27 C
Dhaka
Wednesday, March 27, 2024

realme Narzo 20 এর মাধ্যমে বাংলাদেশে অফিশিয়ালি চলে এল Narzo সিরিজ

- Advertisement -

এই বছরের মে মাসে ইন্ডিয়াতে একসাথে দুইটি ফোন Narzo 10 &  Narzo 10A এনাউন্স করার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে Narzo সিরিজের। কিন্তু বাংলাদেশে এই দুইটি ফোন অফিশিয়ালি না আসলেও আজ realme Narzo 20 এর মাধ্যমে Narzo সিরিজ অফিশিয়াল হয়ে গেল বাংলাদেশে। realme বাংলাদেশে লাস্ট ফোন realme C15 এনাউন্স করেছিল প্রায় দুইমাস আগে। বছরের শেষে নতুন সিরিজের এই ফোনের এনাউন্সমেন্ট, স্পেসিফিকেশনস ও প্রাইসিং নিয়ে বিস্তারিত থাকছে আজকের কভার আর্টিকেলে।

realme Narzo 20 এ চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85 Soc যেটি একটি 12nm অক্টাকোর চিপসেট যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0GHz। গ্রাফিক্স প্রসেসিং এর জন্য থাকছে ARM Mali-G52 MC2 GPU. বাংলাদেশে শুধুমাত্র 4GB+64GB ভ্যারিয়েন্টটি অফিশিয়ালি এসেছে। তবে মাইক্রোএসডি ব্যবহারের সুবিধা থাকায় স্টোরেজ প্রয়োজনে আরো বাড়ানো যাবে।

- Advertisement -

ফোনটির ডিসপ্লে সাইজে হচ্ছে 6.5” inch যার প্যানেল হচ্ছে IPS। বরাবরের মতই ডিসপ্লের রেজ্যুলেশন হচ্ছে HD+ অর্থাৎ 720 x 1600 pixels । realme এখনো এই সেগমেন্টে পিছিয়ে আছে FHD+ না দিয়ে। এছাড়া বাজেট ডিভাইস বিধায় এতে থাকছে ওয়াটার ড্রপ নচ 8MP ফ্রন্ট ফেসিং ক্যামরাকে জায়গা করে দেওয়ার জন্য। প্রোকেটশনের জন্য কোন ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে তার জানা সম্ভব হয়নি। এছাড়া পুরো বডিটি প্লাস্টিকের তৈরি।

পিছনের রয়েছে ব্যালেন্সড কোয়াড ক্যামেরা সেটাপ। যাতে রয়েছে 48MP এর একটি মেইন ক্যামেরা সেন্সর, 8MP এর একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর, ও 2MP এর একটি ম্যাক্রো ক্যামেরা সেন্সর। HDR, Protiet, Night Mode সহ জনপ্রিয় সব মোডে ছবি তোলা যাবে। এছাড়া 1080p 60fps e ভিডিও রেকর্ড করা যাবে।

- Advertisement -

পাওয়ার হাউস হিসেবে থাকছে 6000mAh এর বিশাল ব্যাটারি। যদিও চার্জ করা যাবে সর্বোচ্চ 18W ফাস্ট চার্জার দিয়ে এবং ফাস্ট চার্জারটি বক্সেই থাকবে। 6000mAh হিসেবে 18W স্লো হলেও দিন শেষে এটি বাজেট ডিভাইস। 6000mAh এর ফোনকে প্রয়োজনে যাতে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যায় তার জন্য রয়েছে রিভার্স চার্জিং সাপোর্ট।  এছাড়া ফিংগার প্রিন্ট সেন্সর থাকছে ফোনের পিছনের অংশে।

বাংলাদেশে  Sliver Sword, Blue Blade এ দুইটি কালার পাওয়া যাবে realme Narzo 20। ফোনটির অফিশিয়াল মূল্য ধরা হয়েছে 13990 টাকা। কালকে অর্থাৎ ২৯ তারিখ দুপুর ২টায় ডারাজ ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে আরো 500 টাকা কমে অর্থাৎ 13490 টাকায়। এছাড়া দেশব্যাপী রিয়েলমির আউটলেটেও পাওয়া যাবে।

- Advertisement -

বিস্তারিত জানতে ভিজিট করতে পারবেন এইখানে

একই ইভেন্টে রিয়েলমি আরো দুইটি ডিভাইস- realme Buds Air Pro ও  realme watch S এনাউন্স করে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here