29 C
Dhaka
Wednesday, April 24, 2024

GameSir T1s controller review | PCB BD

- Advertisement -

কয়েকমাস আগেই GameSir T1S কন্ট্রলারটি সুদূর সিংগাপুর থেকে আমাদের কাছে আসে। আমরা সাধারনত কন্ট্রোলার রিভিউ করে থাকি না কিন্তু এর কিছু ফাংশনস আমাদের ভাল লেগেছে। এবং কন্ট্রলারটি রিভিও শেষে Giveaway করে দেয়ার জন্যই রিভিউটি।

কন্ট্রলারটি একটি মাল্টি প্লাটফর্ম সাপোর্টেড কন্ট্রোলার যেটি উইন্ডোজ এবং এন্ড্রয়েড উভয় প্লাটফর্ম সাপোর্ট করবে। এবং সেইসাথে ওয়ারলেস।
চলুন দেখি কন্ট্রোলারটির একটি কুইক রিভিউ।

- Advertisement -

GameSir T1s Unboxing

বক্স খুললে পাবেন একটি ইউজার ম্যানুয়াল, একটি নরমাল ইউএসবি কেবল চার্জিং এর জন্য এবং কন্ট্রলারটি।

প্রথমেই এর লুকস ডিপার্ট্মেন্টে আসা যাক।
গেমপ্যাডটির বাটন ম্যাপিং অনেকটা এক্সবক্স আর প্লেস্টেশনের সম্মিলিত রুপ।
গাঠনিক দিক থেকে দেখতে এটি প্লেস্টেশনের ডুয়াল শক কন্ট্রলারের মত দেখতে হলেও ডানদিকে মুল বাটনের লেবেলিং এক্সবক্স কন্ট্রলারের মত।
কন্ট্রোলারটি যথেস্ট গ্রিপি এবং এর সারফেসে একটি সুন্দর টেক্সচার আছে।
উপরে ইউএসবি কানেক্টরের দিকে লেফট বাটনের পাশেই হোম বা পাওয়ার বাটন
মাঝখানে গেমস্যারের একটি লোগো আছে এবং এটি একটি ফোন হোল্ডার যেটি ৩.৫ ইঞ্চ থেকে ৬ ইঞ্চ পর্যন্ত ডিভাইস সাপোর্ট করবে।
ফোন হোল্ডারটি খুললে এর নিচে গেমস্যারের লোগোর উপরে এলইডি ইন্ডিকেটর যেটি ইন্ডিকেট করবে আপনি কোন ডিভাইসের সাথে কানেকটেড আছেন।

- Advertisement -

হোল্ডারের এক্টূ বামে আরো একটি এলইডি ইন্ডিকেটর যেটি ব্যাটারির পাওয়ার ইন্ডিকেট করবে ব্লু এলইডি লাইটের মাধ্যমে।

এছাড়া টারবো,ক্লিয়ার নামের কিছু এক্সট্রা বাটনো আছে।

নিচের দিকে একটি আলাদা যায়গা আছে যেখানে ইউএসবি ডংগল দেখা যাবে। এটি একটি প্লাস পয়েন্ট কারন এতে ডংগলটি হারানোর সম্ভাবনা কম থাকে।
ডংগলটি উইন্ডোজ ডিভাইসের জন্য দেয়া হয়েছে।

- Advertisement -

GameSir T1s Looks Great

এছাড়া কিছু ফাংশনালিটির ব্যাপারে বলতে গেলে,
মুলত এটি একটি Xinput সাপোর্টেড সো এক্সবক্স কন্ট্রলারের মত উইন্ডোজ প্লাটফর্মের সমস্ত কন্ট্রলার সাপোর্টেড গেমগুলো এই কন্ট্রলার দিয়েও খেলা যাবে।
কোন এক্সট্রা সফটওয়ারের দরকার নাই যাস্ট প্লাগ এন্ড প্লে।
এটি একটি ডুয়ালশক টাইপ কন্ট্রলার মানে প্লেস্টেশনের বা অন্যান্য কন্ট্রলারের মত এতেও ডুয়াল ভাইব্রেশন মটর আছে। এবং এর কন্ট্রলারের ফিলটি যথেস্ট স্মুথ।
অনেকটা প্লেস্টেশানের ডুয়ালশক ফোর কন্ট্রলারের মতই বলা যায়।
এছাড়া রিচার্জেবল ব্যাটারি আছে যেটি ১৮+ ঘন্টার মত ব্যাটারি ব্যাকাপ দিতে সক্ষম।

