24 C
Dhaka
Tuesday, March 26, 2024

লঞ্চ হলো Intel 11th Gen H সিরিজ ল্যাপটপ প্রসেসর

- Advertisement -

গতকাল ইন্টেল লঞ্চ করেছে তাদের 11th Gen ‘Tiger Lake-H’ সিরিজ এর ল্যাপটপ প্রসেসর লাইনআপ। চলুন দেখে নেওয়া যাক স্পেসিফিকেশন ও হাইলাইটস, জেনে নেওয়া যাক খুঁটিনাটি বিষয়গুলো। মুলত বেশি কোর-থ্রেড,higher clock speed, সর্বোচ্চ পারফর্মেন্স নিশ্চিত করাই এই লাইনআপ আপের প্রসেসরগুলোর বিশেষত্ব।

এক নজরে ইন্টেলের ল্যাপটপ প্রসেসর এর segmentation: 

যারা ইন্টেলের ল্যাপটপ সেকশনের বিভিন্ন সেগমেন্ট/সিরিজের সাথে বেশি পরিচিত নন তাদের জন্য নিচের টেবিলটি। ভিন্ন ভিন্ন ধরনের কনজিউমারদের উদ্দেশ্য করে ভিন্ন ভিন্ন বেশ কিছু প্রসেসর লাইনআপ রয়েছে যেগুলোর বৈশিষ্ট ও বিশেষত্ব ও ভিন্ন ভিন্ন।এগুলোর পাওয়ার লিমিট ও ভিন্ন ভিন্ন।

- Advertisement -


series TDP
Range
feature
Y-Series 4-10 W ছোট্ট ফর্ম ফ্যাক্টর,বেশি ব্যাটারি লাইফ
U-Series 12-28 W 10-14 inch স্কিন সাইজ,
IGPU,কিছু ক্ষেত্রে আলাদা GPU
H35-Series 35W Main TDP অপেক্ষাকৃত নতুন সিরিজ,H সিরিজের মত  শক্তিশালী নয় ,বলা যায় High Power U প্রসেসর
H-Series 35-65+ W 14-17 inch,হাই পারফর্মেন্স,বেশি কোর থ্রেড,Discrete GPU,হাই পারফর্মেন্স গেমিং,প্রোডাক্টিভিটি

 

11th Gen H Series Specs and highlights:

ইন্টেল এবারের 8 Core Tiger Lake H processors এর ৩টি মার্কেটের কথা হাইলাইট করেছে। Essential, যেগুলো মিড রেঞ্জ GPU এর সাথে আসবে, 60FPS 1080p Medium/high Gaming এর জন্যু রিলিজ হবে। Thin enthusiast, বড় স্ক্রিন সাইজ, 1080p 240 fps, 4k 60fps গেমিং এর জন্য। আর সর্বশেষ Halo Enthusiast, High/max সেটিংসে 4k 120fps গেমিং এর জন্য।

  • Essential: Paired with mid-range GPU, 1080p Gaming at 60 FPS, Medium/High Settings
  • Thin Enthusiast: 15+ inch, sub-20 mm, Gaming at 1080p240 or 4K60 at Medium/High
  • Halo Enthusiast: 15+ inch, Gaming at 1080p240 or 4K120 at High/Max Settings

- Advertisement -

স্পেকসঃ 

H লাইনআপে Core i5, core i7, core i9 মিলে মোট ৫টি প্রসেসর রয়েছে (কনজিউমার)। Core i5 গুলোতে ছয়টি করে কোর ,১২টি করে থ্রেড ,12MB Cache  এর সাথে থাকবে 2.6/2.7 Ghz Base clock ও 4.5 Ghz পর্যন্ত 2 cores boost clock থাকবে। GPU হিসেবে ইন্টেল Xe integrated GPU রয়েছে।
একটি মাত্র Core i7 প্রসেসরটি 8 cores,12 threads বিশিষ্ট,যেটির 2 cores boost clock 4.6 Ghz পর্যন্ত।

11980HK ও 11900H এর 2 cores boost clock 5 Ghz পর্যন্ত। Core i5 11260H ছাড়া বাকি প্রসেসর গুলোর GPU Clock 1.45 Ghz। এবারের প্রসেসরগুলো 10nm Superfin আর্কিটেকচারে তৈরী।

- Advertisement -

এই প্রসেসরগুলোর মধ্যে 4.5 ও 4.4 Ghz All core boost clock পাওয়া যাবে i9 মডেলদুটি থেকে । অর্থাৎ 4k Gaming এর যে বিজ্ঞাপন ইন্টেল দিয়েছে সেটির সত্যতা এই হাই এন্ড প্রসেসরগুলোর থেকেই পাওয়া যাবে। অবশ্য i5 প্রসেসর দুটিও 4.1 Ghz পর্যন্ত All cores ও 4.3 Ghz পর্যন্ত 4 cores turbo boost অফার করছে।

উল্লেখযোগ্য ফিচারসঃ 

ইন্টেলের মতে গেমারদের জন্যই ডিজাইন করা হয়েছে এবারের লাইনআপ। 360Hz পর্যন্ত FHD প্যানেল ও 120Hz পর্যন্ত 4K ডিসপ্লে এর সাথে আসবে এবারের ল্যাপটপগুলো। সাথে 3rd Party অর্থাৎ AMD/Nvidia এর লেটেস্ট জেনারেশনের গ্রাফিক্স কার্ড তো থাকছেই।

এবার প্রসেসরগুলো সাপোর্ট করছে Gen4 যেটি অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি ফিচার অবশ্যই।

আরো থাকছে Intel Turbo Boost Max 3.0 ,Intel Speed Optimizer সহ বেশ কিছু ফিচারস।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here