28 C
Dhaka
Tuesday, April 16, 2024

Google’s Pixel 6,6 Pro:A to Z

- Advertisement -

গুগলের পিক্সেল লাইনআপ হচ্ছে তাদের নিজস্ব স্মার্টফোন লাইনআপ। ফ্লাগশিপ,মিডরেঞ্জ,লোয়ার মিডরেঞ্জ সেগমেন্টে এই লাইনআপ থেকে প্রতি বছর ফোন লঞ্চ করে থাকে গুগল। পিক্সেল ৫ গত বছর লঞ্চ করার পর এবার তারা লঞ্চ করবে পিক্সেল ৬ সিরিজ। আজকের আর্টিকেলে আলোচনা হবে Google Pixel 6 সংক্রান্ত সকল লিকড নিউজ,Rumors,Confirmed news,expectations,specs সহ এ সংক্রান্ত সবকিছু নিয়ে।

নামঃ

সাধারণত পিক্সেল সিরিজে গুগল ৩টি ফোন লঞ্চ করে থাকে। প্রথম দিকে পিক্সেল X,XL এই দুই ধরনের ফোন ছিল। সম্প্রতি পিক্সেল 4a,3a,3a XL এরকম নামে তৃতীয় ফোন যুক্ত করে তাদের লাইনআপে। অন্যন্য ব্রান্ডের প্রো/ম্যাক্স ভ্যারিয়েন্ট এর মত গুগলের XL ভ্যারিয়েন্টটি ছিল সবথেকে এক্সপেন্সিভ।

- Advertisement -

তবে এবার এখন পর্যন্ত জানা যাচ্ছে যে এবার গুগলের ষষ্ঠ প্রজন্মের পিক্সেল লাইনআপে যোগ হবে Pixel PRO নামের একটি ভ্যারিয়েন্ট। সম্ভবত XL ভ্যারিয়েন্টটিকে রিপ্লেস করবে এই প্রো ভ্যারিয়েন্টটি।

কালার ও ডিজাইনঃ

গুগল ইতিমধ্যেই আমাদের পিক্সেল ৬,৬ প্রো এর অফিশিয়াল ছবি দেখিয়েছে যা থেকে পিক্সেল বডি ল্যাঙ্গুয়েজ,কালার সম্পর্কে আমরা বেশ ভালো ধারণা পাচ্ছি। নিচের ছবিটি গুগল অফিশিয়ালি দেখিয়েছিল। ছবিটি থেকে এটি স্পষ্ট যে গুগল এবার পিক্সেল লাইনআপের ডিজাইন সম্পুর্ণ ঢেলে সাজাচ্ছে। ফোনের Width বরাবর বেশ Thick ক্যামেরা বাম্প লক্ষ করা যাচ্ছে। সাধারণত ব্রান্ডগুলো চারটি/তিনটি ক্যামেরা সেন্সর থাকলে সেই অঞ্চল জুড়েই একটি বর্গাকার বা বৃত্তাকার ক্যামেরা সেকশন/ক্যামেরা বাম্প রাখে। কিন্ত গুগলের ক্ষেত্রে লক্ষ করা যাচ্ছে Width বরাবর বেশ মোটা একটি ক্যামেরা বাম্প যেটাকে বডি লেংথ ক্যামেরা বাম্প বলা যায়।

- Advertisement -

গুগল কনফার্ম করেছে যে পিক্সেল ৬ প্রো তে থাকবে Polished Aluminum Frame ,ব্যাকসাইডে থাকতে পারে গ্লাস। অন্যদিকে বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ Pixel 6 এ থাকবে Pixel 5 এর মতই matte aluminum finish।

এদিকে The Verge এর দাবী, Pixel 6 প্রোতে থাকবে Curved edges,অন্যদিকে Non pro মডেলটি ফ্লাট ডিজাইনের সাথেই আসবে।

- Advertisement -

উল্লেখ্য,এই তথ্য গুলো পুর্বে Steve Hemmerstoffer এর দেওয়া লিকের সাথে অনেকটাই মিলে যায়।। নিচের রেন্ডারগুলো আমরা তার মাধ্যমে দেখতে পেয়েছিলাম ও বলা বাহুল্য অফিশিয়াল ছবির সাথে এই ছবিগুলোর বেশ মিল রয়েছে।

Pixel 6

  • Orange back with a peach-colored top
  • Blue back with a lime green top
  • Gray back with a silver top

Pixel 6 Pro

  • Yellow back with an orange top
  • White back with a gray top
  • Gray back with a silver top

ডিসপ্লে সাইজ ও অন্যন্যঃ

উপরের এই লিক অনুসারে পিক্সেল ৬ এর প্রো ভ্যারিয়েন্ট এর ডাইমেনশন হতে পারে 163.9 x 75.8 x 8.9mm। ক্যামেরা বাম্প সহ সাইডের সর্বোচ্চ thickness হতে পারে ১১.৫ মিলিমিটার। কার্ভ ওলেড প্যানেলটির সাইজ খুব সম্ভবত হতে পারে ৬.৬৭ ইঞ্চি।সেলফি ক্যামেরার কাটআউটটিও থাকবে center এ, যা পিক্সেল লাইনআপের ফোনে প্রথমবার দেখা যাবে। Hemmerstoffer এর মতে থাকবে ডূয়াল স্টেরিও স্পিকার ও Wireless charging এর সাপোর্ট।

SoC:থাকবে গুগলের নিজস্ব চিপসেট Tensor?

