMI 1 HDMI 1.4b
Audio Jack Combo 1 headphone/microphone combo
Physical Specification
Dimensions (W x D x H) 37.6 x 24.6 x 2.25 cm
Weight Starting at 1.77 kg
Color(s) Black

Asus Vivobook X510UA 8th Gen

দামঃ ৪১,৮০০ টাকা

আসুসের ভিভোবুক সিরিজের ল্যাপটপগুলো স্টাইল এবং আউটলুকের দিকে প্রাধান্য দিলেও হার্ডওয়্যার ও পারফর্মেন্স কোন কম্প্রোমাইজ করে না। ৪২ হাজার টাকার রেঞ্জের এই মডেলটির ক্ষেত্রেও এর কোন ব্যাতিক্রম পাবেন না। কুল লুকিং ল্যাপটপ আর তার সাথে দাম অনুযায়ী লেটেস্ট সব হার্ডওয়্যার সব মিলিয়ে বেশ ভালো একটি কমপ্লিট বাজেট প্যাকেজ।

Basic Information 
Processor Intel® Core™ i3-8130U Processor (4M Cache, 2.20 GHz up to 3.40 GHz)
Display 15.6″ (16:9) LED-backlit FHD (1920×1080) 60Hz Anti-Glare Panel with 45% NTSC
Memory 4GB DDR4
Storage 1TB 5400RPM SATA HDD
Graphics Integrated Intel HD Graphics
Operating System Windows 10 Genuine
Battery 3 Cells 42 Whrs Polymer Battery
Adapter 45 W AC Power Adapter
Audio Built-in Stereo 2 W Speakers And Microphone
Input Devices
Keyboard Chiclet keyboard
WebCam VGA Web Camera
Card Reader Multi-format card reader (SD/SDHC)
Network & Wireless Connectivity 
Wi-Fi Integrated 802.11 AC (2×2
Bluetooth V4.2
Ports, Connectors & Slots
USB (s) 1 x Type C USB3.0 (USB3.1 GEN1)
1 x USB 3.0 port(s) Type A
2 x USB 3.0 port(s)
HDMI 1 x HDMI
Audio Jack Combo 1 x Microphone-in/Headphone-out jack
Physical Specification
Dimensions (W x D x H) 361.4 x 243.5 x 19.4 mm (WxDxH)
Weight 1.5 kg ~ 1.7 kg with Battery
Color(s) Golden

Acer Aspire A515-52 Core i5 8th Gen

দামঃ ৪৫,০০০ টাকা

৪৫ হাজার টাকা বাজেটের মধ্যে একমাত্র i5 8th gen মডেলের ল্যাপটপ। সিপিউ ছাড়া বাকি সব কিছুই প্রায় সেইম পাবেন। তবে ডিফল্ট অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Linux। তাই যারা প্রোগ্রামার আছেন তারা এই মডেলটির উপর নজর রাখতে পারেন। তবে, আপনি OS ওভাররাইড করে উইন্ডোজ ১০ ও সেটাপ দিতে পারেন।

Basic Information 
Processor Intel® Core™ i5-8265U Processor (6M Cache,1.60 GHz up to 3.90 GHz, 4 core and 8 threads)
Display 15.6″ Full HD (1920 x 1080) LED Backlight
Memory 4GB DDR4
Storage 1 TB hard drive
Graphics Intel® UHD Graphics 620
Operating System Linux
Battery 4-cell Lithium 3320 mAh
Adapter 65W AC
Audio Built-in Microphone and 2 Speakers
Input Devices
Keyboard Standard Keyboard
Optical Drive No
WebCam 1280 x 720 webcam
Card Reader SD Card Reader
Network & Wireless Connectivity
LAN Gigabit Ethernet
Wi-Fi IEEE 802.11a/b/g/n/ac
Bluetooth Bluetooth 5.0
Ports, Connectors & Slots
USB (s) Number of USB 2.0 Ports 2
Number of USB 3.0 Ports 1
HDMI 1 X HDMI
Audio Jack Combo YES
Physical Specification
Dimensions (W x D x H) Height 18 mm
Width 363.4 mm
Depth 247.5 mm
Weight 1.90 kg
Color(s) Obsidian Black

ASUS VivoBook 15 X505BP

দামঃ ৪৩,০০০ টাকা

এই বাজেটের মধ্যে সবচেয়ে স্টাইলিশ লুকিং ল্যাপটপটি হচ্ছে এই স্পেসিফিক মডেল। একটি Vivobook মডেল যে সকল ফিচারের কারণে ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে তার প্রায় সব কিছুই খুঁজে পাবেন এই মডেলের মধ্যে। অন্যান্য মডেল হতে হার্ডওয়্যারের দিক থেকে একটি বড় যে এডভান্টেজ এই মডেলে পাবেন তা হচ্ছে আলাদা ১২৮ জিবি এস এস ডির ইনক্লুশন।

Basic Information 
Processor AMD A9-9425 Processor (3.10 GHz up to 3.70 GHz)
Display 15.6″ FHD LED 1920×1080
Memory 4GB DDR4 Ram
Storage 1TB HDD+128GB SSD
Graphics AMD Radeon R5 M420 2GB
Battery 42 Whrs Battery
Adapter Output :19 V DC, A,
Input: 100 -240 V-AC, 50/60 Hz universal
Audio Built-in Stereo 18 W Speakers And Microphone
ASUS SonicMaster Technology
Input Devices
Keyboard Chiclet keyboard
Optical Drive No
WebCam VGA Web Camera
Card Reader Multi-format card reader (MMC/SD)
Network & Wireless Connectivity 
Wi-Fi Integrated 802.11 AC (2×2)
Bluetooth V4.2
Ports, Connectors & Slots
USB (s) 1 x Type A USB3.0 (USB3.1 GEN1)
1 x Type C USB3.0 (USB3.1 GEN1)
HDMI 1 x HDMI
Audio Jack Combo 1 x COMBO
Physical Specification
Dimensions (W x D x H) 361.4 x 243.5 x 20.35 mm
Weight 1.68 kg
Color(s) Dark Gray

এই ছিল ৪০ থেকে ৪৫ হাজার টাকা বাজেটে আমাদের কাছে ভালো লাগা টপ পাচটি ল্যাপটপের রেকমেন্ডেশন। আমাদের রেকমেন্ড করা এক্সাক্ট মডেল না নিলেও অন্যান্য মডেলে ঠিক সেইম বা কাছাকাছি হার্ডওয়্যার ও পারফর্মেন্স পাবেন। ভবিষ্যতে আপনারা কত টাকা বাজেটে ল্যাপটপ রেকমেন্ডেশন চান তা নীচের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here