31 C
Dhaka
Thursday, April 18, 2024

Radeon RX480

- Advertisement -

 

 

- Advertisement -

amd-rx-480-polaris-7-900x506
এতদিন সবাই হয়তো GTX 1080 আর GTX 1070 নিয়ে ভাবছিল।
কিন্তু এবার কম্পিউটেক্সে সবার চোখ এনভিডিয়া থেকে সরে এসে এমডির দিকে যায়।

তাইওয়ানের কম্পিউটেক্সে তারা নিয়ে আসে তাদের বাজেট ফ্রেন্ডলি ভি-আর রেডি কার্ড।।
যথাযথই এমডি বাজেট ফ্রেন্ডলি কার্ডে সেরা। এ ধারাটা ধরে রাখতে এমডি ফাইনালি তাদের কার্ডের বিস্তারিত ঘোষণা করলো।।

শুরু হল নেক্সট জেন কার্ডের যুদ্ধ।। 14nm এবং 16nm FinFET টেকনলজি দিয়েই এ বছর জিপিউর বাজার গরম রাখবে এমডি আর এনভিডিয়া।।
দিন যত যাচ্ছে এনভিডিয়ার ইউজাররা তাদের GTX970 বা GTX 980 বা GTX980ti বাংলালিংক দামে সেল দেয়ার মত অবস্থা।। আর এমডি ইউজাররা মজা নিছে। 😛
এবার মনে হয় এমডিওয়ালাদের সময়।। 😛
মজা করছিলাম। কিন্তু কথাটা মনে হয় ভুল বলি নাই।

- Advertisement -

radeon-480-stats-100663927-large

যাইহোক, এমডি কার্ডের আপকামিং টেকনলজি পোলারিস আর আপকামিং নেই।
হয়তো সামনের মাসেই এমডি ফ্রিকদের হাতে নতুন RX সিরিজের কার্ড দেখা যাবে।।
যে কার্ডের মডেলটি ঘোষণা করা হয়েছে তা হল Radeon RX 480। এটিই হল পোলারিস আর্কিটেকচারের প্রথম যোদ্ধা। আই মিন জিপিউ।
মুলত বম্বটা ফেলেছে প্রাইস দিয়ে। $200 তে ভি-আর সাপোর্টেড জিপিউ আর পাচ্ছেন ৪জিবি অন বোর্ড মেমরি।
আরো একটা মডেল আছে যাতে থাকবে ৮ জিবি মেমরি কনফিগারেশন এর প্রাইস সামান্য বেশি হবে। যা বাংলাদেশি টাকায় ২-৩ হাজার টাকার তফাত হতে পারে ৪ জিবি আর ৮ জিবির মধ্যে।
ঊভয় কার্ড হবে ২৫৬ বিটের বাস কনফিগের।
মেবি শুধু ভির‍্যামের জন্য দামের পার্থক্য হতে পারে।। ৬ পিনের সিঙ্গেল কানেক্টর থেকে জিপিউ পাওয়ার আপ হবে আর Redon R9 390 এর থেকে অনেক কম পাওয়ার কনসিউম করবে।। পাওয়ার কন্সিউমে Redon R9 390 আর Redon RX 480 এর মদ্ধ্যে পার্থক্য প্রায় ১০০ ওয়াটের হবে।
যাইহোক সংখ্যা বড় কিছু না মুলত পার্ফামেন্সটাই আসল ব্যাপার।।

এবার কিছু কথা ভি-আর নিয়ে।
মুলত RX 480 কার্ডটি এন্ট্রি লেভেল ভিয়ার গেমিং বা এর ভি আর সিস্টেমের উপরে জোর দিয়েই করা হয়েছে। সাধারনত ভি-আর সাপোর্টেড কার্ডের দাম ৩০ হাজারের উপরেই হয়। কিন্তু এই ট্রেন্ড ভেঙ্গে দিল এমডি।।
Oculus,Valve,HTC ডেভলপারদের ভি-আর কে একটি ফিক্সড প্লাটফর্ম দেয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু ভি-আর মুলত হাই এন্ড কার্ডের দখলে ছিল বলে তেমনটা সাড়া পায়নি।।
কিন্তু এমডির এই পদক্ষেপের জন্য ভি-আর সিস্টেমকে নতুন মাত্রা দিতে যাচ্ছে।।
এমডি এর মতে তাদের ভি-আর এর পার্ফামেন্স হবে $500 দামের ভি-আর এক্সপেরিএন্সের কাছাকাছি।
এর মানে কম দামে হাই এন্ড কার্ডের স্বাদ পাবে ইউজাররা।। 🙂

- Advertisement -

amd-rx-480-polaris-3-900x532

এমডি তাদের এই পোলারিস আর্কিটেকচার দিয়ে তাদের হারানো মার্কেট শেয়ার ধরতে চায়। স্পেসিয়ালি ল্যাপটপের মার্কেট।। জিপিউর সাথে সাথে তারা বিজনেস পলিসি নিয়েও কাজ করছে।
আরো ইনফরমেশন আসছে জুনের ২৯ তারিখ জিপিউর সাথে।।

একটু কথা লাগাতে চাই, নেক্সট এনভিডিয়ার স্টেপ কি অনেকেই আন্দাজ করতে পেরেছেন হয়ত। আমারও ধারনা ১০৬০ আসবে ভি-আর রেডি সিস্টেম নিয়ে।।

AMD Radeon RX 480 এর কিছু ছবি।

9310_ellesmere_cam2_02_0010_4K9310_ellesmere_cam1_02_0010_4K-900x611 9310_ellesmere_cam3_02_0010_4k-100663925-orig-900x443 9310_ellesmere_cam4_02_0010_4k-100663926-orig-900x447

ধন্যবাদ।। 🙂
পিসিবি বিডির সাথেই থাকুন।।

[পোস্টটি রেডন RX 480 এনাউন্সমেন্টের পরে লেখা।লেট পোস্ট :3 ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। ]

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here