28 C
Dhaka
Tuesday, April 16, 2024

B660,H610,H670 Motherboard এর প্রাইস লিক

- Advertisement -

বহুল আকাঙ্ক্ষিত 12th Gen এর Core i3 12100, Core i5 12400 লঞ্চ হয়েছে সম্প্রতি। এরই মধ্যে দেশের বাজারে চলে এসেছে আসুস এর মাদারবোর্ড ও। আসুসের ৩টি মডেলের মাদারবোর্ড এর স্পেসিফিকেশন এর পাশাপাশি আমাদের কাছে আসা মাদারবোর্ড গুলোর প্রাইস সম্পর্কে যে তথ্য রয়েছে তাও জানাবো এই আর্টিকেলে।

Asus PRIME H610M-A D4

কোর আই থ্রি প্রসেসর এর জন্য সবথেকে বাজেট ফ্রেন্ডলি ও পারফেক্ট মাদারবোর্ড বলা যায় HX10 চিপসেটের এন্ট্রি লেভেলের মাদারবোর্ড গুলোকে। এগুলোর দাম ও যেমন নাগালের একদমই ভেতরে থাকে, তেমনি ফিচারস ও একটি এন্ট্রি লেভেল বা বাজেট বিল্ড এর জন্য পারফেক্ট হয়ে থাকে।সাধারণত ৬-৮ হাজার রেঞ্জে H-X10 মাদারবোর্ড গুলো পাওয়া যায় যেমন H410, H510 ইত্যাদি।

- Advertisement -

দেশের বাজারে আপাতত প্রবেশ করেছে Asus এর prime H610M-A D4 মাদারবোর্ডটি। অবশ্যই D4 থেকেই বোঝা যাচ্ছে মাদারবোর্ডটি DDR4 মেমোরি সাপোর্টেড। যাই হোক, আসুসের এই বোর্ডটিতে VRM Heatsink ও PCH Heatsink ও থার্মাল প্যাড রয়েছে। দুটি M.2 স্লটের পাশাপাশি রয়েছে চারটি SATA3 6GB/s স্লট। ডিসপ্লে আউটপুট স্লটে দেওয়া হয়েছে একটি করে HDMI,D-SUB ও Displayport। দুটি করে USB 2.0  ও USB 3.1 Gen2 পোর্টের পাশাপাশি আরো রয়েছে 1 x USB 3.2 Gen 1 header  ও 2 x USB 2.0 headers। দেওয়া হয়েছে 2টি AURA RGB Header ও।

 

- Advertisement -

দুটি র‍্যাম স্লটে DDR4 3200 Mhz স্পিডের ৬৪ গিগাবাইটের র‍্যাম লাগানো যাবে।যদিও ইউজার এই মাদারবোর্ডে Memory Overclock করতে পারবেন না।

Asus PRIME H610M-A D4 price in bd :

দুঃখজনক হলেও আসুসের এই মাদারবোর্ডটি বাজারে প্রবেশ করেছে স্বাভাবিক এর থেকে বেশ অনেকটাই বেশি দামে।। বর্তমানে এটিকে কিনতে হলে গুনতে হবে 11100 টাকা। আশা করা যাচ্ছে পরবর্তীতে প্রাইস কমে আসবে।

- Advertisement -

PRIME H670-PLUS D4

মিডরেঞ্জের H670 চিপসেটের ATX form factor এর মাদারবোর্ড Prime H670-Plus মুলত Core i5 12400 থেকে 12600k এর মত প্রসেসরগুলোর জন্য বেশি সুইটেবল। এই মাদারবোর্ডটির উল্লেখযোগ্য স্পেসিফিকেশনগুলো হচ্ছেঃ

চারটি মেমোরি স্লট। তাতে লাগানো যাবে ১২৮ গিগাবাইট এর 5066 মেগাহার্জ স্পিডের মেমোরি। অবশ্যই এই চিপসেট থেকে মেমোরি ওভারক্লক করা যাবে।ডিসপ্লে আউটপুট সেকশনে রয়েছে একটি করে ডিসপ্লেপোর্ট ও HDMI পোর্ট। রয়েছে ৩টি M.2 Slot ও সাথে চারটি SATA3 স্লট (বেটার কুলিং এর জন্য দেওয়া হয়েছে M.2 Heatsink ও)। পর্যাপ্ত পরিমাণ USB 3 ও USB 2 পোর্ট রয়েছে। USB ও অন্যান্য পোর্টের বিবরণ নিচে দেওয়া হলোঃ


Rear USB (Total 8 ports) 
1 x USB 3.2 Gen 2 port (1 x USB Type-C)
2 x USB 3.2 Gen 2 ports (2 x Type-A)
3 x USB 3.2 Gen 1 ports (3 x Type-A)
2 x USB 2.0 ports (2 x Type-A)
Front USB (Total 7 ports) 
2 x USB 3.2 Gen 1 headers support additional 4 USB 3.2 Gen 1 ports
1 x USB 2.0 header supports additional 2 USB 2.0 ports
1 x USB 2.0 header supports additional 1 USB 2.0 port

Back Panel I/O Ports

1 x USB 3.2 Gen 2 port (1 x USB Type-C®
2 x USB 3.2 Gen 2 ports (2 x Type-A)
3 x USB 3.2 Gen 1 ports (3 x Type-A)
2 x USB 2.0 ports (2 x Type-A)
1 x DisplayPort
1 x HDMI port
1 x Realtek 2.5Gb Ethernet port
3 x Audio jacks


USB headers

2 x USB 3.2 Gen 1 headers support additional 4 USB 3.2 Gen 1 ports
1 x USB 2.0 header supports additional 2 USB 2.0 ports
1 x USB 2.0 header supports additional 1 USB 2.0 port

Asus PRIME H670-PLUS D4 price in bangladesh:

দেশের বাজারে আপাতত Prime H670-PLUS D4 Price নির্ধারিত হয়েছে 15950 টাকা।

TUF GAMING B660M-E D4

এই লটের একমাত্র TUF Gaming Motherboardটি হচ্ছে TUF B660M-E D4। Micro ATX ফর্ম ফ্যাক্টরের এই মাদারবোর্ডটির ডিজাইন যথারীতি যথেষ্ট স্টাইলিশ ও এগ্রেসিভ। টুকটাক কিছু পোর্ট সংখ্যা ও স্লট সংখ্যার কমবেশি ছাড়া এই বোর্ডটির স্পেসিফিকেশন মোটামুটি H670 এর আইডেন্টিকাল বলা চলে। দুটি M.2, চারটি র‍্যাম স্লট, 4টি করে SATA3 স্লটের সাথে ২টি করে USB 3.1 Gen1 ও Gen2  ও একটি টাইপ সি পোর্ট রয়েছে। মেমোরির কম্প্যাটিবিলিটি ,স্পিড সাপোর্ট ও মোটামুটি একই। রয়েছে বিশাল আকৃতির VRM Heatsink ও M.2 Heatsink.

TUF GAMING B660M-E D4 price in bd:

আমাদের কাছে আসা তথ্য অনুসারে এই মাদারবোর্ডটির দাম নির্ধারিত হয়েছে ১৬১০০। প্রাথমিক অবস্থাতে দামটা একটু বেশি মনে হলেও আশা করা হচ্ছে ক্রমান্বয়ে মাদারবোর্ডগুলোর দাম নিচের দিকে আসতে থাকবে।

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here