28 C
Dhaka
Tuesday, April 16, 2024

Intel 13th Gen vs Ryzen 7000 Series: একটি তাত্ত্বিক পর্যালোচনা

- Advertisement -

গতকাল রিভিউ নিষেধাজ্ঞা সময় অতিক্রান্ত হবার হওয়ার পর থেকেই প্রসেসরগুলোর অসংখ্য রিভিউ ভিডিও ও আর্টিকেল পাবলিশ হয়েছে। রিভিউ গুলোর ফলাফল পুর্ব অনুমানের সাথে বেশ ভালোভাবেই মিলে গিয়েছে। ভ্যালু ও পারফর্মেন্স উভয় দিক দিয়েই সদ্য লঞ্চ হওয়া Zen4 based Ryzen 7000 সিরিজের প্রসেসরগুলোকে পেছনে ফেলেছে ইন্টেল।গতকাল বিশ্বব্যাপী লঞ্চ হওয়া Intel 13th Gen Raptor-Lake Desktop CPU লাইনআপের ৩টি প্রসেসর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে দেশের বাজারে।

(images taken from:Hardware Unboxed,Gamers Nexus,Tech Yes city,Tech Deals,Paul’s hardware)

- Advertisement -

দেশের বাজারে 13th Gen Desktop Processor গুলোর দামঃ

প্রথমেই লঞ্চ হওয়া ৩টি প্রসেসর, i5 13600k, i7 13700k ও i9 13900k এর অফিশিয়াল MSRP জেনে নেওয়া যাক। Core i5 13600k লঞ্চ হয়েছে ৩১৯ ডলারে (KF ভার্সনটির দাম ২৯৪ ডলার)। i7 13700k এর প্রাইস নির্ধারণ করা হয়েছে ৪০৯ ডলার (KF 384 ডলার), এবং সর্বশেষ, core i9 13900k এর দাম ৫৮৯ ডলার ও KF 564 ডলার।

অনেক বছর পর এবার Head 2 Head, প্রায় একই সাথে প্রসেসর লঞ্চ করেছে AMD ও Intel. AMD এর লঞ্চ করা ৩টি প্রসেসরেরও দাম দেখে নেওয়া যাকঃ

- Advertisement -

আমাদের দেশে ইতিমধ্যেই এভেইলেবল হয়ে গিয়েছে লঞ্চ হওয়া 13th Gen processor গুলো। অফিশিয়াল ইম্পোর্টার Binary Logic এর অফিশিয়াল প্রাইস নিম্নরুপঃ (As of website)

i5 13600k 39500 Tk

i7 13700k 51000 Tk

- Advertisement -

and Core i9 13900k 71000 Tk.

এই প্রাইসিং অনুসরণ  করে দেশের শীর্ষস্থানীয়  আইটি শপগুলোর মধ্যে অন্যতম Star Tech & Engineering Ltd ও Tech Land BD ও এই প্রসেসরগুলো তাদের ওয়েবসাইটে লিস্ট করেছে। তবে এই ধরনের রিটেইল শপ থেকে সচরাচর ইম্পোর্টার অপেক্ষা কিছুটা কম দামেই প্রোডাক্ট গুলো পাওয়া যায়।

 

দেশের বাজারে বেশ কিছুদিন আগে চলে এসেছে AMD এর প্রসেসর গুলোও । এগুলোর দাম বর্তমানেঃ

AMD Ryzen 5 7600x 37600 Tk.

Ryzen 7 7700x 49500 Tk.

Ryzen 9 7900x 66800 Tk.

and Ryzen 9 7950x 85000 Tk.

13th Gen specs revision:

স্পেসিফিকেশন নিয়ে কমবেশি আলোচনা করা হয়েছে লঞ্চ আর্টিকেলে। সেজন্য এখানে বিস্তারিত কথা না বলে র‍্যাপটর লেক এর হাইলাইটস গুলো তুলে ধরেই আমরা পরের অংশে চলে যাব।

র‍্যাপটর লেকে আগের জেনারেশন,অর্থাৎ 12th gen বা Alder Lake এর মত হাইব্রিড আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। এর মানে E-core,P-Core নামের দুই ধরনের কোরই প্রসেসরগুলোতে উপস্থিত রয়েছে । তবে এবারের জেনারেশনে E cores গুলোর সংখ্যা বেশ বাড়িয়ে দেওয়া হয়েছে ফলে বেড়েছে overall core,thread এর সংখ্যা। এজন্য i9 13900k তে রয়েছে ২৪টি কোর, 13700k তে রয়েছে ১৬টি কোর ও i5 13600k তে রয়েছে ১৬টি কোর। এবারের লাইনআপে সর্বোচ্চ ২৪ কোর ও ৩২ থ্রেডের প্রসেসর রয়েছে (8 P-Cores+16 E-Cores) ।

