36 C
Dhaka
Wednesday, April 24, 2024

দেশের বাজারে কমেছে Graphics Card ও Processor এর দাম

- Advertisement -

অবশেষে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে বাংলাদেশের পিসি মার্কেটে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কমা শুরু হয়েছে Graphics Card/GPU Price।বেশ উল্লেখযোগ্য হারে গত এক সপ্তাহ যাবৎ কমতে দেখা গিয়েছে বেশ কয়েকটি ব্রান্ডের অনেকগুলো মডেলের গ্রাফিক্স কার্ড। একই সাথে কমেছে প্রসেসর এর দাম ও ।

অবশেষে গ্রাফিক্স কার্ডের “নতুন শিপমেন্ট” এসে পৌঁছেছে বাংলাদেশে।

গত ডিসেম্বর থেকেই বিশ্ববাজারে, বিশেষ করে অস্ট্রিয়া ও জার্মানির রিটেইল মার্কেট ও এর পাশাপাশি eBay ও Newegg এ কমা শুরু হয়েছিল গ্রাফিক্স কার্ডের দাম।হার্ডওয়্যার আনবক্সড ও 3dcenter এর মাসিক প্রতিবেদনে গত 3 ,4 মাস যাবত ক্রমেই স্পষ্ট হচ্ছিল জিপিইউ মার্কেটে প্রাইস, availability এর উন্নতির ব্যাপারটি।

- Advertisement -

বিশেষ করে গত দুই মাসে গ্রাফিক্স কার্ডের দাম বিশ্বজুড়ে কমেছে তর তর করে।। পাশ্ববর্তী দেশ ভারতেও দাম প্রায় স্বাভাবিক হয়ে এসেছিল অনেকদিন আগেই।।একমাত্র বাংলাদেশ এর বাজারেই ছিল না কোনো পরিবর্তন। অনলাইন অফলাইনে তাই অপেক্ষমাণ ক্রেতাদের হতাশা,আক্ষেপ ও ক্ষোভের বহিঃপ্রকাশ তাই কম ছিল না। জনপ্রিয় একটি কথা চালু হয়ে গিয়েছিল যে আমাদের দেশে এখনো গ্রাফিক্স কার্ডের নতুন শিপমেন্ট এসে পৌঁছে নি তাই দাম এখনো বাড়তি। যাই হোক,হয়তো নতুন শিপমেন্ট সত্যিই এসে পৌঁছেছে । কেননা গত এক সপ্তাহে দাম কমেছে Zotac,Sapphire,MSI ও Palit এর গ্রাফিক্স কার্ড গুলোর।।

ইমপোর্টার রা তাদের অফিসিয়াল পেজ থেকে অথবা ব্র্যান্ডগুলোর বাংলাদেশ রিজিয়নের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা এসেছে জিপিইউ এর দাম কমার এই সুসংবাদ এর। পোস্টগুলোতে বিস্তারিত উল্লেখ ছিল GPU Model,Old price ও new price এর ও ।

Zotac RTX 30 Series graphics cards Price in Bangladesh 

UCC BD তাদের অফিশিয়াল পেজের মাধ্যমে Zotac এর RTX 30 Series এর latest price সম্পর্কে নিশ্চিত করেছে। RTX 3050 এর দাম 48500 থেকে কমে 40000 এ এসে ঠেকেছে।এটি বর্তমানে সবথেকে সস্তা NVIDIA RTX CARD বলা যায় বাজারের। RTX 3060 AMP WHITE AD ও TWIN EDGE OC এর দাম 72 হাজার ও 69 হাজার থেকে যথাক্রমে 65 হাজার ও 59 হাজারে নেমে এসেছে।

- Advertisement -

RTX 3070 TI AMP EXTREME HOLO ও AMP HOLO OC এর পুরাতন দাম ছিল 117000 ও 119000। বর্তমানে এই জিপিইউ দুটির দাম যথাক্রমে 106000 ও 103000।

একইভাবে কমে এসেছে RTX 3080,3080 TI ও 3090 এর দাম ও ।বিস্তারিত অফিশিয়াল পোস্টারে-

- Advertisement -

MSI RTX 30 series Graphics cards Price in Bangladesh:

UCC তাদের অফিশিয়াল পেজ থেকে MSI GPU এর প্রাইস ড্রপ ও current price সম্পর্কে পোস্ট করেছে।।RTX 3060 Gaming X ও RTX 3060 Ventus 2X এর পূর্বের প্রাইস ছিল যথাক্রমে 73 হাজার ও 76 হাজার। বর্তমানে এই দুটি মডেলের দাম মাত্র 60 হাজার ও 66 হাজার।

একই ভাবে RTX 3060 Ventus 2X LHR এর পূর্বের প্রাইস ছিল 78 হাজার যা বর্তমানে 70 হাজারেই পাওয়া যাচ্ছে।

RTX 3070 Ti এর 3টি মডেল, SUPRIM X,GAMING X TRIO ও VENTUS 3X এর প্রাইস 118000,113000 ও 108000 থেকে কমে যথাক্রমে 108000,104000 ও 100000 এ এসে থেমেছে।

