বাংলাদেশের বাজারে MSI এর নতুন গেমিং মনিটর

দানিং ডেস্কটপ কম্পিউটারের প্রতিটি কম্পোনেন্টের সাথেই Gaming নামটি সংযুক্ত হচ্ছে। মাদারবোর্ড থেকে শুরু করে পেনড্রাইভ পর্যন্ত সকল কিছুতেই Gaming নামটি দেখা যাচ্ছে। এদিক থেকে মনিটরও পিছিয়ে নেই। গেমিং পার্ফরমেন্সে এগিয়ে থাকার কারনে গেমিং মনিটরের একটা আলাদা চাহিদা রয়েছে বাংলাদেশি গেমারদের মধ্যে। বেশ কিছু নামিদামি ব্র্যান্ডের গেমিং মনিটর বাংলাদেশের বাজারে পাওয়া যায়। এ তালিকায় এবার যুক্ত হচ্ছে বিশ্ববিখ্যাত হার্ডওয়্যার ব্র্যান্ড MSI। মাদারবোর্ড, ল্যাপটপ, গ্রাফিক্স কার্ড সহ আরো অনেক গেমিং পণ্য অনেক আগে থেকেই তারা বাংলাদেশে বাজারজাত করে থাকলেও, গেমিং মনিটর এবারই প্রথম।

MSI Optix G24C গেমিং মনিটর
MSI Optix G24C গেমিং মনিটর

MSI বাংলাদেশে নিয়ে আসছে ২৪ ইঞ্চি ও ২৭ ইঞ্চির দুটি মডেলের 144 Hz গেমিং মনিটর। ২৪ ইঞ্চির মডেল MSI Optix G24C এবং ২৭ ইঞ্চির মডেলটি হচ্ছে MSI Optix G27C2। ইউনিক ডিজাইন ও কিছু এক্সট্রা গেমিং ফিচার এই মনিটর দুটিকে বাজারের অন্যান্য মনিটর থেকে আলাদা করে তুলেছে। তো চলুন এক নজরে  দেখে নেয়া যাক মনিটর দুটির স্পেসিফিকেশন ও দাম।

   

MSI Optix G24C

23.6″ LCD panel LED Back light (1920 x 1080 Full HD)
144Hz Refresh Rate – Display without after image.
1800R curve panel design – Most suitable for human eye.
1ms response time helps eliminate screen tearing and choppy frame rates.
True Color- NTSC 85%, sRGB 110%.
Wide View Angle – 178 。Visible.
Optimized with MSI Gaming VGA – Make sure you have best experience.
Adaptive sync – keep screen tearing away from your monitor.

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

MSI Optix G27C2

27″ LCD panel LED Back light (1920 x 1080 Full HD)
144Hz Refresh Rate – Display without after image.
1800R curve panel design – Most suitable for human eye.
1ms response time helps eliminate screen tearing and choppy frame rates.
True Color- NTSC 85%, sRGB 110%.
Wide View Angle – 178 。Visible.
Optimized with MSI Gaming VGA – Make sure you have best experience.
Adaptive sync – keep screen tearing away from your monitor.

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

২৪ এবং ২৭ ইঞ্চি্র গেমিং মনিটর দুটোর দাম এখনো পাওয়া যায়নি, তবে আশা করা যাচ্ছে গেমারদের কথা মাথায় রেখে দাম নাগালের মধ্যেই রাখবে MSI.

MSI Optix G27C2 গেমিং মনিটর
MSI Optix G27C2 গেমিং মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here