আগস্টের আগ পর্যন্ত একটি খবর বেশ ছড়িয়েছিল গুগল পিক্সেলের SoC এর ব্যাপারে। গুগল তাদের নিজস্ব চিপসেট ব্যবহার করবে এবারের আপকামিং পিক্সেল ফোনে, এই ব্যাপারে গুগল অফিশিয়ালিও নিশ্চিত করেছে।।এটির নাম তারা দিয়েছে “Tensor”। এবং এই চিপসেটের আরেকটি কোডনেম হচ্ছে “Whitechappel”। বরং অফিশিয়াল এনাউন্সমেন্টের আগ পর্যন্ত এই নামটিই ছড়িয়েছিল ইন্টারনেটে ।

গুগল যদিও অফিশিয়ালি খুব বেশি তথ্য দেয়নি। তবে রিউমার গুলো থেকে যা যা জানা যাচ্ছে তা হলো এই চিপসেটটি স্যামসাং ও গুগল একসাথে কাজ করে প্রস্তুত করছে। কারণ একটি লিক থেকে জানা গিয়েছিল যে এই চিপসেটে কোয়ালকম এর না, বরং স্যামসাং এর 5G Cellular মডেম থাকবে। আরেকটি লিক জানাচ্ছে যে এতে থাকতে পারে Mali-G78 জিপিইউ যেটি কি না গ্যালাক্সি ২১ সিরিজেও ব্যবহ্বত হয়েছে।

তবে Specs সম্পর্কে কিছু না জানালেও গুগল দাবী করেছে তাদের এই চিপসেট AI,Machine learning এর দিক দিয়ে হবে অনবদ্য। ভিডিও ও ছবি তোলার ক্ষেত্রেও এই চিপসেটের এবিলিটি হবে অসাধারণ ,দাবী গুগলের।

উল্লেখ্য, যতদূর শোনা গিয়েছে গুগলের এই নতুন চিপসেট শুধু পিক্সেলের বেস ভ্যারিয়েন্ট বা ভ্যানিলা Pixel 6 এই দেখতে পাওয়া যাবে। Pixel 6 Pro তে চিপসেট হিসেবে কোয়ালকম এর Snapdragon 888 বা এরকম ফ্ল্যাগশিপ চিপসেট ই দেওয়া হবে।।

লঞ্চ ডেট:

একটি খবর ছড়িয়েছিল যে গুগল সেপ্টেম্বর এর 13 তারিখ লঞ্চ করবে Pixel 6,Pixel 6 Pro. কিন্ত ইতিমধ্যেই খবরটা মিথ্যা বা ভুল প্রমাণিত হয়েছে । তবে বিগত বছরগুলোতে গুগল তাদের পিক্সেল সিরিজ সেপ্টেম্বর/অক্টোবর নাগাদ সময়েই লঞ্চ করে আসছে।।

আরেকটি রিসেন্ট লিক অনুসারে গুগল অক্টোবর এর 19 তারিখ প্রি অর্ডার নেওয়া শুরু করবে।।ও অক্টোবর এর 28 তারিখ থেকে সেল শুরু হবে।।

Confirmed and rumoured specs:(via Android authority) 

Google Pixel 6 (Confirmed)

  • Screen size: 6.4 inches
  • Resolution: FHD+ (1080p)
  • Refresh rate: 90Hz
  • Rear cams: Main + Ultra-wide
  • Biometrics: In-display fingerprint
  • OS: Android 12
  • SoC: Google Tensor

Google Pixel 6 Pro (Confirmed)

  • Screen size: 6.7 inches
  • Resolution: QHD+ (1440p)
  • Refresh rate: 120Hz
  • Rear cams: Main + Ultra-wide + Telephoto (4x optical)
  • Biometrics: In-display fingerprint
  • OS: Android 12
  • SoC: Google Tensor
  • Google Pixel 6 (Rumored)
  • Front cam: 8MPBattery: 4,614mAh
    RAM: 8GB
    Storage: 128GB / 256GBGoogle Pixel 6 Pro (Rumored)Front cam: 12MP
    Battery: 5,000mAh
    RAM: 12GB
    Storage: 128GB / 256GB / 512GB

More:android authority

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here