24 C
Dhaka
Tuesday, March 26, 2024

Radeon RX 6700XTঃ 12 জিবির হায়ার মিডরেঞ্জ কার্ড

- Advertisement -

ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে Radeon 6800XT এবং Radeon 6800। দুটি কার্ডের দাম অনুসারে 1080p এবং 1440p পারফর্মেন্স ও ছিল প্রশংসনীয়। সাথে আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে Big Navi এর অন্যন্য কার্ডগুলোর সম্পর্কে বিভিন্ন তথ্য।তারই ধারাবাহিকতায়, RX 6700XT সম্পর্কে প্রকাশ হয়েছে বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য।

12 জিবি মেমোরিঃ

NAVI 22 ভিত্তিক কার্ড সম্পর্কে Patrick Schur একেবারেই বেসিক কিন্ত গুরুত্বপুর্ণ কিছু Numbers শেয়ার করেছেন টুইটারে। এই ধরণের লিকগুলো বরাবরই হয়ে থাকে খুবই সংক্ষিপ্ত। দুটি কার্ডের নাম উল্লেখ করা হয়েছে। RX 6800XT, 6800XTL , এগুলো গত জেনারেশনের RX 5700,XT কার্ডগুলোকে রিপ্লেস করবে।

- Advertisement -

Navi 22 XT বা 6700XT এর TGP বলা হয়েছে 186-211w । এবং Navi 22 XTL এর ক্ষেত্রে তা 146-154w ।এ ছাড়াও মেমোরি কনফিগারেশন সম্পর্কে বলা হয়েছে দুটি কার্ডেই যে ১২ গিগাবাইটের GDDR6 192 Bus এর মেমোরি থাকবে।

পুর্বের লিক থেকে আমরা জেনেছি যে RX 6700 বা NAVI 22 এর Computing units থাকতে পারে ৪০ টি যা কিনা 5700 এর সমান। এখান থেকে ধারণা করা হচ্ছে দামটাও 5700/xt এর কাছাকাছি রাখা হবে একই সাথে যদি পারফর্মেন্স এর দিকে দেখা যায় তাহলে বলা যায় 1440p,1080p এর জন্যই মুলত এই জিপিইউ বাজারে আনবে AMD।এই কার্ড সহ অন্যন্য যেকোনো নিউজের জন্য PC Builder এর সাইট এবং পেজে লক্ষ রাখুন।

- Advertisement -

ইতিমধ্যেই আমরা রিভিউয়ারদের বেঞ্চমার্ক থেকে  দেখেছি BIG NAVI গেমিং এ বেশ ভালো পারফর্ম করছে দাম অনুসারে। RX 6800XT কে 1440p,1080p তে আমরা দেখেছি RTX 3080 এর থেকে বেশি FPS দিতে।তেমনিভাবে RX 6800 ও RTX 3070 কে বেশ ভালোই পেছনে ফেলেছে।

Credit: Hardware Unboxed
Credit: Hardware Unboxed

AMD এবার Ray Tracing এর সাথে Smart Access Memory নামের ফিচার ও যুক্ত করেছে যেটি 5000 series প্রসেসর এর সাথে কাজ করবে এবং প্রসেসর GPU এর Full Potential ব্যবহার করতে পারবে ফলে পারফর্মেন্স boost হবে। যদিও Ray Tracing performance, DLSS2 এর মত জায়গায় অনেক পিছিয়ে আছে এখনো AMD, একই সাথে Content Creation,productivity তে এখনো AMD এর জিপিইউ এর সক্ষমতা প্রশ্নবিদ্ধ। এমনকি গেমিং এর কথাও যদি বলা যায়, 4k তে গিয়ে RX 6000 কার্ডগুলোকে  উল্লেখযোগ্য পরিমাণ পারফর্মেন্স drop করতে দেখা যাচ্ছে যেখানে তুলনামুলক ভালো পারফর্ম করছে RTX 3080,3090 ।

তবে এখনো আমরা Nvidia কিংবা AMD, কোনো পক্ষের থেকেই লো বাজেট এর কার্ড দেখতে পাইনি।

- Advertisement -

আশা করা যায় 6700 ছাড়াও আমরা BIG Navi এর বেশ কিছু লো এন্ড, লো বাজেট, মিড বাজেট এর জিপিইউ দেখতে পারবো যেগুলো বাজেট গেমারদের জন্য বেশ উপকারী ও কার্যকর হবে। ইতিমধ্যে আমরা  Rival Nvidia এর বেশ কিছু লো বাজেট এর 3000 সিরিজের কার্ড সম্পর্কে বিভিন্ন লিকস, ছবি দেখতে পেয়ে গিয়েছি ও বেশ কিছু তথ্য ও জানতে পেরেছি।

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here