28 C
Dhaka
Tuesday, April 16, 2024

Intel লঞ্চ করলো 13th Gen Desktop Processor Lineup

- Advertisement -

অপেক্ষার পালা শেষে ২৭ই সেপ্টেম্বর Innovation Event এ ইন্টেল লঞ্চ করেছে তাদের বহুল আলোচিত 13th Gen Raptor Lake Desktop Processor Lineup। একই সাথে লঞ্চ হয়েছে Z790 চিপসেটের মাদারবোর্ড গুলোও। প্রাথমিকভাবে অক্টোবরের ২০ তারিখে 13th gen এর ৩টি SKU এর দুইটি ভ্যারিয়েন্টের প্রসেসর বাজারে প্রবেশ করবে ।

এক নজরে 13th Gen Raptor Lake Processors:

যেরকম ধারণা করা হয়েছিল, ফুল লাইনআপের পরিবর্তে ইন্টেল হাই এন্ড মডেল গুলো লঞ্চ করবে ও পরবর্তীতে কয়েক মাস পর বাকি মডেল গুলো বাজারে ছাড়বে, হয়েছেও তাই। ইন্টেল Raptor Lake এর লঞ্চ করেছে Core i9 13900k, Core i7 13700k ও Core i5 13600k এই ৩টি মডেল এর মাধ্যমে। একই সাথে শুধুমাত্র হাই এন্ড চিপসেট, অর্থাৎ Z790 চিপসেট সম্বলিত মাদারবোর্ড গুলোও লঞ্চ করা হয়েছে আজ।

- Advertisement -

লঞ্চ হওয়া এই ৩টি SKU দুটি করে ভ্যারিয়েন্টে বাজারে আসবে বরাবরের মতই। অর্থাৎ iGPU সম্বলিত স্টান্ডার্ড ভ্যারিয়েন্ট এর সাথে থাকবে F ভ্যারিয়েন্ট যেটিগুলোতে থাকবে না কোনো Internal GPU.

র‍্যাপটর লেক আর্কিটেকচারের হাইলাইটস গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ

  • P-core Architecture এর Improvement ও E-cores এর সংখ্যা বৃদ্ধি। অর্থাৎ হাইব্রিড আর্কিটেকচারকে আরো শক্তিশালী করা হয়েছে।
  • INTEL 7 Technology ব্যবহার করা হয়েছে ( 10nm architecture)
  • PCIe Gen5 এর সাপোর্ট (PCIe4 এর সাপোর্ট ও রয়েছে)
  • Thunderbolt 4, WIFI6 এর সাপোর্ট।
  •  i9 প্রসেসরে সর্বোচ্চ ২৪টি কোর।
  • core i5 প্রসেসরগুলোতে  সর্বোচ্চ ১৪টি কোর।
  • দুই গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে L2 Cache, L3 Cache এর পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে।
  • out of the box 5200 ও 5600 Mhz পর্যন্ত DDR5 র‍্যাম সাপোর্ট।
  • আগের জেনারেশনের তুলনায় 15% পর্যন্ত সিঙ্গেল কোর পারফর্মেন্স, ৪১% পর্যন্ত বেটার মাল্টিকোর পারফর্মেন্স ।

- Advertisement -

স্পেসিফিকেশনঃ

Core i9 13900K ( ও KF) এ দেওয়া হয়েছে মোট ২৪টি কোর ও ৩২টি থ্রেড ( এর মধ্যে রয়েছে ৮টি পারফর্মেন্স কোর ও ১৬টি এফিশিয়েন্সি কোর)। 5.8 Ghz বুস্ট ক্লকের পাশাপাশি ৩২ মেগাবাইট করে লেভেল টু ক্যাশ ও ৩৬ মেগাবাইটের লেভেল থ্রি রয়েছে। আলাদা করে ক্যাশ মেমোরি না দিলেও AMD এর ইনফিনিটি ক্যাশ বা 3D V-Cache কে সামাল দেওয়ার জন্যই সম্ভবত এবার ক্যাশ মেমোরি বাড়ানো হয়েছে।

