36 C
Dhaka
Wednesday, April 24, 2024

আগস্টেই লঞ্চ হচ্ছে RTX 4090?

- Advertisement -

আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে NVIDIA এর RTX 40 সিরিজের অভিষেক হতে আর বেশি দেরি নেই। Latest Rumors, Leaks অনুযায়ী এই সিরিজের GPU লঞ্চ হয়ে যেতে পারে আগস্ট মাসে। পরবর্তী মাস গুলোতেও আসতে থাকবে Lower Tier Model গুলো; শুরুতে লঞ্চ হবে সবথেকে পাওয়ারফুল RTX 4090।

প্রথমে RTX 4090, তারপর পর্যায়ক্রমে আসবে RTX 4080 ও 4070

Videocardz এর দাবি আগস্ট মাসেই প্রত্যাবর্তন হবে ADA Lovelace এর। RTX 40 সিরিজের প্রথম জিপিইউ হিসেবে লঞ্চ করা হবে RTX 4090. RTX 4080 এর বর্তমান লঞ্চ শিডিউল হিসেবে এর ঠিক পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে। RTX 4080 এর পর অক্টোবরে লঞ্চ হতে পারে RTX 4070।

- Advertisement -

Videocardz বলছে এখন পর্যন্ত এই schedule confirmed । তবে ভবিষ্যতে পরিবর্তন হতেও পারে। তাদের নিজস্ব সুত্র এর মত হলো এই তারিখ পরিবর্তন হতে পারে কারণ Board partner গুলোর স্টকে এখনো প্রচুর পরিমাণে RTX 30 সিরিজের জিপিইউ রয়েছে।

এখন পর্যন্ত লিক হওয়া বিভিন্ন তথ্য ও Rumors এর ভিত্তিতে সম্ভাব্য স্পেসিফিকেশনস

RTX 40 সিরিজের GPU গুলো নিয়ে বিভিন্ন সময়েই বিভিন্ন রকমের তথ্য বের হয়ে এসেছে। কোনো নির্দিষ্ট মডেলের স্পেকস সম্পর্কে শতভাগ সম্পন্ন তথ্য না পাওয়া গেলেও 40 সিরিজ বা ADA Lovelace লাইনআপ এর সাধারণ বেশ কিছু হাই এন্ড GPU এর সাধারণ কিছু স্পেকস সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে যা নিম্নরূপঃ(এগুলোর মধ্যে অনেকগুলো তথ্যই confirmed নয়)

- Advertisement -

RTX 4090:

  • AD102-300 GPU
  • 16128 টি cuda cores
  • 24 GB GDDR6X ভিডিও মেমোরি ,যার স্পিড হতে পারে 21 Gbps
  • 384-bit memory bus
  • TDP হতে পারে 450W।
  • single 16-pin power connector থাকবে।
  • RTX 4090, 4080 PG139,অর্থাৎ একই বোর্ড ফিচার করতে পারে।

পারফর্মেন্সঃ

kopitekimi ,একজন জনপ্রিয় ও বিশ্বস্ত লিকার এর মতে RTX 4090 হবে RTX 3090 এর থেকে দ্বিগুণ ফাস্ট। যদিও এখন পর্যন্ত এর সমর্থনে কোনো ধরনের বেঞ্চমার্ক পাওয়া যায়নি।

kopite এর পুর্বের একটি লিক বলছে RTX 4090 এর FP32 computing power হতে পারে 100TFLOPS। সেক্ষেত্রে এটি হবে raw computing power এর দিক দিয়ে 3090ti এর থেকে ২.৫ গুন বেশি শক্তিশালী।

TDP,Power connector সংক্রান্ত যত লিকসঃ

igorslab এর সর্বশেষ লিক অনুসারে RTX 4090 এর PCB হতে পারে একেবারেই RTX 3090 Ti এর মত বা একই পিসিবি। এবং এই লিকের মাধ্যমে যে PCB ডিজাইন সামনে এসেছে সেখানে চারটি ডিস্প্লে আউটপুট পোর্ট থাকবে, ও একটা মাত্র ১৬ পিন কানেক্টর থাকবে।

- Advertisement -

সবথেকে সাম্প্রতিক যে লিক, সেখানকার তথ্য অনুসারে RTX 4090 এর TDP হবে ৪৫০ ওয়াট।

এর আগে Kopite এর মাধ্যমেই পাওয়া আরেকটি লিক এ শোনা যাচ্ছিল ৯০০ ওয়াট TDP ও ১৬ পিন এর দুটি কানেক্টর থাকতে পারে এনভিডিয়ার নেক্সট জেনারেশন জিপিইউ তে।

এর আগে বেশ কয়েকবার শোনা গিয়েছিল যে ৬০০ ওয়াটের আশেপাশে TDP হতে পারে 40 Series এর জিপিইউ এর, ৪৫০ ওয়াট+ টিডিপি হওয়ার খবর ও পাওয়া গিয়েছিল একাধিকবার।

কুলিং হিটসিংক এর ফটো লিকডঃ 30 সিরিজের মতই কুলিং সিস্টেম থাকবে?

চিপহেল এর ফোরামে RTX 4090 এর কুলিং হিটসিংক এর ছবি লিক হয়েছে। সেখান থেকে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে RTX 30 এর মতই ডিজাইন ও কুলিং সলুশন রাখতে পারে এনভিডিয়া এবার ও। জিপিইউ এর দুইদিকে বিপরীত পাশে একটি করে ফ্যান , V-Shaped PCB এর দেখা মিলতে পারে।

বড় অংকের L2 Cache? PCIe5?

প্রতি ৬৪ বিট মেমোরি বাসে ১৬ মেগাবাইট করে L2 ক্যাশ মেমোরি থাকতে পারে বলে জানা গিয়েছে লিক হওয়া ফাইল থেকে। এই হিসাবে RTX 4090 এর Cache এর পরিমাণ হতে পারে ৯৬ মেগাবাইট যা আসলেই অসাধারণ। এটি হতে পারে এনভিডিয়ার তরফ থেকে AMD এর Infinity Cache এর মোক্ষম জবাব।

আরেকটি লিক থেকে শোনা গিয়েছিল যে থাকবে না PCIE5, সেক্ষেত্রে হয়তো PCIe4 interface এরই দেখা মিলবে। তবে যে ৯০০ ওয়াট,১৬ পিন এর দুটি কানেক্টর এর কথা শোনা যাচ্ছিল, সেই তথ্য গুলো সত্য হলে আবার Interface PCIe5 হওয়াটাই বেশি বাস্তবসম্মত মনে হয়।

RTX 4080,4070 সম্পর্কিত তথ্যঃ

  • যথাক্রমে ১৬ ও ১২ গিগাবাইট এর ভিডিও মেমোরি ( GDDR6X,GDDR6)
  • যথাক্রমে ২৫৬ ও ১৯২ বিট এর মেমোরি বাস।
  • AD103 ও AD104-400 GPU
  • যথাক্রমে ৪৫০ ওয়াট ও ৩০০ ওয়াট এর TDP.

 

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here