38 C
Dhaka
Tuesday, April 16, 2024

POCO M3 এনাউন্স হল বাংলাদেশে

- Advertisement -

একমাসে আগে ইউরোপে লঞ্চ হয়েছিল POCO লাইন আপের সর্বশেষ মডেল POCO M3। তার আগের মডেল POCO X3 এর মত সম্পূর্ণ নতুন অর্থাৎ শাওমির অন্য কোনো ফোনের রিব্র্যান্ড নয়। এক মাস পার হতে না হতেই বাংলাদেশে হাজির হল এই মডেল। যদিও শাওমি বাংলাদেশের সিইও এই মাসের শুরুতেই ফেইসবুক স্ট্যাটাসে “6000+4800” এই অদ্ভুত সমীকরন দিয়ে মোটামুটি POCO M3 বাংলাদেশে লঞ্চের হিন্ট দিয়েই দিয়েছিলেন। এক সপ্তাহ আগে ফেইসবুকে অফিশিয়ালি POCO M3 লঞ্চের দিনক্ষন জানায়। ইভেন্টের সময় অনুযায়ী আজকে সকাল ১১ টায় বাংলাদেশে লঞ্চ হয়ে যায় POCO M3।

POCO M3 স্পেসিফিকেশন, কালার, ভ্যারিয়েন্ট ও বাংলাদেশের এর মূল্য ও এভাইবিলিটির বিস্তারিত থাকতে আজকের এই কভার আর্টিকেলে।

- Advertisement -

POCO M3 এর যে জিনিসটা নিয়ে প্রথমে কথা বলতে হয় সেটা হচ্ছে এর ডিজাইন নিয়ে। যদিও ডিজাইনটা অনেক কিছুদিন আগে লঞ্চ হওয়া oneplus cyberpunk edition এর মত। তা শর্তেও এই ডিডাইনটি বেশ ইউনিক ও নজরকাড়ার মত। ক্যামেরা মডিউল ও POCO ব্র্যান্ডিং এর জন্য ফোনের পিছনে একতৃতীয়াংশ জায়গা দিয়ে দেওয়া হয়েছে ঠিক উপরে। বাদ বাকি প্ল্যাস্টিক ব্যাকে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল লেদারের ফিনিশ। ফোনের ব্যাক সাইড সুন্দর করতে গিয়ে সামনের দিকে কস্ট কাটিং করতে হয়েছে যার জন্য দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নচ ও বিশাল চিনওয়ালা ডিসপ্লে। ২০২০ সালে যখন সব ফোনে পাঞ্চহোল ডিসপ্লে ব্যবহারের দিকে ঝুঁকেছে সেইখানে ওয়াটার ড্রপ নচ থেকে আপগ্রেড না হওয়া টা হতাশাজনক। এছাড়া 6.53-inch ডিসপ্লেটি IPS প্যানেলে তৈরি যার রেজ্যুলেশন হচ্ছে Full HD+ ও প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ৩।

M2’তে MediaTek G80 ব্যবহার করলেও POCO M3 তে দেওয়া হয়েছে Snapdragon 662 যার সাথে জিপিউ হিসেবে থাকছে Adreno 610। 4GB র‍্যাম ও 128GB UFS2.2 স্টোরেজ থাকছে এতে। এছাড়া বাড়তি স্টোরেজ লাগলে তা বাড়ানোর জন্য রয়েছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড।

- Advertisement -

M2’তে কোয়াড ক্যামেরা থাকলেও M3’তে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ এবং অনেক ইফেক্টিভ। ট্রিপল ক্যামেরার মেইন ক্যামেরা টা হচ্ছে 48MP আগে যেটা ছিল 16MP। যদিও এইবার আল্ট্রাওয়াইড ক্যামেরা নাই যেটা এগেইন ডাউনগ্রেড কিন্তু 2MP এর ম্যাক্রো ও ডেপথ ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্টে ওয়াটার ড্রপ নচে রয়েছে 8MP এর সেলফি শুটার।

আরেকটি বড় চমক হচ্ছে 6000mAh এর বিশাল ব্যাটারি। যা চার্জ করা যাবে বক্সেই থাকা 22.5W ফাস্ট চার্জার দিয়ে। এছাড়া ম্যানশন করার আরো কয়েকটি স্পেক হচ্ছে, সাউড মাউন্টেড ফিংগার প্রিন্ট সেন্সর, ডুয়েল স্টোরেও স্পিকার, রিভার্স চার্জিং অর্থাৎ এই ফোনকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা। লাস্টলি, আউট অফ দ্য বক্স পাওয়া যাবে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে শাওমির কাস্টম স্কিনসহ Android 10(MIUI 12)।

- Advertisement -

বাংলাদেশে ৩টি কালার- ইয়েলো, ব্লু ও ব্ল্যাক এবং দুইটি ভ্যারিয়েন্ট- 4GB+64GB & 4GB+128GB  পাওয়া যাবে।
যেখানেঃ  4GB+64GB এর মূল্য ধরা হয়েছে 14999 Taka
4GB+128GB এর মূল্য ধরা হয়েছে 15499 Taka

বিস্তারিত জানে ভিসিট করতে পারেন অফিশিয়াল ওয়েবসাইট – POCO M3

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here