৫৯০ ডলার MSRP এর ইন্টেলের এই ফ্লাগশিপ প্রসেসরটির সর্বোচ্চ পাওয়ার লিমিট ২৫৩ ওয়াট ( ও প্রথম পাওয়ার লিমিট ১২৫ ওয়াট)।

- Advertisement -

Core i7 13700K ( ও KF) এ রয়েছে মোট ১৬টি কোর ও ২৪টি থ্রেড (৮টি করে পারফর্মেন্স কোর এর সাথে আরো ৮টি এফিশিয়েন্সি কোর উপস্থিত থাকবে 13700k প্রসেসরটিতে)। 13700k তেও দেওয়া হয়েছে লেভেল টূ  ও থ্রি মিলিয়ে মোট ৫৪ মেগাবাইট ক্যাশ মেমোরি। 5.4 Ghz সর্বোচ্চ বুস্ট ক্লক বিশিষ্ট এই প্রসেসরটির দাম নির্ধারণ করা হয়েছে ৪০৯ ডলার। এই SKU টির পাওয়ার লিমিট 13900K এর অনুরুপ।

core i5 13600K ( ও KF) এও দেওয়া হয়েছে ১৪টি কোর ও ২০টি থ্রেড। এই প্রসেসরটিও সর্বোচ্চ 5.1 Ghz স্পিডে চলবে।মোট ৪৪ মেগাবাইট ক্যাশ বিশিষ্ট core i5 13600k এর সেকেন্ড পাওয়ার লিমিট ১৮৫ ওয়াট। এটির দাম ৩১৯ ডলার।

আগের জেনারেশনের সাথে 13th gen এর স্পেসিফিকেশন এর তুলনা করে নিতে পারেন নিচের টেবিল থেকে।

13th Gen Desktop Processor এর পারফর্মেন্সঃ

ইন্টেল 13th gen এর মাধ্যমে লিডারশিপ গেমিং পারফর্মেন্স,  ও scalable performance per watt এর দাবি করছে।। অফিশিয়াল কিনোটে বেশ কিছু পারফর্মেন্স গ্রাফ প্রকাশ করা হয়েছে ইন্টেল্লের পক্ষ থেকে। 12900k এর থেকে ২৫% কম পাওয়ার ব্যবহার করেই 13900k একই ধরনের পারফর্মেন্স দিতে পারবে।

Ryzen 9 5950X এর সাথে ৯টি গেমের বেঞ্চমার্ক এর রেজাল্টের কম্প্যারিজন দেখানো হয়েছে। এখানে Intel Core i9 13900K Ryzen 9 5950x এর তুলনায় সর্বনিম্ন ৬% ও সর্বোচ্চ ৫২-৫৮% পর্যন্ত এগিয়ে রয়েছে। তবে প্রকৃতপক্ষে প্রসেসরটি কতটা শক্তিশালী তা অক্টোবরের ২০ তারিখ 3rd party review এর মাধ্যমেই বোঝা যাবে।

13 th gen এর ক্ষেত্রে ইন্টেলের আরেকটি হাইলাইটস এর জায়গা ছিল গেমিং এ 1% low performance। ইন্টেলের দাবি, AMD এর সর্বশেষ জেনারেশনের সবথেকে শক্তিশালী প্রসেসর Ryzen 9 5950x থেকে ১% লো বা 99th percentile রেজাল্টে 13900k  সর্বনিম্ন ১১-১৫% থেকে সর্বোচ্চ ১০৭% পর্যন্ত বেটার ফ্রেমরেট দিতে সক্ষম (৯টি গেমের বেঞ্চমার্কে)।

১২ অক্টোবর আসছে arc a770

বিস্তারিতঃ intel innovation event

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here