RAM কি single stick নিবেন নাকি Dual-Stick নিবেন? কোনটি নিলে বেশি ভালো হয়?

RAM(‌‌‍‍ Random Access Memory)

দিন দিন গেমস এবং সফটওয়্যার আপডেট
হওয়ার সাথে সাথে RAM এর চাহিদা ও বারছে।
বর্তমানে পিসি বিল্ড এর সময় অধিকাংশই 8-
16GB RAM নিয়ে থাকেন। যারা 8 বা 16GB
RAM দিয়ে পিসি বিল্ড করতে যায়,
ঠিক তখন বাজেটর দিকে তাকিয়ে একটি প্রশ্ন মনে আসে।
RAM কি Single Channel নিব নাকি Dual Channel নিব?
Single Channel & Dual Channel RAM এর মদ্ধ্যে প্রধান পার্থক্য
|||
কোনো সিস্টেমের র্যাম একটি নির্দষ্ট সার্কিট দ্বারা নিয়ন্ত্রিত হয় যেটি
Memory Controller নামে পরিচিত।
Data Bus Width:
একটি ডেটা বাসে অনেকগুলি বিভিন্ন সংজ্ঞায়িত বৈশিষ্ট্য রয়েছে তবে সর্বাধিক
গুরুত্বপূর্ণগুলির মধ্যে একটি এর প্রস্থ। একটি ডাটা বাসের প্রস্থটি বিট (বৈদ্যুতিক
তারগুলি) সংখ্যাকে বোঝায় যা বাসটি তৈরি করে। অথবা, ্যাম ও মেমোরি কন্ট্রোলার
একে অন্যের সাথে তারের একটি সিরিজ এর মাধ্যমে সংযুক্ত থাকে যেটা মেমোরি বাস
বলে পরিচিত। একটি সিরিজ এর তারের তিনটি ভাগ রয়েছে যথা:-
★ Control ★Data ★ Address
কন্ট্রোল তারগুলির কাজ হলো মেমরি মডিউলগুলিতে কমান্ডগুলি প্রেরণের এবং
সিস্টেমের মাধ্যমে কী ধরণের অপারেশন করা হচ্ছে সে সম্পর্কে তথ্য ধারন করে।
ডেটা ওয়্যারগুলির কাজ হলো এমন ডেটা বহন করবে যা মেমরি থেকে মেমরি কন্ট্রোলার
এর কাছে রিড হয় বা মেমরি কন্ট্রোলার থেকে মেমরিতে রাইট হচ্ছে।
|||
মেমোরি কন্ট্রোলার একটি সিস্টেমের র্যাম এর ক্লক স্পীড ও নিয়ন্ত্রণ করে থাকে। যেমন:-
যদি কোনো সিস্টেম বা মাদারবোর্ড এর মেমোরি কন্ট্রোলার ঠিক করে
সর্বোচ্চ 1333Mhz পর্যন্ত পর্যন্ত সমথর্ন করবে। তাহলে 2666Mhz এর
্যাম ইনস্টল করেলেও সেটি সিস্টেমে কেবলমাত্র 1333Mhz স্পিডে
কাজে লাগাতে পারবে, এইভাবে মেমোরি কন্ট্রোলার র‌্যামটি আন্ডারলক করে।
Single Channel vs Dual Channel Memory
Architecture
   
বর্তমানে ইন্টেল ও এ.ম.ডি উভয় তাদের সিস্টেমে ডুয়াল চ্যানেল মেমোরি সমর্থন
করে বেটার পারফরম্যান্স এর জন্য।
Single Channel Memory Architecture :
র‌্যামের একটি স্টিক একক 64-bit ডেটা চ্যানেলে হিসাবে কাজ করে। অর্থাৎ র্যাম এর
একটি স্টিক 64-Bit ডাটা ট্রানাসফার করতে পারে প্রতিটি Clock Cycle স্থানান্তর হওয়ার
সময়। অথবা,একটি Single Channel RAM ডেটাটিকে একটি তারের সিরিজ এর মাধ্যমে
স্থানান্তর করে যার মোট প্রস্থে 64-bit।
Dual-Channel Memory Architecture :
র‌্যামের দুটি স্টিক একক (64×2= 128) বিট ডেটা চ্যানেলে হিসাবে কাজ করে।
অর্থাৎ র্যাম এর দুটি স্টিক 128-Bit ডাটা ট্রানাসফার করতে পারে প্রতিটি Clock
Cycle স্থানান্তর হওয়ার সময়। অথবা, একটি Single Channel RAM ডেটাটিকে
একটি তারের সিরিজ এর মাধ্যমে স্থানান্তর করে যার মোট প্রস্থে 128-bit।
|||
আপনি যদি চিত্রটি পর্যবেক্ষেন তবে দেখতে পাবেন যে উভয় চ্যানেলই D00 থেকে D63 পর্যন্ত ডেটা
64-Bit পোর্টে সার্পোট করে। আবার দ্বিতীয় চ্যানেলে D64 থেকে D127 পর্যন্ত ডেটা 64-Bit পোর্টে
সার্পোট করে।ফলস্বরূপ, সিস্টেমটি চ্যানেলের প্রস্থকে 64-বিটের পরিবর্তে মোট 128-বিট প্রস্থ
হিসাবে গণ্য করে।
Single Channel vs Dual Channel Memory
Bandwidth
Bandwith
ব্যান্ডউইথ হল একটি কমিউনিকেশন চ্যানেলের সর্বাধিক তাত্ত্বিক স্থানান্তর হার।
্যাম এর ব্যান্ডউইথ নির্ণয় এর জন্য একটি সূত্র রয়েছে সূত্রটি হলো:

Memory Bandwidth = (DDR clock rate x data bus width) / 8

Single Channel Memory Bandwith:

আমরা জানি,
র‌্যামের একটি স্টিক একক 64-bit ডেটা চ্যানেলে হিসাবে কাজ করে। অর্থাৎ র্যাম এর
একটি স্টিক 64-Bit ডাটা ট্রানাসফার করতে পারে প্রতিটি Clock Cycle স্থানান্তর হওয়ার
সময়। অথবা,একটি Single Channel RAM ডেটাটিকে একটি তারের সিরিজ এর মাধ্যমে
স্থানান্তর করে যার মোট প্রস্থে 64-bit। অতএব সূত্রানুসারে,

ধরি,
DDR Clock Rate= 3200Mhz

Data Bus Width= 64-bit

Single Channel Memory Bandwith= (3200×64)/8
                                           =204,800 MB/s
                                           =200 GB/s
Dual-Channel Memory Bandwith:
আমরা জানি,
র‌্যামের দুটি স্টিক একক (64×2= 128) বিট ডেটা চ্যানেলে হিসাবে কাজ করে।
অর্থাৎ র্যাম এর দুটি স্টিক 128-Bit ডাটা ট্রানাসফার করতে পারে প্রতিটি Clock
Cycle স্থানান্তর হওয়ার সময়। অথবা, একটি Single Channel RAM ডেটাটিকে
একটি তারের সিরিজ এর মাধ্যমে স্থানান্তর করে যার মোট প্রস্থে 128-bit।
অতএব সূত্রানুসারে,
ধরি,
DDR Clock Rate= 3200Mhz

Data Bus Width=128-bit

Single Channel Memory Bandwith=(3200×128)/8
                                                  =409,600 MB/s
                                                  =400 GB/s
বর্তমান সময়ে গেমিং, প্রডাক্টিভিটি সকল কাজের জন্য এবং আপনার সিস্টেম এর সম্পুর্ন পারফরম্যান্স উপভোগ করার জন্য Dual Channel Memory দিয়ে পিসি বিল্ড করায় সবচাইতে বেশি ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here