38 C
Dhaka
Tuesday, April 16, 2024

Core i3 12100: এন্ট্রি লেভেলের মার্কেট কাপাতে আসছে

- Advertisement -

কম বাজেটে casual ,রেগুলার কাজের জন্য PC বিল্ড করার ক্ষেত্রে আমাদের দেশ ও পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও পছন্দের তালিকার উপরের দিকে থাকে ইন্টেলের Core i3 Processor গুলো। বিগত বছরগুলোতে core thread count এর সাথে clock speed ও বৃদ্ধি পাওয়ায় performance ও বেড়েছে । ইন্টেল ইতিমধ্যেই 12th gen লাইনআপ এর unlocked core i5, core i7 ও core i9 মডেলগুলো বাজারে ছেড়েছে। যদিও বাজেট বিল্ডারদের জন্য অপেক্ষার পালা দীর্ঘই বলতে হয়। তবে লকড ভ্যারিয়েন্টগুলোর বেঞ্চমার্ক ও বিভিন্ন তথ্য নিয়মিত বিরতিতেই লিকড হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার লিক হয়েছে Core i3 12100 এর কিছু specs ও বেঞ্চমার্ক।

12100 এর engineering sample এর বেঞ্চমার্ক লিকডঃ

xfastest এর হাতে রিভিল করা intel core i3 12100 এর specs এর summery মোটামুটি এরকমঃ

- Advertisement -

Processorটিতে থাকবে আগের মতই চারটি কোর ও আটটি থ্রেড। আমরা i5 12400 এর ব্যাপারেও যেমন জানি যে ইন্টেলের ট্রেডমার্ক হাইব্রিড আর্কিটেকচার ,অর্থাৎ e-core,p-core এর mix-up থাকবে না, একই কথা Core i3 12100 এর জন্য ও প্রযোজ্য। অর্থাৎ i3 12100 এ থাকবে কেবলমাত্র p-core বা performance-core.

বলে রাখা ভালো,  xfastest এর test করা ইউনিটটি একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট ও এতে তার বেঞ্চমার্কে single core boost frequency পাওয়া গিয়েছে 4.3 ghz। CPUটির base power ৬০ ওয়াট ও maximum power ৭৭ ওয়াট।

- Advertisement -

বেঞ্চমার্কঃ

16gb-3600mhz ram, z690 steel legend এর test bench এ করা বেঞ্চমার্ক গুলো নিচে দেওয়া হলোঃ

Cinebench:

cinebench এর multicore এ i3 12100 এর score 8500+ ,এর বিপরীতে Ryzen 3 3300x,3100 এর মার্ক মাত্র ৬৭০০~ ও ৬০০০ যথাক্রমে। একই রকম চিত্র দেখা যাচ্ছে single core test এও, এখানেও চোখে পড়ার মত ব্যবধানে এগিয়ে রয়েছে intel core i3 12100।

- Advertisement -

pugetbench:

premiere pro এর pugetest এ export,playback ও GPU Score ৩টি stage এই অন্য দুটি CPU থেকে উলেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে i3 12100। export এর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় দুই গুণ score করেছে আপকামিং এই বাজেট CPU টি।

PCMark:

PCMark এর ক্ষেত্রেও চারটি ভিন্ন ভিন্ন ধরনের task দিয়ে test করা হয়েছে ,এখানেও চিত্রটা অপরিবর্তিত। team blue domination দেখা যাচ্ছে ভালোভাবেই। Ryzen 3 3300x,3100 কে প্রতিবারই বড় ব্যবধানে পেছনে ফেলছে ইন্টেলের upcoming budget solution ।

CSGO:

 

CSGO 4k-high তে বেঞ্চমার্ক করা হয়েছে। এখানে প্রায় ২০ ফ্রেম ব্যবধানে এগিয়ে রয়েছে ইন্টেল আইথ্রি।

অন্যান্যঃ V-Ray,cyberpunk 2077,3dmark,VRmark etc.(গ্যালারিঃsweep left or right to change pictures)

অন্য বেঞ্চমার্ক গুলোও এখানে দেওয়া হলো। মোটামুটি প্রত্যেকটিতেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে intel core i3 12100।

 

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here