30 C
Dhaka
Wednesday, March 27, 2024

The Game Awards 2020:এবারের Nominee কারা?

- Advertisement -

দেখতে দেখতে বছরের শেষভাগে এসে গিয়েছি আমরা। যথারীতি সময় চলে এসেছে এই বছরের সেরা গেম কোনটা বা কোনগুলো তা নির্বাচন করার। চলুন দেখে নেওয়ার যাক এবারের Game Awards এর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কোন কোন গেম nomination পেলো, কিভাবেই বা ভোট দেওয়া যাবে, অনুষ্ঠানটিই বা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দিন তারিখঃ

ডিসেম্বরের ১০ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের Game Award। অবশ্যই বৈশ্বিক মহামারীর কারণে এবার in-person attendance এর সুযোগ থাকছে না। অর্থাৎ এবারের অনুষ্ঠানটি এক প্রকার virtually ই অনুষ্ঠিত হবে।

- Advertisement -

বাংলাদেশ সময়  টায় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে নিচের সময়ে দেখতে পাওয়া যাবে অনুষ্ঠানটি।

  • North America: 3:30pm PST / 4:30pm MST / 5:30pm CST / 6:30pm EST
  • UK/Ire: 11:30pm GMT
  • Europe: 12:30am CET / 1:30am EET
  • Asia/Oceania: 8:30am JST / 7:30am AWST / 10:30am AEDT

অনুষ্ঠানটি সহজেই twitch এবং Youtube থেকে সরাসরি দেখতে পাওয়া যাবে। আধা ঘন্টার pre-show সহ মোট প্রায় ৩ ঘন্টা দৈর্ঘ্যের হতে যাচ্ছে সম্পুর্ণ অনুষ্ঠানটি।

ভোট কিভাবে দেব?

ভোট দেওয়া খুবই সহজ। ক্যাটাগরিতে প্রতিটি গেমের সাথেই vote অপশন রয়েছে। আপনাকে শুধু ফেসবুক/জিমেইল একাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে হবে । তারপর পছন্দের টাইটেলে ভোট দেওয়া যাবে। ভোট দিতে THEGAMEAWARDS এই লিংক এ যান।

- Advertisement -

কিছু ক্যাটাগরি এবং nominees:

Game of the Year:

বলতে গেলে সবথেকে মুল আকর্ষণ বা সবথেকে গুরুত্বপুর্ণ ক্যাটাগরি এটাই। ২০২০ সালের সেরা গেম হওয়ার দৌড়ে রয়েছে:

  • Animal Crossing: New Horizons
  • DOOM Eternal
  • Final Fantasy VII Remake
  • Ghost of Tsushima
  • Hades
  • The Last of Us: Part II

উল্লেখিত গেমগুলি বছর জুড়েই ব্যাপকভাবে আলোচিত, প্রশংসিত হয়েছে এবং ফ্যানদের মন জয় করে নিয়েছে। ৬টি গেম এর প্রায় প্রত্যেকটিই অপরটি থেকে আলাদা, অর্থাৎ ভিন্ন genre এর। এ থেকে গেম ইন্ডাস্ট্রির বৈচিত্র সম্পর্কেও চমৎকার ধারণা পাওয়া যায়।

- Advertisement -

গেমগুলির ডেভেলপমেন্ট/পাবলিকেশন এর সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোও যেমন ভিন্ন ভিন্ন তেমনি প্লাটফর্ম এর দিকে তাকালেও দেখা যাচ্ছে রয়েছে Console Exclusive, PC গেমস এর পাশাপাশি Nintendo এর গেম ও।

Best Game Direction:

গেম ডেভেলপমেন্ট এবং ডিজাইনে অসাধারণ creative vision and innovation এর জন্য এই এওয়ার্ড প্রদান করা হবে/হয়ে থাকে। এবারের তালিকাঃ

এবারের 5টি গেম এর মধ্যে 4টিই game of the year এর ক্যাটাগরিতেও স্থান পেয়েছেঃ

  • Final Fantasy VII Remake
  • Ghost of Tsushima
  • Hades
  • The Last of Us: Part II

এগুলোর পাশাপাশি আরো রয়েছে HALF-LIFE: ALYX ।

Best Narrative:

অনবদ্য Storytelling এবং Narrative Development এর জন্য এই ক্যাটাগরিতে নিচের গেমগুলোকে nomination দেওয়া হয়েছে:

  • Final Fantasy VII Remake
  • Ghost of Tsushima
  • Hades
  • The Last of Us: Part II
  • I3 Sentinels: Aegis Rim

Best Mobile Game:

বছরের সেরা মোবাইল প্লাটফর্মের গেম হওয়ার লড়াই এ রয়েছেঃ

  • Among US
  • Call of duty Mobile
  • Genshin Impact
  • Legends of Runeterra
  • Pokemon Cafe Mix

এছাড়াও রয়েছে আরো বেশ কিছু catagories যা আপনি এই লিংক থেকে দেখে নিতে পারেন।

 

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here