37 C
Dhaka
Saturday, April 20, 2024

Core i3 10100 ! গুড ফর নাথিং?

- Advertisement -

আজ আলোচনা হবে ইন্টেলের সদ্য রিলিজ করা দশম জেনারেশন এর প্রসেসর লাইনআপ এর সবথেকে ছোট সদস্য, core i3 10100 কে নিয়ে। একটি মাত্র ভ্যারিয়েন্টেই বাজারে এসেছে প্রসেসরটি। অন্যন্য ইন্টেল প্রসেসরগুলোর মত ইন্টারনাল গ্রাফিক্স ছাড়া অপেক্ষাকৃত কমদামী ‘f’ ভার্সনটি থাকছে না এইক্ষেত্রে। ১১২ ডলারে রিলিজ করায় এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে কিছুদিন আগেই AMD এর পক্ষ থেকে বাজারে আসা ryzen 3 3300x এর সাথে। সুতরাং প্রতিটি ক্যাটাগরিতেই হবে সরাসরি তুলনা।

স্পেসিফিকেশনসঃ

Cores/Threads Base Clock/boost Clock TDP Lithography Memory type Cache Memory Price
4/8 3.6/4.3 Ghz 65W 14 nm DDR4-2666 6MB 122$

 

- Advertisement -

কি কি থাকছেঃ

দশম জেনারেশন এর i3 প্রসেসরটিতে থাকছে 4 কোর ও 8 থ্রেড। কোর সংখ্যা নবম জেনারেশন এর i3 9100 এর সমান হলেও থ্রেড সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। কোর ক্লক স্পিড 3.6 Ghz ও ম্যাক্স ক্লক 4.3 Ghz প্রায় একই রকম আগের জেনারেশন এর। অন্যন্য দশম জেনারেশনের প্রসেসরের মতই ১৪ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরী। Cache মেমোরি আগের জেনারেশনের মতই 6MB দেওয়া থাকছে ।  TDP ৬৫ ওয়াট। DDR4 2666 Mhz মেমোরি সাপোর্ট দেওয়া হয়েছে যদিও উচ্চতর স্পিডের র‍্যামেও চালানো যাবে।

প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কঃ

অনেকেই বলে বসতে পারেন যে ১২ /১৩ হাজার টাকার প্রসেসর এ কে ইই বা প্রোডাক্টিভিটি করে বা ভালো পারফরমেন্স আশা করে। কিন্ত স্টুডেন্ট, এমেচার ইউটিউবার, এডিটর, এই ধরনের মানুষের সংখ্যা কিন্ত মোটেও কম নয় এবং 4Core 8 thread , 3.6/4.3 ghz ক্লক স্পিডে রান করা ২০২০ এর একটি প্রসেসরের কাছ থেকে ভালো পারফর্মেন্স অবশ্যই আশা করা দোষের কিছু নয়।

মোটামুটি সবগুলো এপ্লিকেশনেই এখানে একই রকম প্রায় চিত্র দেখা যাচ্ছে । তাই সবগুলো বেঞ্চমার্ক এর শেষে বিস্তারিত আলোচনা থাকবে।

- Advertisement -
Cinebench Multicore
Cinebench Singlecore
7-Zip decompression
7-Zip compression
Sisoft Sandra
Blender Open Beta
V-Ray Benchmark
Corona Benchmark
Code Compile
Davinci Resolve Studio 16
Adobe Premiere Pro 2020
Adobe Photoshop
After Effects 2020

বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লিস্টের একদম নিচের দিকেই দেখছি আমাদের আই থ্রি কে। বেশি স্পিডের র‍্যাম ইউজ করেও একদমই সামান্য উন্নতি দেখা যাচ্ছে । core i5 9400f, 9100f , 7700k, ryzen 5 3400g , i5 9600k এর কাছাকাছি, কয়েকটির সমান, কয়েকটি থেকে বেশি স্কোর , সামান্য উপরে বা নিচে। প্রায় সব ক্ষেত্রেই এরকম অবস্থাই দেখা যাচ্ছে। কিন্ত সবগুলো প্রসেসর এর মধ্যে তুলনা করলে ও সরাসরি প্রতিদ্বন্দ্বী ryzen 3 3330x থেকে অনেক অনেক পিছিয়ে। এবং প্রায় সমান দামে (বাংলাদেশে) পাওয়া যায় ryzen 5 2600 ,1600af এর থেকেও বেশ পিছিয়ে আছে প্রায় প্রতি ক্ষেত্রেই। সংক্ষিপ্ত কথায় বলতে গেলে হতাশাজনক পারফর্মেন্স দেখা যাচ্ছে। ADOBE বেঞ্চমার্কগুলোতেও আমরা প্রায় একই চিত্র দেখছি। এমনকি মাত্র ৮০$ এ লঞ্চ হওয়া ryzen 3 3100 কেও বিট করতে ব্যর্থ intel core i3 10100!তবে রায় দেওয়ার সময় এখনো আসেনি। এখন চোখ রাখার পালা গেমিং পারফর্মেন্স এ।

গেমিং বেঞ্চমার্কঃ

Battlefield V:

Battlefield V

ব্যাটেলফিল্ড ফাইভে দেখা যাচ্ছে Ryzen 7 2700x, intel core i5 9400f এর সমান ফ্রেমরেট দিচ্ছে আইথ্রি। average 143, 93 1% low. Average FPS এ ১২/১৩ হাজার বাজেটের প্রসেসর ryzen 5 2600 ,কয়েকমাস আগে পুরাতন রাইজেন এর রিব্রান্ড ryzen 5 1600AF এর থেকে বেশ ভালোভাবেই অনেক ব্যবধানে এগিয়ে আছে Intel core i3 10400। নিঃসন্দেহে একটি আইথ্রি প্রসেসর হিসেবে সুন্দর পারফরমেন্স।3200hz র‍্যামে এফপিএস কিছুটা বেড়েছে, তখন দেখা যাচ্ছে i7 7700k এর প্রায় সমান এফপিএস দিতে।আগের জেনারেশন এর আইথ্রি থেকেও কিন্ত বেটার। কিন্ত 1% Low এর তুলনা করতে গেলে আমরা দেখতে পাচ্ছি ryzen প্রোসেসরগুলো বেশ ব্যবধানে এগিয়ে আছে। 

- Advertisement -

এবং প্রতিদ্বন্দ্বী ryzen 3 3300x এর ফ্রেমরেট কিন্ত এখানে ছিল 152(105)

Far Cry New Dawn:

Far Cry New Dawn

এভারেজে 96 FPS, 70 1% Low. অনায়াসে 6/7ফ্রেমরেট পিছনে ফেলেছে ryzen 3 3100, ryzen 5 2600, ryzen 5 1600AF কে। 3200Mhz র‍্যাম এ ryzen 7 2700x কে পেছনে ফেলে প্রতিদ্বন্দ্বী 3300x এর প্রায় সমান ফ্রেমরেট দিতে দেখা যাচ্ছে। যদিও 1% লো তে অনেক বড় একটা গ্যাপ দেখা যাচ্ছে।

Gears Tactics:

Gears Tactics

এখানে আগের কয়েকটি গেমের সাথে তুলনা করলে কিন্ত আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না। Ryzen 3 3100, i3 9100f ও বেশি এফপিএস দিচ্ছে এই গেমে। Ryzen 5 2600,A 1600AF কে বড় ব্যাবধানে পিছনে ফেললেও নতুন পুরাতন অন্যন্য ryzen প্রসেসরগুলোর ধারে কাছেও যেতে পারেনি আইথ্রি। বিশেষ করে Ryzen 3 3300x কে এখানে দেখা যাচ্ছে 124(91) এফপিএস দিতে সেখানে I3 10100 এর ফ্রেমরেট 103(76) ও হাই স্পিডের র‍্যামে 107(80)।

Rainbow Six Siege:

Rainbow Six Siege

স্লো র‍্যাম এ এভারেজে 243(161) ফ্রেমরেট দিয়ে Ryzen 3 3100, Ryzen 5 2600,1600AF, কে 18-22 এফপিএস পিছনে ফেলে রাখলেও হাই স্পিড এর র‍্যাম দিয়েও কিন্ত Ryzen 3 3300x এর থেকে 10 এফপিএস পিছনেই থেকে গেছে প্রসেসরটি। এবং লক্ষনীয় ব্যাপার হচ্ছে 1% Low রেজাল্ট। Ryzen 3 3300x দিচ্ছে 201 FPS। সেখানে i3 10400 দিচ্ছে 161 FPS। মানে 40 এফপিএস এর বিশাল একটি পার্থক্য। এখান থেকে স্পষ্ট যে স্মুদ এক্সপেরিয়েন্স অনেক বেশি ভালো পাওয়া যাবে ryzen 3 3300x এ। ফ্রেমড্রপ,ল্যাগ এর পরিমাণ অনেক কম থাকবে।

Ghost Recon Breakpoint:

Ghost Recon Breakpoint

হাই স্পিডের র‍্যাম সিস্টেমে Ryzen 3 3300x কে এই টেস্টে প্রথমবারের মত বিট করতে দেখা যাচ্ছে intel core i3 10100 কে।  Ryzen 3 3300x এর 128(107) এর বিপরীতে হাই র‍্যাম সিস্টেমে ইন্টেলের ফ্রেমরেট 130(109) । এবং লো র‍্যাম স্পিড দিয়েও কিন্ত FPS 127(106) । যা রাইজেন এর 5টি প্রসেসরকে 1-14 ফ্রেমরেটে পিছিয়ে রাখতে যথেষ্ট ছিল । (Ryzen 5 3400g, 2600,1600AF,3100 etc) এই গেমে ইন্টেল অন্যতম সেরা পারফরমেন্স দেখিয়েছে বলা যায় পুরা টেস্টে কারণ এখানে হাই র‍্যাম স্পিডের ফ্রেমরেট Ryzen 5 3600 এর থেকে মাত্র ১ ফ্রেম পিছনে ছিল যা একটি 120$ প্রসেসর হিসেবে অসাধারণ।

Shadow of the Tomb Raider:

Shadow of the Tomb Raider

এই বিশেষ গেমটিতে ইন্টেল প্রসেসরগুলোকে মনে হয়েছে একটু পিছিয়ে। Ryzen 5 1600,1600AF, 2600 এভারেজ ও 1% low উভয় ক্ষেত্রেই i3 10100 এর থেকে উপরে ছিল।  হাই স্পিড র‍্যাম ইউজ করে শুধু ryzen 5 1600 এর উপরেই যাওয়া গিয়েছে এবং FPS এর সেই বৃদ্ধিটা খুবই সামান্য । উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সরাসরি প্রতিদ্বন্দ্বী ryzen 3 3300x এর থেকে হাই ও লো স্পিড এর র‍্যামে i3 10400 যথাক্রমে 15(12) ও 19(18) এফপিএস পিছনে ছিল যা দৃষ্টিকটু অবশ্যই ।

Red Dead Redemption 2:

Red Dead Redemption 2

এই গেমটাতে আমরা বলতে গেলে র‍্যাম চেঞ্জ করে কোন চেঞ্জ ই পাচ্ছিনা পারফরমেন্স এ । 77(56) থেকে 81(59) তে যাওয়া ফ্রেমরেটের মাঝে ছিল Ryzen 5 2600 ,1600AF ও 9400f ছিল সামান্য উপরে । Ryzen 3 3300x যথারীতি ছিল 17 ও 21 এফপিএস এগিয়ে । 1% low তেও পার্থক্য 9 ও 12 FPS এর ।

7 games average:

7 games average

বাজেট অনুসারে গেমিং এ পারফরমেন্স যথেষ্ট আশাব্যাঞ্জক বলতে হবে । এই বাজেটের নতুন বা পুরাতন ryzen 5 2600, Ryzen 5 1600AF ,Ryzen 3 3400G থেকে বেশ ভালোভাবেই এগিয়ে আছে ।দেশের বাজারে যেগুলোর দাম এই নতুন প্রসেসর এর সমান বা বেশি। এবং র‍্যাম স্পিড বাড়িয়ে পারফর্মেন্স i5 9400f এর প্রায় কাছাকাছি পাওয়া যাচ্ছে । কিন্ত যদি সরাসরি তুলনা করা হয় এর একই দামের ryzen 3 3300x এর সাথে তাহলে কিন্ত বড় রকমের একটা পার্থক্য আমরা দেখতে পাই । ৭-১২ এফপিএস এভারেজে হয়তো খুব বেশি আমলের নেওয়ার মত কিছু না অনেকের জন্য। কিন্ত 1% লো বা মিনিমাম এফপিএস এর ডিফারেন্স ১২-১৭ যা স্মুদ ,ল্যাগ ফ্রি, স্টাটারফ্রি গেমপ্লে এর আলোচনায় গেলে ইন্টেল কে অনেক পিছিয়ে রাখবে ও রাইজেনে ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে বলা যায় । যদিও যেকোন সময়েই ১০০+ এফপিএস অনেক বেশি কিছু ।