PCIe5 এর সাপোর্ট এর পাশাপাশি রয়েছে DDR5 5600 Mhz (Out of the box) support। 12th gen এর মত ইন্টেল এবারেও DDR4 এর সাপোর্ট অব্যহত রেখেছে। দুই গুন পর্যন্ত বাড়ানো হয়েছে L2 ক্যাশের পরিমাণ, সাথে L3 Cache ও বাড়িয়ে দেওয়া হয়েছে।  এবারের প্রসেসর গুলোও 10nm প্রসেসে তৈরী। প্রসেসরগুলোর ক্লক স্পিড ও ২০০ থেকে ৬০০ মেগাহার্জ পর্যন্ত বাড়ানো হয়েছে Alder-Lake থেকে।

লঞ্চ হওয়া ৩টি প্রসেসর এর স্পেকস ও Alder lake এর সাথে comparison table নিচেঃ

বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন

Performance: ২০১৭ সালের শ্রেষ্ঠত্বের পর মুকুট ফেরত নিলো ইন্টেল

যেহেতু আমাদের কাছে কোনো রিভিউ ইউনিট নেই তাই third party benchmark গুলোকে সামনে রেখে, সেগুলোর রেফারেন্স দিয়েই আলোচনা করতে হচ্ছে। নিচে Hardware Unboxed এর রিভিউ থেকে কিছু productivity ও gaming benchmark ও 12 games এর average বেঞ্চমার্ক এর গ্রাফ দেওয়া হলোঃ

Hardware Unboxed (Productivity)(album, slide to change pictures)

প্রোডাক্টিভিটির বেঞ্চমার্ক গুলোতে আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিকেশন অনুসারে ইন্টেলের দুটি প্রসেসরই দুর্দান্ত পারফর্ম করছে। 13900K সিনেবেঞ্চের মাল্টিকোরে ৩৮ হাজার ও 13700k 29 হাজার স্কোর করেছে। 13900k এ ক্ষেত্রে AMD এর 7950x ও 13700k দেড়শো ডলার বেশি দামের 7900x এর সমান পারফর্ম করছে। সিঙ্গেল কোরে লিস্টের সবগুলো প্রসেসর কে পেছনে ফেলে চার্টের প্রথম দুটি স্থান দখল করে রেখেছে ইন্টেলের এই দুটি প্রসেসর।

Blender Open Beta তে 13900k 7900x কে পেছনে ফেলেছে ও 13700k এর স্কোর 5950x এর কাছাকাছি।Corona বেঞ্চমার্কেও 13900k 7950x এর সমান পারফর্ম করছে ও 7900x থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে।13700k এর পারফর্মেন্স এখানে 7900x এর সমান। ফটোশপ ও আফটার ইফেক্টেও ইন্টেলের দুটি প্রসেসরই চার্টের শীর্ষে অবস্থান করছে। প্রিমিয়ার প্রো, chromium code compilation 7950x শীর্ষে থাকলে বাকি AMD প্রসেসর গুলো 19900k,13700k এর থেকে খারাপ পারফর্ম ই করছে।

Hardware Unboxed (Gaming)(gallery)

গেমিং পারফর্মেন্স গুলোর দিকে যদি আমরা লক্ষ করি, এখানে দেখা যাচ্ছে Hitman 3, Rainbow Six, CSGO, Horizon Zero Dawn বাদে বাকি সবগুলো গেমেই 13700k ও 13900k বেটার পারফর্মেন্স দিচ্ছে Ryzen 7000 series এর প্রসেসর গুলোর তুলনায়। কিছু কিছু গেমে DDR4 মেমোরি দিয়েই Ryzen 7000 series কে সম্পুর্ণ বিট করতে পারছে ইন্টেলের এই 13th gen processor গুলো। আগের জেনারেশনের 12900k থেকে 13900k তো বটেই, 13700k এর পারফর্মেন্স এর পার্থক্য ও বিশাল।

১২টি গেমের গড় করলে দেখা যাচ্ছে 7900x থেকে 13900k বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে। 13700k এর অবস্থান ও ১৫০ ডলার বেশি দামের 7900x থেকে বেশি ও প্রায় দ্বিগুণ দামের 7950x এর সমান।

