30 C
Dhaka
Monday, April 15, 2024

Official: AMD Announce করলো Ryzen 3 4100,Ryzen 5 4600G,5600 ও 5700X সহ নতুন ৭ টি প্রসেসর।

- Advertisement -

সপ্তাহ খানেক Leak and Rumor দিয়ে Tech Community সরগরম করে তোলার পর অফিশিয়ালি এবার AMD Announce করলো তাদের Ryzen 4000 Series ও 5000 Series এর মোট ৭ টি নতুন প্রসেসর। বাজেট বিল্ডারদের এই এনাউন্সমেন্ট নতুন করে চিন্তাভাবনা করতে বাধ্য করবে, কেননা, এই এনাউন্সমেন্টে ১০০-১৬০ বাজেট রেঞ্জেই রয়েছে চারটি প্রসেসর।

এক নজরে:

7টি প্রসেসরের মধ্যে AMD এর প্রধান আকর্ষণ মূলত ছিল বহুল আলোচিত ও আকাঙ্খিত 3D V-Cached Processor Ryzen 7 5800X-3D কে নিয়ে।AMD এর দাবি , বিশাল অংকের অতিরিক্ত ক্যাশ মেমোরি এর কারণে এই প্রসেসরটি গেমিং এর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে performance boost দেবে।

- Advertisement -

যাই হোক, হাইপের শীর্ষে থাকা এই প্রসেসরটির দাম AMD নির্ধারণ করেছে ৪৫০ ডলার।হয়তো বা আমাদের দেশে তা ৪৫ হাজার বা এর আশেপাশে পাওয়া যেতে পারে।বাজারে ঢুকবে এপ্রিলের ২০ তারিখে।

এবার বাকি ৬টি প্রসেসর গুলোর ব্যাপারে আসা যাক।

এগুলোর মধ্যে রয়েছে একটি x variant এর প্রসেসর (Ryzen 7 5700X)  ও একটি G variant বা iGPU যুক্ত প্রসেসর (Ryzen 5 4600G)। বাকি গুলো non x ও non G variant । প্রত্যেকটি প্রসেসরেরই TDP মাত্র 65 ওয়াট। 6টি প্রসেসর এর মধ্যে সবথেকে Low end প্রসেসরটি হচ্ছে Ryzen 3 4100 যার কোর ও থ্রেড সংখ্যা যথাক্রমে 4/8।

- Advertisement -

এই ইভেন্টের সবথেকে High end প্রসেসর,অর্থাৎ Ryzen 7 5700X এর কোর 8 টি ও থ্রেড 16 টি।মোট ক্যাশ মেমোরির পরিমাণ 36 মেগাবাইট।এটি PCIe Gen4 Supported ।বুস্ট ক্লক 4.6 গিগাহার্জ।

এছাড়া বাকি প্রসেসর গুলোতে ১১ থেকে 36 মেগাবাইট পর্যন্ত ক্যাশ মেমোরি রয়েছে ও প্রত্যেকটির8 কোর ও থ্রেডের পরিমাণ যথাক্রমে 6 ও 12।5700X ব্যতীত সবগুলো প্রসেসরের বক্সেই দেখা মিলবে Wraith Stealth Cooler এর।এই 6টি প্রসেসরের মধ্যে 4000 series এর গুলো Gen2 আর্কিটেকচারের ও বাকিগুলো Gen3 আর্কিটেকচারের।

- Advertisement -

যেহেতু কোনো 3rd party review এখনো পাবলিশ হয়নি,বরং বলা উচিত পাবলিশের সময় আসেনি, এখনই তাই এগুলোর পারফরম্যান্স সম্পর্কে ধারণা পাওয়া কঠিন। তবে আপাতদৃষ্টিতে প্রাইসিং এর দিকে যদি আমরা তাকাই,তাহলে অনেকেরই চোখ জ্বলজ্বল করে উঠতে পারে। মনে হচ্ছে এই particular launch টায় AMD এর মূল উদ্দেশ্য মূলত প্রাইস এর মাধ্যমেই এই বাজারটা দখলে আনা।

4 cores 8 thread এর Ryzen 3 4100 এর MSRP মাত্র 100 ডলার। বলার অপেক্ষা রাখে না যে এটি compete করবে “3600 killer” i3 12100 এর সাথে।6 cores 12 thread এর ryzen 5 4500 এর দাম মাত্র 130 ডলার।

গেমার দের দুঃসময়ে বন্ধু হতে পারে 155 ডলারের APU Ryzen 5 4600G । 5500,5600 ও 5700x এর দাম যথাক্রমে 160,200 ও 300 ডলার।

কবে পাওয়া যাবে?

প্রসেসরগুলো এপ্রিলের ৪ তারিখের দিকে বাজারে প্রবেশ করবে।

300 series এর মাদারবোর্ড owner দের জন্য ও আছে সুখবর।।AMD জানিয়েছে যে ৩০০ সিরিজের মাদারবোর্ডের জন্য সাপোর্ট extend করবে তারা। অর্থাৎ 5000 সিরিজের সকল প্রসেসরই বায়োস আপডেটের মাধ্যমে চালানো যাবে x370,b350,a320 motherboard এ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here