29 C
Dhaka
Thursday, April 25, 2024

5G ফোন সহ তিনটি ফোন নিয়ে Redmi note 9 সিরিজে লঞ্চ হল চায়নাতে

- Advertisement -

শিরোনাম দেখেই অনেকে ভড়কে যেতে পারেন যেহেতু মার্কেটে Redmi Note 9 সিরিজ অনেক আগে থেকে চলে এসেছে। এমনকি বাংলাদেশেও Note 9 সিরিজের সবকটি ফোন ইতিমধ্যে অফিশিয়ালি এভাইলেবল হয়ে গেছে। কিন্তু এইফোন গুলো গ্লোবালি কয়েকটি দেশে লঞ্চ হলেও চায়নাতে কোনটি লঞ্চ হয়নি। তাই কিছুটা দেরিতে হলেও Redmi Note 9 সিরিজ চায়নাতে লঞ্চ হল বেশকিছু রিফ্রেশড স্পেক নিয়ে।

চায়নাতে Redmi Note 9 সিরিজ এর আন্ডারে ৩টি ফোন লঞ্চ হলঃ-

- Advertisement -
  • Redmi Note 9 Pro 5G
  • Redmi Note 9 5G
  • Redmi Note 9 4G

সবকটি ফোনের স্পেফিসিকেশন বিশদভাবে আলোচনা করা হল-

Redmi Note 9 Pro 5G

 

- Advertisement -

Redmi Note 9 Pro 5G এটি এই সিরিজের সবচেয়ে হাই-এন্ড মডেল। যদি আমরা এর ডিজাইনের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এটি একদম খুব বেশি কমন না আবার খুব বেশি নতুন ও না। কারণ ইতিমধ্যে আমরা POCO X3 NFC বা POCO F2 Proতে অনেকটা একই রকম ডিজাইন দেখছি। অর্থাৎ ফোনটি পিছনে কোয়াড ক্যামেরার হাউসিং টি গোল। ফ্ল্যাশলাইট আলাদা করে দেওয়া বাম সাইডে। ফ্রন্টের ডিজাইন ও অনেক মুখস্থ বলা যায়, তা হল সেন্ট্রার্ড সিংগেল পাঞ্চহোল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনটির ডিসপ্লের সাইজ হচ্ছে 6.67-inch যা IPS টেকনোলজিতে তৈরি। যার কারণে এই ফোনে অবশ্যই ইন-ডিস্পলে অপটিক্যাল ফিংগার প্রিন্ট সেনসর দেওয়া সম্ভব না। তাই ফিংগার প্রিন্ট সেনসর দেওয়া হয়েছে পাওয়ার বাটনের সাথে যা মোটামুটি সব IPS ডিসপ্লের ফোনেই ব্যবহার করা হয়। AMOLED দেওয়া সম্ভব না হলেও হালের অন্যতম ট্রেন্ড হায়ার রিফ্রেশ-রেইট অর্থাৎ ১২০ হার্টেজ রিফ্রেশ রেইট সাথে ২৪০হার্টজ টাচ স্যাম্পলিং রেইট দেওয়া হয়েছে। সেই সাথে রয়েছে এডাপ্টিভ রিফ্রেশ-রেইট মানে হল প্রয়োজন অনুসারে ৩০হার্টজ থেকে ১২০হার্টজ পর্যন্ত যেতে পারবে যা ব্যাটারি সেইভিং এর জন্য খুবই গুরুত্বপূর্ন। ফুল এইচডি প্লাস ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ সামনে ও পিছনে।