৪-৫ ঘন্টা খেলার পরেও আরো ৭৫% এর মত ব্যাটারি বাকি ছিল।
এন্ড্রয়েড আর উইন্ডোজ সাপোর্টের পাশাপাশি এটি পিএস থ্রি সাপোর্টেড।.
পুরানো এপল ডিভাসের কিছু গেমের সাথে এটি সাপোর্টেড কিন্তু বর্তমানের কোন এপল ডিভাইসের সাথে এটি সাপোর্টেড নয়।
ট্রিগার বাটঙ্গুলো যথেস্ট একুরেট এবং এটি ফিলের দিক থেকে বলতে গেলে ডুয়ালশক ফোর কন্ট্রলারের মতই ফিল দিবে।
তবে পিসিতে ওয়ার্লেস কানেকশনএ কিছু ক্ষেত্রে মাঝে মাঝে খুব সামান্য ইনপুট ল্যাগ ফেস করেছি ।

ডংগলটি ২.৪ গিগাহার্জ এবং গেমপ্যাডটি ব্লুটুথ ৪.০ সাপোর্টেড।
তাছাড়া ওয়ারলেস কানেশনের সাথে এটি ওয়ার্ড(weired) কানেকশনেও চলবে যেটি ইনপূট ল্যাগ কমাতে সক্ষম।

এন্ড্রোয়েড ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য প্রেস করতে হবে A আর হোম বাটনটি।
উইন্ডোজের সাথে ওয়ারলেস কানেক্টের জন্য প্রেস করতে হবে X এবং হোম বাটনটি।
এছাড়া আপনার প্লেস্টেশন থ্রি থেকে থকলে কানেকশনের জন্য প্রেস করতে হবে Turbo এবং হোম বাটনটি।।
মাল্টি ডিভাইসে কানেশনের পদ্ধতিটি যথেস্ট সহজ বলে ব্যাপারটা আমার ভাল লেগেছে।
ট্রিগার বাটঙ্গুলো যথেস্ট একুরেট এবং এটি ফিলের দিক থেকে বলতে গেলে ডুয়ালশক ফোর কন্ট্রলারের মতই ফিল দিবে।

Controller Grips

এছাড়া এতে মাউস সিমুলেশন একটি অপশন আছে যাতে আপনি কন্ট্রলারটিকে মাউস হিসেবে ইউজ করতে পারবেন।
তবে এর পাশে যে Apple IGS অপশনটি আছে সেটি আপাতত কোন কাজের না।
তবে পুরানো এপল ডিভাসের কিছু গেমের সাথে এটি সাপোর্টেড কিন্তু বর্তমানের কোন এপল ডিভাইসের সাথে এটি সাপোর্টেড নয়।
এবং এই ব্যাপারে তেমন কোন ইনফরমেশন পাওয়া যায় নি।

গেম টেস্ট দেখার জন্য ক্লিক করুন ভিডিওটিতে।

Get the Controller here:

GameSir Amazon Store: http://amzn.to/2fixXsg

GameSir Aliexpress Store:http://bit.ly/2eHOWYw

GameSir Ebay Store: http://ebay.to/2cHBiDn

GameSir Web: http://www.gamesir.hk/

- Advertisement -

3 COMMENTS

  1. রিভিউটা অনেক ভাল হইছে। আশা করি আরো এরকম অনেক রিভিউ পাব!

  2. Controller দেখে অনেক ভাল লেগেছে, যদিও আমি Controller দিয়ে গেম খেলতে পারি না আমার জন্য মাউস কির্বোড ই ভাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here