24 C
Dhaka
Tuesday, March 26, 2024

মে মাসের ২৫ তারিখ লঞ্চ হতে পারে Radeon RX 7600 (OR XT)

- Advertisement -

নতুন একটি রিপোর্ট অনুসারে ধারণা করা হচ্ছে যে আগামী মাসের, অর্থাৎ মে মাসের ২৫ তারিখ AMD লঞ্চ করতে পারে Radeon RX 7600 XT গ্রাফিক্স কার্ড।একই মাসে আমরা হয়তো NVIDIA এর পক্ষ থেকে RTX 4060 Ti বা 4060 এর এনাউন্সমেন্ট ও দেখতে পাবো।

২৫ই মে বাজারে আসছে RX 7600 XT (নাকি RX 7600)?

গত বছর এর শেষের দিকে  RDNA3 Based RX 7900 XT ও 7900 XTX লঞ্চ করেছিল AMD। NVIDIA এর ফ্লাগশিপ RTX 4090 ও RTX 4080 এর সাথে পাওয়ার ও পারফর্মেন্স না, বরং প্রাইসিং দিয়েই লড়াই করতে চেয়েছিল ব্রান্ডটি। ২০২৩ সালে অবশ্য বেশ অনেকগুলো মাস পেরিয়ে গিয়েছে, জায়ান্ট এনভিডিয়া RTX 4070, 4070 Ti এর মত হায়ার মিডরেঞ্জ বা  ৬০০-৮০০ ডলারের জিপিইউ লঞ্চ করে ফেললেও এএমডির পক্ষ থেকে আর কোনো নতুন এনাউন্সমেন্ট আমরা পাইনি।RX 7800/XT, 7700/XT এর মত জিপিইউ সম্পর্কে লিকস,রুমরসও একেবারেই কম পাওয়া যায় ইন্টারনেটে।

- Advertisement -

সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ও লিকার  Moore’s Law is Dead তার একটি লিক এর মাধ্যমে জানিয়েছেন যে আগামী মে মাসের ২৫ তারিখ লঞ্চ হবে RX 7600 XT। এর সাথে সাথে এর এনাউন্সমেন্ট,প্রেস স্যাম্পলিং, MSRP Review,Non MSRP Review এর ডেট ও জানা গিয়েছে তার মাধ্যমে।

 

- Advertisement -

১৫ই মে Press Sampling বা এনাউন্সমেন্ট হবে RX 7600 XT এর। ২৫ই মে বাজারে পাওয়া যাবে গ্রাফিক্স কার্ড গুলো। এনভিডিয়ার মত এবার AMD ও MSRP, Non-MSRP, প্রাইসিং অনুসারে আলাদা আলাদা রিভিউ এর সময়সুচি করেছে। ২৪ তারিখ হবে MSRP GPU গুলোর রিভিউ,  তার একদিন পরে অপেক্ষাকৃত দামী মডেল গুলোর রিভিউ পাবলিশ করা হবে।

***Moore’s Law পরবর্তীতে একাধিক বার পোস্ট করে জানিয়েছে যে ২৫ ই মে রিলিজ হওয়া কার্ডটি খুব সম্ভবত RX 7600 XT না, RX 7600 Non XT হতে যাচ্ছে।। আরেকটি তথ্য ও সে জানিয়েছে যে RX 7600 এর একটি রেফারেন্স মডেল বা ফাউন্ডারস এডিশন ভার্সন থাকতে পারে।***

- Advertisement -

পারফর্মেন্সঃ

Moore’s Law এর মতে RX 6650 XT এর থেকে কমপক্ষে ১১% বেটার পারফর্মেন্স দিচ্ছে RX 7600। মনে রাখতে হবে এটা একটা ইঞ্জিনিয়ারিং স্যাম্পল ও এই টেস্ট করা হয়েছে প্রি রিলিজ ড্রাইভার দিয়ে। সেক্ষেত্রে Moore’s Law এর মতে  অপ্টিমাইজড ড্রাইভার ও ফাইনাল স্যাম্পল দিয়ে টেস্ট করলে RX 6700XT এর সমান পারফর্মেন্স পাওয়া যেতে পারে RX 7600 থেকে। ১৭৫ ওয়াট পাওয়ার ড্র করে 2.6 Ghz বুস্ট ক্লক পাওয়া গিয়েছে বলে দাবী Moore’s Law এর। স্পেকস বলতে এখনো তেমন কিছু জানা যায়নি এই GPU সম্পর্কে। আট গিগাবাইট VRAM, 128 Bit interface, 2.6 Ghz boost clock, 32 CU, 175 Power এগুলোই এখন পর্যন্ত জানা তথ্য ।

RTX 4060 Ti ও আসছে একই মাসে?

মোটামুটি এটাও নিশ্চিত হওয়া গিয়েছে যে RTX 4060 Ti ও লঞ্চ হবে মে মাসের শেষের দিকে। RTX 4060 Ti এর স্পেসিফিকেশন সম্পর্কেও মোটামুটি সবই নিশ্চিতভাবে জানা গিয়েছে। ৮ গিগাবাইট VRAM, PCIe 4×8 interface, 2.35Ghz boost clock এর পাশাপাশি মাত্র ১৬০ ওয়াট টিডিপি ও 4352 টি Cuda cores এই প্রধান স্পেসিফিকেশন গুলো বেশ অনেকদিন আগেই একাধিক সোর্স দ্বারা বের হয়ে এসেছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here