উপসংহারঃ

প্রোডাক্টিভিটিতে দুই একটি জায়গা বাদে প্রতিটা টেস্টেই সবার নিচের দিকে অবস্থান করতে দেখা গেছে i3 10100 কে। Ryzen 5 3400G ও intel core i3 9100f এই দুইটি প্রসেসর ছাড়া প্রায় সব টেস্টেই অন্য সব প্রসেসর থেকেই অল্প থেকে অনেক পরিমাণ যেভাবেই হোক না কেন ইন্টেল পিছিয়ে ছিল । গেমিং এ পিছনে ফেললেও সেম বাজেটের ryzen 5 2600, 1600AF কেও পিছনে ফেলতে পারেনি intel core i3 10100। এবং গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে এই বাজেটে সরাসরি প্রতিদ্বন্দ্বী ryzen 3 3300x যেখানে প্রোডাক্টিভিটিতে বড় বড় প্রসেসরগুলোর সাথে সমানে সমান তাল মিলিয়ে পারফর্ম করছে এবং প্রতি টেস্টেই 40%/50% এরকম ব্যবধানে এগিয়ে আছে intel core i3 10100 এর থেকে সেখানে ইন্টেল লিস্টের তলার দিকে অবস্থান করছে।  ‘Price to performance’ এই গুরুত্বপুর্ণ টার্মটা এখানেই এসে যায় । যে একই টাকা খরচ করে কোনটায় কত স্কোর আসছে… সেখানে প্রোডাক্টিভিটে ভয়াবহ ভাবে পিছিয়ে যাচ্ছে intel core i3 10100। সুতরাং যাদের বাজেট লো, ইঞ্জিনিয়ার স্টুডেন্ট / Amateur Youtuber/Designer এই সমস্ত মানুষ এর জন্য ভালো পছন্দ হবে না intel core i3 10100 ।

গেমিং এ ryzen 5 1600,AF,2600, intel i3 9100f, কে পেছনে ফেললেও সরাসরি প্রতিদ্বন্দ্বী ryzen 3 3300x এর থেকে কিন্ত বেশ অনেক পিছিয়ে থাকা ও 1% low এর ক্ষেত্রেও পিছিয়ে থাকা আবার ও Price to performance এর প্রশ্নে অনেক অনেক বেশি পিছনে ফেলে দিবে। একই টাকা খরচ করে ১২/১৭ এফপিএস কম পেতে কেও ই চাইবে না ।।

কারা কিনবেন/আপগ্রেড করবেনঃ

যাদের বাজেট ১১-১২ হাজার টাকা ও প্রোডাক্টিভিটি একদমই করবেন না, ইন্টেল ই নিবেন শুধুই গেমিং করবেন, এই উদ্দেশ্য থাকলে এটি আপনার জন্য ভালো পছন্দ। যদি পরিকল্পনা এরকম থাকে যে i5  8400 এর মত বা 9400f এর মত প্রসেসর নেওয়ার সেক্ষেত্রে আপনি এইটাও বিবেচনায় রাখতে পারেন কারণ গেমিং এ সমতুল্য পারফরম্যান্স পাওয়া যাচ্ছে। এবং এটি অপেক্ষাকৃত নতুন। কে জানে ইন্টেল ব্যবসার স্বার্থে ভবিষ্যতে ১১ প্রজন্মের প্রসেসর এর সাপোর্ট ও এই মাদারবোর্ড এ দিয়ে দিতেও পারে। প্রসেসর এর দাম ও 12-13হাজার এর উপরে যাবে না।

amd fx,athlon ,core i3 4th gen, 5/6th gen এর পিসি চালাচ্ছেন যারা অনেকদিন ধরেই ভাবছেন আপগ্রেড করবেন এবং আপনি ইন্টেল ছাড়া কিছুই নিবেন না। এবং আপনার বাজেট ১১-১২ হাজার টাকা। সেক্ষেত্রে এই দামে এই অপশনটি আপনার কাছে থাকছে ইন্টেলের পক্ষ থেকে ।

কারা কিনবেন নাঃ

১১/১২ হাজার টাকার বাজেটে হালকা গেমিং বা মডারেট গেমিং করেন সাথে প্রোডাক্টিভিটি করতে চান, এডিটিং, রেন্ডারিং এর কাজ করতে চান, বা শুধুই প্রোডাক্টিভিটি করবেন/এডিটিং রেন্ডারিং করবেন এবং আপনার নির্দিষ্ট কোন ব্রান্ডের প্রতি আলাদা ভাবে আকৃষ্টতা নাই। প্রোডাক্টিভিটি বেজড গেমিং  পিসি কিংবা গেমিং বেজড প্রোডাক্টিভিটি পিসি বানানোর টার্গেট যদি থাকে তাহলে এই প্রসেসরটি না নিয়ে আপনি ryzen 3 3300x টি নিতে পারেন গেমিং ও প্রোডাক্টিভিটি সব দিকেই অনেক অনেক এগিয়ে । ryzen 5 3600  এর পরেই প্রাইস টু পারফরম্যান্স , অলরাউন্ডিং পারফরম্যান্স অফার করা প্রসেসর হচ্ছে ryzen 3 3300x.   ভ্যালু ফর মানি এর বিচারে অনেক অনেক ভালো । এর রিভিউ দেখতে পোস্টের শেষের লিংকে ক্লিক করুন।

শেষ কথাঃ

প্রোডাক্টিভিটি/মাল্টিটাস্কিং এ  যাচ্ছেতাই স্কোর,শক্তির জায়গা গেমিং এ নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে পিছিয়ে থাকা ইন্টেলের দশম জেনারেশনের সর্বকনিষ্ট প্রসেসরটির জন্য বড়ই হতাশাজনক একটি অবস্থান তৈরি করে দিয়েছে। প্রাইস টু পারফরমেন্স এর বিচারে প্রতিযোগিতা থেকে একদম ছিটকে দিয়েছে । ইন্টেলের নতুন প্রসেসরগুলোর মধ্যে এটি একমাত্র প্রসেসর যাকে প্রতিযোগিতায় গেমিং এর ক্ষেত্রেও অনেক দুর্বল লেগেছে।

Specs Source: ARK.Intel Benchmark source: Hardware Unboxed

Core i3 10100 এর সরাসরি প্রতিদ্বন্দ্বী ryzen 3 3300x এর রিভিউ দেখে নিন নিচের লিংক থেকেঃ

বাজেট রেঞ্জে এএমডির নতুন দুই খেলোয়াড়! 3100 & 3300x কারা কিনবেন ? কেন কিনবেন ??

17/18 হাজার টাকা বাজেট হলে আপনার ryzen 5 3600  ও intel core i5 10400 এর মধ্যে কনফিউশন সৃষ্টি হতেই পারে, কারা কিনবেন কোনটা, কারাই বা কোনটা কিনবেন না তা নিচের আর্টিকেল পড়লে অনেকটা ধারণা পাবেন:

Core i5 10400!! রাইজেন কিলার, নাকি হতাশা

28/30 হাজার টাকার বাজেট যদি হয় , উদ্দেশ্য যদি হয় গেমিং, আপনার পছন্দ হতে পারে core i5 10600k , বিস্তারিত লিংকে:

Core i5 10600k!  গেমিং এ সেরা?

 

- Advertisement -

3 COMMENTS

  1. i3 10100 price 10400 tk
    i3 10100f price 8000 tk
    RYZEN 3300x price 13500 tk
    so there is a huge prize gap
    even ryzen 5 2600 price is 12500 tk which is less than 3300x. 3300x is overkill now.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here