চিপসেট হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 750G। ধন্যবাদ শাওমিকে সেই Snapdragon 720G(সাথে 730G ও 732G) থেকে সরে এসে নতুন এই চিপ্সেট ব্যবহার করার জন্য। এটি একটি ৮ ন্যানো মিটার ফ্যাব্রিকেশনের তৈরি চিপসেট। এতে রয়েছে ৮টি কোর যার মধ্যে দুইটি Cortex A77 চলবে 2.2GHz স্পিডে আর ছয়টি Cortex A55 1.8GHz  ক্লক স্পিডে চলবে। এই চিপসেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর 5G সাপোর্ট যা তার পূর্ববর্তী চিপসেট গুলোতে করত না। এটিতে যে 5G মডেম(X52) ব্যবহার করা হয়েছে তা হুবহু 765G এর মতই। অর্থাৎ এতে sub-6 ব্যান্ড গুলোর পাশাপাশি mmWave ব্যান্ড গুলোও রয়েছে যার কারণে ফুল 5G এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এছাড়াও রয়েছে কোয়ালকমের ফিফথ জেনারেশনের এআই ইঞ্জিন। লাস্ট বাট নট লিস্ট জিপিউ হিসেবে দেওয়া হয়েছে Adreno 619.

এই ফোনের অন্যতম আপডেট হচ্ছে মেইন ক্যামেরা সেনসরটি। কারন আমরা এইবছরে বাজট , মিড বাজেটের ফোন এমনকি ক্ষেত্রবিশেষে কিছু মিড-টূ-হাই বাজেটের ফোনেও ৬৪ মেগা পিক্সেলের সেন্সর ব্যবহার করা হচ্ছে। সেইখানে শাওমি এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করেছে। যা রীতিমত একটা গুড মুভ। কিন্তু পার্ফমমেন্স কেমন হবে তা এখনি বলা মুশকিল। সো, মেইন ক্যামেরা সেন্সরটি হল 108MP Samsung HM2,। বাদবাকি তিনটি ক্যামেরার স্পেক অনেকটা মুখস্থ বলে দেওয়া যায়। তা হল ৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা , ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপ্থ ক্যামরা। শেষের দুইটি ক্যামেরা না দিয়ে চাইলে একটা ৮ বা ৫ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দিলে আরো বেশি ভাল হত। কিন্তু ৪টা ক্যামেরা দেওয়া তো একটা ট্রেন্ড এই ট্রেন্ডে গা না ভাসালে কেমনে কি?। ফ্রন্ট ফেইসিং ক্যামেরা সেন্সরটি হচ্ছে ১৬ মেগাপিক্সেলের।

- Advertisement -

তাছাড়া আরো কয়েকটি আপগ্রেড রয়েছে যা সাধারণত মিড-বাজেটে দেখা যায় নাহ। যেমনঃ এই ফোনে দেওয়া হয়েছে IP53 স্প্ল্যাশ ও ডাস্টফ্রুফনেস। স্টেরিও স্পিকার এনএসফি। ব্যাটারি সাইজ হচ্ছে ৪৮২০ এমএএইচ যা চার্জ করা যাবে ৩৩ওয়াট ফাস্ট চার্জার দিয়ে। লিকুইড কুল থেকে শুরু করে প্রয়োজনীয় সব সেন্সর দেওয়া হয়েছে।

৬জিবি থেকে ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি থেকে ২৫৬জিবি পর্যন্ত UFS2.2 স্টোরেজ। তিনটি কালার গ্রে, ব্লু, রেড/মিন্ট পাওয়া যাবে। ডিসেম্বর থেকে প্রি-সেল শুরু হবে চায়নাতে যার দাম হচ্ছে-

6GB + 128GB (1599 yuan/$243),
8GB + 128GB (1799 yuan/$274),

8GB + 256GB (1999 yuan/$304)

Redmi Note 9 5G

 

নন-প্রো ভার্সনটি দেখতে অনেকটা প্রো ভার্সনের মতই বডি ল্যাঙ্গুয়েজে। কিন্তু দেখতে একই হলেও স্পেসিফিকেশন এর দিকে অনেক বেশি পার্থক্য। চিপসেট হিসেবে Redmi Note 9 5Gতে দেওয়া হয়েছে MediaTek dimensity 8000U। ৭  ন্যানো মিটার ফ্যাব্রিকেশনের তৈরি এই চিপসেটটি এনাউন্স করা হয় এই বছরের অগাস্টে। এই চিপসেটি ২+৬ কোর দিয়ে সাজানো।যার মধ্যে ২টি কোর হচ্ছে Cortex A77 অন্য ৬টি হচ্ছে Cortex A55। এই চিপসেটের বিশেষত্ব হচ্ছে এই চিপসেটে ডুয়েল সিম 5G সাপোর্টেড। এছাড়া জিপিউ হিসেবে আছে Mali-G57 MC3।