বেঞ্চমার্ক থেকে এটাও দেখা যাচ্ছে যে গড়ে 13900k একটি DDR4 3600 Mhz এর মেমোরি দিয়েই 7900x,7950x এর সমান পারফর্মেন্স দিতে পারে ও core i7 13700k একটি DDR4 3600 Mhz এর মেমোরি দিয়েই আগের জেনারেশনের সবথেকে শক্তিশালী ইন্টেল প্রসেসর 12900k কে পেছনে ফেলতে পারে ও 5800x3d এর প্রায় সমান পারফর্ম করতে পারে।

এছাড়াও ৩১৯ ডলারে আসা 13600k ও এর সরাসরি প্রতিদ্বন্দ্বী ryzen 5 7600x কে ভালোমতই পরাস্ত করছে। নিচে 13600k এর ও কিছু বেঞ্চমার্ক দেওয়া হলো (Gamers nexus,Tech Deals, Tech Yes City) (album, slide to change pictures)

Gamers Nexus(album,slide to change)

productivity

এখান থেকেই মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ইন্টেল প্রসেসর গুলো কতটা বেশি পাওয়ারফুল।মোটামুটি এ কথা বলাই যায়, ভ্যালু ও পারফর্মেন্স এর দিক দিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট এবার নিজেদের করে নিতে পেরেছে ইন্টেল।

Power and thermal: লাইনআপের বড় দুর্বলতার জায়গা

বেশ কয়েক বছর ধরে বেটার ভ্যালু ও পারফর্মেন্স এর দিক দিয়ে AMD এর থেকে বেশ বাজে ভাবে পিছিয়ে ছিল ইন্টেল। কয়েক জেনারেশন যাবত AMD একের পর এক অসাধারণ কিছু প্রসেসর লঞ্চ করে এসেছে, বিপরীতে AMD করেছে হতাশ। এবার বেশ ভালোভাবেই কামব্যাক করেছে তারা সেটা পারফর্মেন্স থেকে স্পষ্ট।

কিন্ত এই জেনারেশনের বড় সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে পাওয়ার consumtion. AMD এর প্রসেসরগুলোকে পেছনে ফেললেও তার জন্য এই প্রসেসরগুলোকে খরচ করা লাগছে অতিরিক্ত পাওয়ার। প্রতিটি বেঞ্চমার্ক এর পাওয়ার কনসাম্পশন ডাটা থেকেই দেখা যাচ্ছে যে ইন্টেলের Top tier প্রসেসর গুলো ৩০০ ওয়াটের আশেপাশে power draw করছে, এমনকি Core i5 13600k এর পাওয়ার ড্র ও Ryzen 5950x,12900k এর থেকে বেশি। এই ধরনের অকল্পনীয় পাওয়ার ড্র নিসন্দেহে পিসি বিল্ডার দের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ওদিকে RTX 30/40 সিরিজের Top card গুলো যেমন ৫০০-৬০০ ওয়াট পর্যন্ত পাওয়ার ড্র করছে, এদিকে এই প্রসেসর গুলো।

২০২২ এর শেষের দিকে এসে তাই বলতেই হচ্ছে, হাই এন্ড বিল্ড গুলোতে ১২-১৫-২০ হাজার টাকা খরচ করাই লাগবে পাওয়ার সাপ্লাই এর জন্য, এছাড়াও যারা নিয়মিত কাজ করবেন,তাদের বিদ্যুৎ খরচ এর পরিমাণ ও হবে অনেক।

এটাও একই সাথে বলা যায় যে পারফর্মেন্স এর দিক দিয়ে 13th gen এগিয়ে থাকলেও performance per watt,power efficiency এর বিচারে 13th gen এর অবস্থা একেবারেই জঘন্য। এই প্রসেসর গুলোকে মোটেও পাওয়ার এফিশিয়েন্ট বলা যায় না। বেশি বেশি কোর থ্রেড এবং হাই ক্লক স্পিড দিতে গিয়ে ইন্টেল পাওয়ার ,কস্টিং এর দিকটাতে সেরকম নজর দেয়নি এটাও বলা যায়।

এই পরিমাণ পাওয়ার খরচ করা প্রসেসর যে গরম হবেই তা অনুমান করাই যায়। লিকুইড কুলার দিয়ে টেস্ট করেও দেখা গিয়েছে 13900k কে ১০০ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রায় পৌছাতে। এখানে কুলিং এর জন্য ও যে ভালো খরচ করতে হবে তা বোঝাই যাচ্ছে।

