29 C
Dhaka
Wednesday, April 24, 2024

12th Gen Core i3,Core i5 প্রসেসরের প্রাইস লিক

- Advertisement -

জানুয়ারি মাসের CES কনফারেন্সের  Keynote এই ইন্টেল 12th Gen লাইনআপের অবশিষ্ট প্রসেসরগুলো লঞ্চ করবে এরকম ধারণা পাওয়া যাচ্ছে অনেকদিন ধরেই, বাজেট মাদারবোর্ড গুলোর ফুল লিস্ট লিক,12th gen Core i3 12100,Core i5 12400 সহ বেশ কিছু প্রসেসর এর ক্রমাগত বেঞ্চমার্ক ও স্পেসিফিকেশন লিকের পাশাপাশি লিক হচ্ছে ইন্টেলের নতুন ডিজাইনের কুলার এর ছবি ও।। এরই ধারাবাহিকতায় এবার লিক হয়েছে প্রসেসরগুলোর প্রাইসিং ও।

জনপ্রিয় রিটেইলার Bestbuy তে দাম সহ লিস্টেড হয়েছে প্রসেসরগুলোঃ

US এর জনপ্রিয় রিটেইলার bestbuy এর সাইটে দেখা যাচ্ছে বেশ অনেকগুলো unreleased প্রসেসর এর দাম। ডুয়াল কোর পেন্টিয়াম প্রসেসরগুলো থেকে শুরু করে core i9 locked পর্যন্ত বিভিন্ন model ও SKU সেখানে রয়েছে।

- Advertisement -

12th gen Dual core pentium price:

এন্ট্রি লেভেলের ডুয়াল কোর প্রসেসর Pentium G6900 এর দাম দেখা যাচ্ছে ৬০ ডলার, একটু হায়ার SKU G7400 এর জন্য খরচ করতে হতে পারে ৮০ ডলার।

Core i3 12100 and 12100f price:

বাজেট পিসি বিল্ডার,গেমারদের পছন্দের তালিকায় ১০০ ডলার রেঞ্জের কোর আই থ্রি সবসময়ই উপরের দিকে থাকে। চার কোর আট থ্রেডের discrete graphics বিহীন i3 12100f এর দাম বেস্টবাই সাইটে লেখা রয়েছে ১১০ ডলার। গ্রাফিক্স ওয়ালা ভ্যারিয়েন্টটি নিতে হলে গুনতে হবে আরো ৩০ ডলার  বেশি, ১৪০ ডলার।

Core i5 এর ৩টি আনলকড SKU এর দাম ও জানা গিয়েছেঃ

- Advertisement -

মিড রেঞ্জের পিসিতে  1080p গেমিং ,মিডিয়াম-হাই লেভেলের প্রোডাক্টিভিটি কাজের ক্ষেত্রে সবথেকে বেশি যে বাজেটরেঞ্জটি প্রিফার করা হয় তা হলো ১৮০-২৫০ ডলারের প্রাইসরেঞ্জ, যেই রেঞ্জে ইন্টেলের কোর আই ফাইভ প্রসেসর গুলো সাধারণত পাওয়া যায়। বরাবরের মত ইন্টেল এবার ও লকড core i5 এর জন্য ৩টি ভিন্ন ভিন্ন SKU অফার করবে। ৬ কোর ১২ থ্রেডের  core i5 12400f এর জন্য ক্রেতা কে গুনতে হতে পারে ১৮০ ডলার, গ্রাফিক্স সহ ইউনিটটি এক্ষেত্রে আরো ৩০ ডলার বাড়তি দামে লিস্টেড রয়েছে।

Core i5 12500 এর দাম 12400 এর থেকে ১০ ডলার বেশি রাখা হয়েছে। সম্ভবত এই SKUটির জন্য থাকছে না কোনো graphics-less মডেল। আর পুর্বে লঞ্চ হওয়া 12600k এর লকড SKU 12600 এর দাম বেস্ট বাই এর সাইটে ২৪০ ডলার।

কোর আই সেভেন ও কোর আই নাইনঃ

কোর আই সেভেনের লকড ভ্যারিয়েন্টটি ,অর্থাৎ 12700 এর দাম দেখা যাচ্ছে ৩৬০ ডলার।। Core i9 12900f এর জন্য গুনতে হতে পারে ৫১০ ডলার ও গ্রাফিক্সসহ ভ্যারিয়েন্টটির জন্য ক্রেতাকে খরচ করতে হবে আরো ২০ ডলার বেশি ।

- Advertisement -

লিক হয়েছে ৩টি মডেলের কুলারঃ

কিছুদিন আগে ইন্টেলের 12 th gen এর প্রসেসর এর জন্য নতুন একটি কুলার এর ছবি লিক হয়েছিল। তবে এবার জানা যাচ্ছে একটি নয়,বরং ইন্টেল এবারের প্রসেসরগুলোর সাথে দিবে ৩টি ভিন্ন ভিন্ন মডেলের কুলার।ইন্টেল এই সিরিজের নাম দিয়েছে Laminar । মডেল ৩টি হলো Laminar RS1 ,Laminar RM1 ও RH1।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here