ল্যাপটপের জন্য MX250 জিপিউ পারফর্মেন্স দেবে GT 1030 থেকে বেশি

আমাদের অনেকের ল্যাপটপ কেনার বাজেট থাকে ৫৫ থেকে ৭০ হাজার টাকার মত। এই বাজেটের ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড হিসেবে মেইনলি থাকে এনভিডিয়ার দুটি জিপিউ। একটি হচ্ছে MX130 এবং অপরটি হচ্ছে MX150। পারফর্মেন্স হিসেব করলে MX130 থেকে MX150 জিপিউ প্রায় ৪০ থেকে ৪৫% এর মত এগিয়ে আছে। এই MX সিরিজের জিপিউগুলো হচ্ছে মূলত এনভিডিয়ার পুরোন জেনারেশনের GT930M ও GT940M এর সাক্সেসর। যদিও প্রথমে চিন্তা করা যায় নি যে ২০১৯ এর দ্বিতীয়ার্ধের আগে এই এন্ট্রি লেভেলের জিপিউর আপগ্রেড দেখতে পাবো কিন্তু ২০১৮ সাল শেষ না হতেই দেখা মিলল MX250 জিপিউর যার পারফর্মেন্স হতে পারে ডেস্কটপ গ্রেড GT 1030 থেকে বেশি।

MX150 নিয়ে যা জানা দরকার

MX150 রিলিজ হয় ২০১৭ সালের দ্বিতীয়ার্ধের দিকে যা রিপ্লেস করে এর পূর্বপুরুষ GT940 MX ল্যাপটপ জিপিউকে। প্যাসকেল আর্কিটেকচার বেইজড এই জিপিউর পারফর্মেন্স ডেস্কটপ গ্রাফিক্স কার্ড GT 1030 এর কাছাকাছি এমনকি কিছু ক্ষেত্রে এটির সমানও পারফর্মেন্স দিয়েছে। কম খরচে অধিক পারফর্মেন্সের কারণে অনেক ল্যাপটপ ডেভেলপার তাদের মিড বাজেট এন্ট্রি লেভেলের ল্যাপটপে এটি ইন্টিগ্রেড করতে থাকে। কিন্তু এই জিপিউ মার্কেটে আছে প্রায় দেড় বছর ধরে এবং সময়ের সাথে সাথে এটির উপর যে টোল পরছে তা হ্যান্ডেল করার মত পাওয়ার নেই MX150 জিপিউর। তাই বেশ কিছুদিন ধরেই এর রিপ্লেসমেন্ট জিপিউর গুজব শোনা যাচ্ছিল। অতঃপর গুজব ফেইজ থেকে এখন চলে যাওয়া গেল লিক ফেইজে।

MX250 দেবে GT 1030 থেকে বেশি পারফর্মেন্স

এই পারটিকুলার লিকটি পাওয়া গিয়েছে HP এর আপকামিং বাজেট সিরিজের ল্যাপটপ 
HP Zhan 66  Pro 14 G2 এর স্পেসিফিকেশনের ছবি থেকে। সেখানে দেখা যাচ্ছে মডেলটিতে ডেডিকেটেড জিপিউ হিসেবে থাকছে MX250 যাতে ব্যবহার করা হবে 2GB GDDR5 মেমোরি। এই মেমোরির উপস্থিতি আমরা MX150 জিপিউতেও দেখতে পেয়েছি। তবে কার্ডটির পুরো স্পেসিফিকেশন দেয়া হয় নি।

HP Zhan Laptop Specification

এই পর্যন্ত এটি নিয়ে কোন কনফার্মেশন পাওয়া যায়নি এটি কি প্যাসকেল আরিটেকচার দিয়ে তৈরি করা হবে নাকি থাকছে আপডেটেড টিউরিং আর্কিটেকচার। তবে এটি স্পষ্টভাবে ইন্ডিকেট করা হয়েছে এর পারফর্মেন্স হবে এন্ট্রি লেভেল ডেস্কটপ জিপিউ GT 1030 থেকে অনেকখানি বেশি। এছাড়া videocardz.com এর মতে এনভিডিয়ার TU107 ও TU108 জিপিউ ইতিমধ্যে প্রোডাকশনের মধ্যে রয়েছে। আর কিছুদিন পরেই যেহেতু CES 2019 আসছে তাই এরকম এন্ট্রি লেভেল জিপিউর লিক অনেকটা স্বাভাবিক বলেই ধরে নেয়া যায়। উল্লেখ্য এনভিডিয়া ইতিমধ্যে তাদের হাই এন্ড প্রিমিয়াম জিপিউ RTX 2080 ti, RTX 2080 এবং RTX 2070 রিলিজ করে ফেলেছে। তাই এনভিডিয়ার মিড রেঞ্জ এবং এন্ট্রি লেভেল জিপিউ মার্কেটের দিকে যাওয়াটা সারপ্রাইজিং কিছু নয়।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot