26 C
Dhaka
Tuesday, March 19, 2024

ASUS ROG STRIX B360-I GAMING ইউজার ওভারভিউ

- Advertisement -

আসসালামু আলাইকুম

কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। কথাটা অনেক আংশেই সত্য, তাই আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি ছোট মরিচ এর রিভিউ নিয়ে।

- Advertisement -

তো শুরু করা যাক, বর্তমানে ২ ধরণের পিসি বিল্ড অনলাইনে দেখা যায়, এক বিশাল আকারের কেসিং যা নাড়াচাড়া করতে একটু কষ্ট হয় ক্ষেত্র বিশেষে ২ জন ও লাগে। দুই ছোট সাইজ সহজে বহন যোগ্য কেসিং, তবে ছোট বলে কর্যক্ষমতা কম নয়। একটি সিস্টেম বড় বা ছোট বিল্ড করতে প্রথমেই কম্পনেন্ট বাছাই করার প্রয়োজন পরে। সাধারণত বা বড় সাইজের কেসিং এ পিসি বিল্ডে করতে মাদারবোর্ড বাছাই করতে তেমন সমস্যা হয় না। সমস্যা তখন ই হয় যখন কেউ পারফোমেন্স ঠিক রেখে ছোট সাইজের কেসিং বাছাই করে, সে ক্ষেত্রে প্রয়োজন হয় ITX Motherboard এর। যা খুব কম ই তৈরী হয়, দাম ও বেশি এবং মার্কেটে ও সহজে পাওয়া যায় না।

তাই যারা ITX বিল্ডে আগ্রহি তাদের জন্য আজ রিভিউ করা হচ্ছে ASUS ROG STRIX B360-I GAMING মাদারবোর্ডটি। এটি একটি ITX GAMING মাদারবোর্ড যার মানে হচ্ছে এটি ৬.৭” x ৬.৭” সাইজের একটি মাদারবোর্ড যাতে গেমারদের জন্য প্রয়োজনিয় সকল সুবিধাই রয়েছে।

- Advertisement -

স্পেসিফিকেশন্স

CPU
Intel® B360 হওয়াতে 8th/9th, Gen Intel CPU সাপোর্ট করবে।

Memory
২টি DDR4 Ram, সর্বোচ্চ 32GB পর্যন্ত লাগলো যাবে। তবে Processors এর কারণে 2666MHz এর বেশি স্পিড পাওয়া যাবে না।

- Advertisement -

Graphic
Intel® HD Graphics ব্যবাহারের জন্য রয়েছে HDMI ও DisplayPort 1.2

Storage
৪টি SATA 6Gb/s পোর্ট
২টি M.2 পোর্ট রয়েছে যা SATA & PCIE 3.0 x 4 mode চলতে পারবে এবং রয়েছে Intel® Optane™ Memory সাপোর্ট।

LAN
Intel Gigabit LAN

Wireless Data Network
Wi-Fi 802.11 a/b/g/n/ac যা Dual Band 2.4/5 GHz
একই সাথে রয়েছে Bluetooth 5.0

Audio
ROG SupremeFX 8-Channel High Definition Audio CODEC S1220A
যার ফলে – Sonic Radar III, Sonic Studio Link ব্যবহার সুযোগ থাকছে।

USB Ports
২টি USB 3.1 Gen 2 ports
৪টি USB 3.1 Gen 1 ports (২টি পিছনে, Type-A + USB Type-C, ২টি বোর্ডে রয়েছে)
৪টি USB 2.0 ports যা ২টি পিছনে ২টি বোর্ডে রয়েছে।

Back I/O Ports
DisplayPort
HDMI
২টি USB 3.1 Gen 2 Type-A
২টি USB 3.1 Gen 1 Type-A + USB Type-C
২টি USB 2.0
Optical S/PDIF out
৫টি Audio jack
ASUS Wi-Fi GO! Module (Wi-Fi 802.11 a/b/g/n/ac ও Bluetooth 5)
LAN port

Internal I/O Ports
১টি Aura Addressable Strip Header
১টি AAFP connector
১টি USB 3.1 connector
১টি USB 2.0 connector
২টি M.2 Socket
৪টি SATA 6Gb/s পোর্ট
১টি CPU Fan header
১টি Chassis Fan header
১টি AIO_PUMP header
24-pin EATX Power connector
8-pin ATX 12V Power connector
Internal speaker connector
Clear CMOS jumper
System panel connector
১টি Thermal sensor connector

Accessories
User’s manual
M.2 2242 mounting kit
২টি SATA 6Gb/s cable
২টি M.2 Screw Package
Supporting DVD
ROG Strix stickers
১টি Cable ties pack
১টি Wi-Fi Antenna
১টি Extension cable for Addressable LED
১টি Front Panel cable

Special Features
প্রিমিয়াম কম্পোনেন্ট ব্যবহারে স্থায়িত্ব নিয়ে চিন্তা করতে হবে ন।

Pre-mounted I/O shield বোর্ডটি কে করেছে অসাধারণ।

QLED থাকায় ট্রাবলশুটিং হয়েছে সহজ ও দ্রুত (CPU, DRAM, VGA, Boot Device LED)

একাধিক Temperature sensor থাকায় সহজে তাপমাত্রা যাচাই করা যাবে ও Fan Xpert 4 দিয়ে ইচ্ছা মত ফ্যান নিয়ন্ত্রন ও করা যাবে।

EZ Flash 3 দিয়ে খুব সহজেই Bios Update করা যাবে।

CrashFree BIOS 3 থাকায় কোন কারণে Bios corrupted হলে তা সহজে ঠিক করা যাবে।

মাদারবোর্ড এর পিছনে Build in RGB থাকায় দেখতে অসাধারণ লাগে, A RGB পোর্ট থাকায় খুবব সহজে RGB strip লাগানো যাবে। ROG Aura ব্যবহার করে সকল প্রকার RGB ডিভাইজ সহজেই synchronize করা যাবে।

সব শেষে বলা যায় যারা ITX বিল্ডে আগ্রহি তাদের জন্য এই বোর্ডটি খুবিই উপোযোগী বাংলাদেশের বাজারে বোর্ডটি আমদানী করছে Global Brand Pvt. Ltd. এবং পাওয়া যাচ্ছে Global Brand Pvt. Ltd.ONE STOP SERVICE AND SOLUTION এ, স্টক খুবিই কম তাই দ্রুত যোগাযোগ করুন।

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here