অনেকটা কমেছে RTX 3080 এর দাম ও । Ventus 3X PLUS বর্তমানে 120000 হাজারে পাওয়া যাচ্ছে।নিচের ছবিটি থেকে ফুল লিস্টিং দেখে নিতে পারেন।

Sapphire RX 6000 Series Graphic card Price in bangladesh

পিছিয়ে নেই Team Red ,অর্থাৎ AMD ও। চোখে পড়ার মত ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গিয়েছে AMD এর RX 6000 Series এর গ্রাফিক্স কার্ডে। UCC যথারীতি Sapphire এর বিভিন্ন মডেলের reduced price list প্রকাশ করেছে। RX 6600 GAMING এর প্রাইস 50 হাজার থেকে কমে 40 হাজারে এসে নেমেছে।

RX 6600 XT যা কি না raw performance এর হিসেবে RTX 3060 থেকে বেটার, এই জিপিইউ টির Nitro ও Pulse মডেলের দাম যথাক্রমে 49 হাজার ও 48 হাজারে এসে ঠেকেছে ।

একইভাবে বড় রকমের price drop লক্ষ করা যাচ্ছে RX 6700 XT কার্ড গুলোর ক্ষেত্রেও।NITRO,Pulse gaming ও Gaming OC মডেল গুলোর দাম যথাক্রমে 69 হাজার ও 76 হাজার।

কমে এসেছে RX 6800 XT এর দাম ও। NITRO+ SE EDITION টি বর্তমানে পাওয়া যাচ্ছে 109000 টাকায়।

PNY ও PALIT:

এছাড়াও দাম কমেছে PNY ও PALIT এর গ্রাফিক্স কার্ডের।42 হাজারে RTX 3050, 53-57 হাজার রেঞ্জে RTX 3060 ও 64 হাজারে পাওয়া যাচ্ছে RTX 3060 Ti card গুলো।

আসুসঃ

গ্লোবাল ব্রান্ড জানাচ্ছে যে কমেছে Asus এর গ্রাফিক্স কার্ডের দাম ও।

ফলোয়ার ও পাঠকের মন্তব্য:

আমাদের পেজ এর ফলোয়ার,গ্রূপের মেম্বারদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ মানুষই অনেক খুশি,তবে সবাই ই কমবেশি আরো বেশি প্রাইস ড্রপ দেখতে চান। বিশেষ করে অনেকেই পার্শবর্তী দেশ ভারত ও জিপিইউ গুলোর MSRP এর কথা বিবেচনায় এনে বলেছেন যে দাম এখনো অনেক অনেক বেশি,আরো কমে আসা উচিত।

দাম কমেনি GTX Series এর

তবে বাজেট বিল্ডার,যাদের বাজেট 15-30 হাজারের মধ্যে, তাদের অপেক্ষা হয়তো আরো দীর্ঘ হবে। এখনো কমেনি GTX 1650,1050 Ti,GTX 1650 Super,GTX 1660,1660 Super ও GTX 1660 Ti এর দাম।

কমেছে প্রসেসর এর দাম

জিপিইউ প্রাইস কমার আনন্দকে আরো অনেকটা বাড়িয়ে যেন পরিপূর্ণতা দিয়েছে প্রসেসর এর প্রাইস।। দেশের বাজারে হঠাৎ করেই কমেছে AMD ও Intel এর প্রসেসর এর দাম।

Core i3 10100f,10105f ও 10100,10105 এর দাম যথাক্রমে 8500,8500,10100 ও 10300 টাকা।

Core i3 12 th gen 12100f ও 12100 এর দাম যথাক্রমে 10500 ও 12900 টাকা।

বেশ অনেকটা কমেছে 10th gen core i5 10400f ও 10400 এর দাম। বর্তমানে দেশের বাজারে এই দুটি প্রসেসর পাওয়া যাচ্ছে 13500 ও 14400 টাকায়। একই সাথে কমেছে core i5 11400f ও 11400 এর দাম ও , এগুলোর বর্তমান মূল্য যথাক্রমে 15800 ও 16500 টাকা।10500 ও 11500 বর্তমানে বিক্রি হচ্ছে 18000 ও 19000 টাকায়।

12th gen core i5 এর দাম ও কমেছে কিছুটা। 12400 এর বর্তমান মূল্য 19500 ও 12500 এর বর্তমান মূল্য 21500 টাকা। 21500 টাকায় পাওয়া যাচ্ছে 10600k ও।।

দেশের বাজারে জাতীয় প্রসেসর  হিসেবে খ্যাত Ryzen 5 5600G এর দাম ও 24-26 হাজার রেঞ্জ থেকে কমে 21500 টাকায় নেমে এসেছে। 5600X এর দাম ও এখন মাত্র 24000 টাকা।Ryzen 7 3800x এর দাম 26 হাজারে ও 5700G এর দাম 30 হাজারে নেমে এসেছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here