6.53 ইঞ্চির ডিসপ্লের এই ফোনে চিপসেট হায়ার রিফ্রেশ রেইট সাপোর্ট করলেও এতে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেইট। প্রোটকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ কিন্তু ফোনটির ব্যাক সাইড প্লাস্টিকের। ফুলএইচডি ডিসপ্লটি হচ্ছে LCD।

ট্রিপল রেয়ার ক্যামরা সেটাপে রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সরসহ একটি মেইন ক্যামেরা অন্য দুইটির মধ্য একটি হচ্ছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো। সাথে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ১৩ মেগাপিক্সেলের। এছাড়া IR bluster এবং স্টেরিও স্পিকার ও রয়েছে। ব্যাটারি সাইজের দিকে এটি প্রো ভার্সন থেকে কিছুটা এগিয়ে অর্থাৎ এইখানে পুরো ৫০০০ এমএএইচ দেওয়া হয়েছে যা চার্জ করা যাবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে।

প্রো ভার্জনের মত এটি ৬জিবি থেকে ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি থেকে ২৫৬জিবি পর্যন্ত UFS2.2 স্টোরেজে পাওয়া যাবে। সাথে রয়েছে ৩টি কালার  যথাক্রমে- গ্রে,গ্রিন,ভায়োলেট। ভ্যারিয়েন্ট অনুয়ায়ি মূল্য হচ্ছে-

6GB + 128GB (1299 yuan/$198),
8GB + 128GB (1499 yuan/$228),
8GB + 256GB (1999 yuan/$258)

Redmi Note 9 4G

 

নেমিং দেখে অনেক ভাবতে পারে এটি বোধহয় গ্লোবালি লঞ্চ হওয়া Redmi Note 9 এই হবে কিন্তু এটা মোটেও এমন না। বরং এটা কিছুদিন আগে রিলিজ হওয়া POCO M3 এরই রিব্র্যান্ড বলা চলে। POCO M3তে পিছনে Oneplus 8T এর সাইবারপাঙ্ক এডিশনের মত ক্যামেরা কাটআউট করেছিল কিন্তু Redmi Note 9 4Gতে এসে নর্মাল লেফট সাইডে রাউন্ড শেপড ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে। বাদবাকি সবই একই। স্পেসিফিকেশন একটু  রি-ক্যাপ করলে দেখা যাচ্ছে এতে রয়েছে Snapdragon 662 চিপসেট, 6.53 ইঞ্চির FHD+ LCD panel(কর্নিং গরিলা গ্লাস ৩), ৪জিবি ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি থেকে ২৫৬জিবি পর্যন্ত UFS2.2 স্টোরেজে এবং ৬০০০ এমএএইচের বিশাল ব্যাটারি কিন্তু চার্জের জন্য মাত্র ১৮ওয়াটের ফাস্ট চার্জিং যা দিয়ে অনেক সময় লেগে যাবে। ক্যামেরা সেকশনে Note 9 5G এর সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে। এখানেও ট্রিপল ক্যামেরা যার একটি ৪৮ মেগা পিক্সেলের অন্য দুইটি ২ মেগাপিক্সেলের ডেপথ ও ৮ মেগা পিক্সেলের আল্ট্রাওয়াইড। অনেকগুলো কালার যা হল- গ্রে, গ্রিন, ব্লু ও অরেঞ্জ ইত্যাদি কালারে পাওয়া যাবে। এই ফোন চায়নার বাজারে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে মূল্য হল-

6GB + 128GB (999 yuan/$152),
6GB + 128GB (1099 yuan/$167),
4GB + 128GB (1299 yuan/$198),
8GB + 256GB (1499 yuan/$228) 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here