29 C
Dhaka
Wednesday, April 24, 2024

Ryzen 7000: এনাউন্সমেন্ট চলতি মাসে,সেপ্টেম্বরে লঞ্চ

- Advertisement -

গতকালই ২০২২ সালের এই কোয়ার্টারেই যে Ryzen 7000 সিরিজ লঞ্চ হচ্ছে তা অফিশিয়ালি নিশ্চিত করেছিল AMD. এর একদিন পর 3rd party সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে যে চলতি মাস, অর্থাৎ আগস্টেই এনাউন্সমেন্ট হয়ে যাবে Ryzen 7000 “Raphael” Desktop Processor Lineup এর।

August এ এনাউন্সমেন্টের পর বাজারে প্রবেশ হবে September মাসে

WCCFTECH তাদের নিজস্ব সুত্রের বরাত দিয়ে জানাচ্ছে যে AMD আগস্ট মাসের ২৯ তারিখ এনাউন্সমেন্ট করবে Ryzen 7000 Raphael Desktop Processor Lineup এর। একই ইভেন্টে 7000 Series এর জন্য AM5 Based X670 মাদারবোর্ড এর এনাউন্সমেন্ট,স্পেকস রিভিল,মডেল রিভিল ও হয়ে যাবে।

- Advertisement -

এই এনাউন্সমেন্টের ২ সপ্তাহ পর, অর্থাৎ সেপ্টেম্বরের ১৩ তারিখ রিভিইউ,প্রেস এমবার্গো গুলো উঠে যাবে, অর্থাৎ ১৩ তারিখ ইউটিউব সহ অন্যান্য প্লাটফর্মে রিভিউ ভিডিও, রিভিউ আর্টিকেল গুলো পাবলিশ হয়ে যাবে। এর ঠিক দুইদিন পর, অর্থাৎ সেপ্টেম্বরের ১৫ তারিখ লঞ্চ হবে প্রসেসর গুলো।

specs:

উল্লেখ্য, প্রাথমিকভাবে Ryzen 7000 series এর চারটি প্রসেসর লঞ্চ হবার কথা রয়েছে । প্রসেসরগুলো হলো Ryzen 9 7950X, Ryzen 9 7900X, Ryzen 7 7700X ও Ryzen 5 7600X. এই লাইনআপে সর্বোচ্চ ১৬ কোর ,৩২ থ্রেড এর প্রসেসর থাকবে। এই চারটি প্রসেসর এর মধ্যে Ryzen 5 7600X সর্বনিম্ন ৬ কোর,১২ থ্রেড বিশিষ্ট হবে। আগে থেকেই মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে যে আপাতত 7000 সিরিজের প্রসেসর গুলো ইন্টেলের মত Hybrid Architecture ফিচার করবে না। বরং একই ধরনের,একই আর্কিটেকচারের কোর থাকবে। একই সাথে এটাও নিশ্চিত যে DDR4 এর সাপোর্ট একেবারেই থাকছে না Ryzen 7000 সিরিজে। প্রসেসর গুলো গ্রাফিক্স ও স্টোরেজের ক্ষেত্রে PCIE5 সাপোর্ট করবে। এবার AMD তাদের AM5 Chipset Platform এর ক্ষেত্রে PGA থেকে LGA তে শিফট হচ্ছে।

- Advertisement -

pricing:

লিক হওয়া তথ্য অনুযায়ী এই প্রসেসর গুলো ৮৮ ওয়াট থেকে শুরু করে সর্বোচ্চ ২৩০ ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করবে। ধারণা করা হচ্ছে যে এই প্রসেসর গুলোতে ৩৮ থেকে ৮০ মেগাবাইট পর্যন্ত L3 Cache থাকতে পারে। সম্ভাব্য প্রাইসিং ও লিক হয়েছে, Ryzen 5 7600X এর দাম হতে পারে ৩০০ ডলার। 7700X ৩৫০ ডলার, 7900X 550 ডলার ও 7950X এর দাম হতে পারে ৮০০ ডলার।

7600X Performance লিকডঃ 12900K এর থেকে ২২% পর্যন্ত ফাস্টঃ

সম্প্রতি Ryzen 5 7600X এর পারফর্মেন্স ও লিক হয়েছে। সেখানে Ryzen 5 7600X কে 12900K এর তুলনায় ২২% পর্যন্ত বেটার পারফর্মেন্স দিতে দেখা গিয়েছে।

- Advertisement -

 

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here