Overall Discussion: AMD আফসোস করতেই পারে

ইন্টেলের প্রায় প্রতিটি প্রসেসরের কাছেই এবার পরাজিত হয়েছে AMD এর প্রসেসর গুলো, পারফর্মেন্স ও ভ্যালু উভয় বিচারেই। কিন্ত ঘটনা এরকম নাও হতে পারতো। স্পেকস এর দিক দিয়ে একটু ভালোভাবে চিন্তা করলে দেখা যায় যে Raptor Lake থেকে Zen4 অনেক অনেক বেশি পাওয়ারফুল। কোর থ্রেডের যে বিরাট পার্থক্য সেই অনুযায়ী যদি চিন্তা করা হয়, তাহলে এই প্রসেসর গুলো ইন্টেলের তুলনায় একেবারে খারাপ করছে না।

প্রথমত,

AMD এর সবথেকে বড় ভুল Zen4 এ কোর থ্রেড না বাড়ানো। ২০২২ সালে এসে ৩০০ ডলারে ৬ কোরের প্রসেসর দেওয়া ও তা থেকে ১০ কোর প্রসেসর অপেক্ষা বেটার পারফর্মেন্স আশা করা বড় মাপের বোকামি।তারপরেও দেখা যাচ্ছে 7600x, 13600k এর তুলনায় খারাপ পারফর্ম করছে খুব বেশী,এমন ও নয়। এখানে AMD কে কমপক্ষে ২টি কোর ও ৪টি থ্রেড বাড়িয়ে দেওয়া উচিত ছিল যেখানে 13600k এর কোর সংখ্যা ১৪টি।

সেই হিসেবে এখান থেকে আন্দাজ পাওয়া যায় যে কোর থ্রেড বাড়িয়ে দিয়ে কমপক্ষে ৮, বা ১০ করে দিলে এই প্রসেসরটি কি পরিমাণ পাওয়ারফুল হতো। গেমিং ও প্রোডাক্টিভিটিতে ইন্টেল এর প্রসেসরগুলোকে ট্যাকল দিতে হয়তো এই প্রসেসরটিই যথেষ্ট হতো। কিছুদিন পর যে 13400f প্রসেসরটি আসবে ২০০ ডলারের আশেপাশে, সেটিতেই intel 10 cores দেওয়ার চিন্তাভাবনা করছে। সেখানে ৩০০ ডলারে ৬ কোরের প্রসেসর দেওয়া হাস্যকর।

একই কথা বলা যায় 7700x এর ক্ষেত্রেও। ৪০০ ডলারে ৮ কোরের একটি প্রসেসর দিয়ে তারা চেষ্টা করেছে 16 কোরের প্রসেসর কে ট্যাকল করার। আমরা যদি চার্ট গুলো ভালোভাবে লক্ষ করি,তাহলে দেখতে পারবো ভ্যালু ফর মানির হিসেবে AMD এর সবথেকে সেরা প্রসেসর ছিল 7700x. এটি 7900x,7950x এর থেকে দামের তুলনায় অনেক ভালো পারফর্মেন্স দিয়েছে।

দ্বিতীয়ত, এই স্পেকস দেওয়ার পর মার্কেটে টিকে থাকতে হলে AMD কে অবশ্যই দামটা সেভাবেই Adjust করতে হতো। 7600x এর দাম যদি ২৫০ ডলার, 7700x এর দাম যদি ৩২০ ডলার ও 7900x এর দাম যদি ৪৫০ ডলার দিতে পারতো AMD. তাহলে ভ্যালু এর হিসেবে এবারেও ট্রফিটা তাদের ঘরে যেত।

আর,আর্কিটেকচার গত কারণে এই 7000 series এর প্রসেসরগুলো সাধারণ অবস্থাতেই খুবই বেশি গরম হয় । এক্ষেত্রে ইউজারদের দামি লিকুইড কুলার/এয়ার কুলার ব্যবহার করতে হবে যার জন্য বিল্ডের খরচ আরো বাড়বে।

