39 C
Dhaka
Thursday, April 25, 2024

এবার CPU-Z এও Ryzen কে হারালো Intel: Latest 11th Gen Leaks

- Advertisement -

ইতিমধ্যেই 11th Gen এর বেশ কিছু Leak এর মাধ্যমে আমরা কিছু ইংগিত পেয়েছি যে কিরকম হতে পারে 1tth gen প্রসেসরগুলোর পারফর্মেন্স।কিছুদিন আগের লিকে বের হয়ে এসেছে 11th Gen Core i7 11700k এর GeekBench Score।এবং তা বেশ চমকপ্রদ ছিল। এবার CPU-Z এর স্কোর ও চলে এসেছে।

CPU-Z (1st January 2021)

এবারের লিকটি Chiphell এর মাধ্যমে এসেছে। এখানে 11900k কে Single Core এ Record Breaking 706 পয়েন্ট স্কোর করতে দেখা যাচ্ছে। টেস্টটির সময় Processorটির সবগুলো Cores 5. Ghz এর স্পিডে ছিল।Multicore এর স্কোর দেখা গিয়েছে 7198 যা আগের লিক থেকে পাওয়া স্কোরের ১০% বেশি।

- Advertisement -

31st Dec,2020:

গতকালকেও আমরা CPU-Z এরই আরো একটি লিক দেখতে পেয়েছিলাম। Guru3d এর সৌজন্যে নিচের টেবিল থেকে দেখে নিন CPU-Z এর স্কোর এর তালিকা।

GeekBench Latest Score(December 4th Week,2020)

TipStar @TUM_APISAK এর শেয়ার করা GeekBench এর লিংক এবং Screenshot থেকে দেখা যাচ্ছে যে Geekbench এ Core i7 11700k এর স্কোর লিস্টেড হয়েছে। Multi-Core এ 10673 এবং Single-Core এ 1807 স্কোর করেছে প্রসেসরটি।তথ্য অনুসারে,  প্রসেসরটি গিগাবাইট এর Z490 Aorus Master মাদারবোর্ডে টেস্ট করা হয়েছে । অর্থাৎ 10th Gen এর মতই LGA1200 socket থাকায় Bios update দিয়ে 10th Gen এর মাদারবোর্ডে চালানো যাবে 11th Gen এর প্রসেসরগুলো। তবে অবশ্যই 500 সিরিজের মাদারবোর্ড ও আসবে।

- Advertisement -

এই স্কোরকে যদি Ryzen 9 5950x এর স্কোরের সাথে মেলানো হয় তাহলে দেখা যাচ্ছে Single Core যা কিনা Intel এর শক্তির জায়গা ছিল এতদিন,যেখানে কি না Zen 3 দিয়ে প্রথমবার এর মত ভাগ বসিয়েছিল AMD,সেটি আবার ও ফেরত পাওয়ার ইঙ্গিত দিচ্ছে Intel। কেননা 5950x এর স্কোর যেখানে ছিল 1672 , সেটি পেছনে ফেলেছে i7 11700k। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে 11900k এর স্কোর ও হবে 5950x থেকে বেশি।

যদিও 8 core 16 threads এবং 16MB L3 ক্যাশ যুক্ত এই প্রসেসর Multicore এ এগিয়ে যেতে পারেনি। 10673 স্কোর করে Rival থেকে প্রায় 6000points পিছিয়ে আছে এটি। তবে এটাও মাথায় রাখতে হবে যে অনেক দামী Ryzen 9 কে পেছনে ফেলতে না পারলেও Ryzen 7 5800x কে কিন্ত ঠিকই পেছনে ফেলেছে।

- Advertisement -

তবে আমরা জানি Single Core performance যেহেতু গেমিং এর জন্য বেশি গুরুত্বপুর্ণ, এই লিকটিকে সত্য হিসেবে ধরে নিলে আশা করা যেতেই পারে যে 11th Generation এ ইন্টেল এর গেমিং পারফর্মেন্স হতে যাচ্ছে AMD থেকে ভালো।

তবে দিনশেষে এটি একটি লিক, আগের লিকগুলোর মত। আগের বের হওয়া খবরগুলো দেখে নিন এই লিঙ্ক থেকে-

11th Gen Processor: সম্ভাব্য স্পেকস ও খুটিনাটি

দেখার বিষয় এটা যে ভবিষ্যতের Leak গুলো আমাদের কি suggest করে ,আদৌ এই আজকের তথ্যের সাথে মিলে কি না। আরো দেখার মত বিষয় হবে যে ইন্টেল তাদের 11th Gen এর দাম কেমন রাখে।

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here