Intel: the champion

AMD যে কৌশলগত ভুলগুলো করেছে, তার জন্য ইন্টেলের সাফল্যকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রতিটি প্রসেসরই স্পেসিফিকেশন ও পারফর্মেন্স এর দিক দিয়ে অনবদ্য। প্রোডাক্টিভিটি ও গেমিং এ টপ লেভেলের পারফর্মেন্স দিচ্ছে। গেমার দের জন্য এখন 13600k প্রসেসরটিই যথেষ্ট যা পুর্বের জেনারেশনের flagship গুলোর থেকে ভালো পারফর্মেন্স দিচ্ছে বা কাছাকাছি। সাথে DDR4 এর সাপোর্ট থাকায় বাজেট শর্টেজ এ যারা ভুগবেন তারাও নিসন্দেহে ইন্টেলের দিকেই যাবেন।DDR4 সাপোর্ট টা রেখে দেওয়ায় এই দিক দিয়েও কৌশলগত ভাবে এগিয়ে গিয়েছে ইন্টেল।

বিশেষ করে স্পেসিফিকেশন এর কথা যদি বলতে হয়, এই অতিরিক্ত পরিমাণ কোর-থ্রেড ও ক্যাশ মেমোরি ইন্টেল ইউজার দের ভবিষ্যতে বেশ ভালোমত সাপোর্ট দেবে।

ভ্যালু ফর মানি ,বাজেট ফ্রেন্ডলি  তকমা গুলোও এখন আর AMD এর না

একটা সময় ছিল, বিশেষ করে 3000 সিরিজ পর্যন্ত AMD এর Ryzen 5 প্রসেসর গুলো অসাধারণ ভ্যালু ফর মানি অপশন হিসেবে লম্বা সময় বাজারে টিকে ছিল।। কমদামি মাদারবোর্ড, বাজেট ফ্রেন্ডলি প্রসেসর দিয়ে অসাধারণ গেমিং ও প্রোডাক্টিভিটি পিসি বিল্ড এর সুযোগ দিয়ে আসছিল AMD। কিন্ত Zen4 থেকে budget friendly, value for money এই term গুলো আর AMD এর সাথে যাচ্ছে না। DDR5 সাপোর্ট, DDR4 বাদ দিয়ে দেওয়া, LGA তে শিফট হওয়ার কারণে অতিরিক্ত দামের মাদারবোর্ড এবং সর্বশেষ, একটি Ryzen 5 প্রসেসর এর দাম 300 ডলার নির্ধারণ করা। সব মিলিয়ে AMD এর পিসি বিল্ড অতিরিক্ত খরুচে একটি বিষয় হয়ে দাড়িয়েছে। এক্ষেত্রে একটি 7600x+ RTX 3060-3060 Ti দিয়ে পিসি বিল্ড করতে US এর মত দেশেও ১০০০-১৩০০ ডলার খরচ হয়ে যেতে পারে। যেটি বেশিরভাগের পক্ষেই সম্ভব না।আগে হয়তো এই দামে AMD এর ফ্লাগশিপ প্রসেসর দিয়েই পিসি বিল্ড করা যেত।

সামনের দিন গুলোতেও DDR4 Support,Cheaper B660 মাদারবোর্ড এর জন্য বাজেট বিল্ড গুলোতে বেশিরভাগ মানুষ যাবেন 13th gen/12th gen এর দিকেই।

সামনের বছরটা হবে 3D V-cache বনাম KS প্রসেসরের

সামনের বছরটাতে মুলত AMD এর কামব্যাক করার চেষ্টাই হয়তো আমরা দেখতে পাবো। এগুলো বেশ কিছু ধাপে আসতে পারে। প্রথমত AMD প্রসেসরগুলোর দাম ৫০-১০০-১৫০-২০০ ডলার পর্যন্ত কমাবে যাতে করে ভ্যালু ফর মানির হিসেবে তাদের প্রসেসরগুলো relevant হয়।

দ্বিতীয়ত, আরেকটি সম্ভাবনা আছে যা অনুমান করা যায় খুব সহজেই। সেটি হচ্ছে, বেশ কিছু 3d v-cache যুক্ত প্রসেসর লঞ্চ করবে AMD যেগুলো দিয়ে গেমিং এ আবার নিজেদের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার চেষ্টা করবে তারা।সম্ভাবনা আছে যে একাধিক ভ্যারিয়েন্ট 3d v-cache প্রসেসর এএমডি বাজারে ছাড়বে। সাথে 7800x, 7600, 50X বা XT মডেল গুলোও হয়তো আসতে পারে।

এক্ষেত্রে একদম টপ টিয়ার এ তাদের বাধা হয়ে দাড়াতে পারে Intel এর স্পেশাল KS প্রসেসরটি। যেটি অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here