39 C
Dhaka
Wednesday, April 24, 2024

KFC এর KFConsole: খাওয়া এবং Gaming এবার একসাথে

- Advertisement -

জুন মাসে যখন KFC ঘোষণা দিলো যে তারা নিজেরাই আনতে যাচ্ছে একটি Console, অনেকেই হেসে উড়িয়ে দিয়েছিলেন। কিন্ত শেষমেশ দেখা যাচ্ছে যে তারা তাদের ঘোষণাকে সত্যি করেই ছাড়লো। KFC Reveal করেছে তাদের নতুন Console KFConsole। চলুন জেনে নেওয়া যাক এই অদ্ভুত জিনিসটির সম্পর্কে।

KFC’s KFConsole Design:

KFC এর কনসোলটি মুলত Cooler Master এর NC100 কেসিং এর Custom Version এর মোড়কে আসবে। অর্থাৎকনসোলটি মুলত Cooler Master ই বানাচ্ছে বলা যায়। তাদের অফিশিয়াল ওয়েবসাইটেও KFConsole এর একটি পেজ ইতিমধ্যেই পাবলিশ হয়েছে।Swedish craftsman “Timpelay” এর নেতৃত্বে Cooler Master এর  Mod Team কাজ করেছে এই কনসোলটি বাস্তবায়নে।

- Advertisement -

কনসোলটি দেখতে অনেকটা hotwings bucket এর মত, এর মধ্যে আলাদা Chicken chamber বা compartment রয়েছে Hitsink এর উপরে যেখানে গেমিং এর সময় Chicken wings বা অন্য কোনো খাবার আপনি প্রস্তুত করতে পারবেন। কিছু Angle এ অনেকটি Rice cooker এর মত ও দেখতে লাগছে কনসোলটিকে।Compartment টির উপরেই রয়েছে KFConsole এর বড় লোগো। Compartment টির নিচের দিকে একটি Power Button রয়েছে। নিচের Curved Edge টিতে Neon Light দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।

- Advertisement -

KFC’S KFConsole Specs:

গেমারদের ইন্টারেস্টের জায়গার বেশিরভাগটাই থাকে Specs, এক্ষেত্রেও ব্যতিক্রম হবার সুযোগ নেই।Twitter এ অফিশিয়ালভাবে Reveal করার সময় KFC বড় করে Tagline দিয়েছে “The console wars are .” অর্থাৎ তাদের দাবী হলো Console এর জগতে অনেক Powerful কিছুই তারা নিয়ে আসতে যাচ্ছে বা নিয়ে এসেছে এবং সেটি দিয়ে Console জগতের War এর অবসান তারা ঘটিয়ে ফেলেছে। VR, 4k, 240FPS,Up to 240hz output এর মত চটকদার এবং আকর্ষনীয় ফিচার বিজ্ঞাপনে দিয়েছে তারা । সুতরাং এখান থেকে আচ করা যেতে পারে যে কনসোলটির specs যথেষ্ট ভালো হবে। 

যাই হোক, প্রাথমিকভাবে যা জানা গিয়েছে KFC এর KFConsole এ Intel এর Intel NUC 9 Extreme Compute Element এর প্রসেসর, সম্ভবত Intel Core i9-9980HK প্রসেসরটি থাকবে।

- Advertisement -

সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে বোর্ড পার্টনার Asus এর Dual Mini GeForce RTX graphics card কার্ড থাকবে। তবে সেটি Turing নাকি Ampere,অর্থাৎ 30 সিরিজ নাকি 20 সিরিজ সে সম্পর্কে কিছু নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে যেহেতু RTX 30 সিরিজ এসেই গিয়েছে এবং 30 সিরিজের RTX পারফর্মেন্স অনেক ভালো তাই আশা করা যেতেই পারে আমরা Ampere এর কার্ড দেখতে পাবো।

স্টোরেজ সেকশনে KFC’s KFConsole এ থাকতে পারে 32 গিগাবাইট র‍্যাম এর সাথে Seagate এর 1TB PCIe SSD।

***কিছু কিছু specs কনফার্মড নয়***

KFConsole’s Release Date and Price:

দাম এবং বাজারে আসার তারিখ এখন পর্যন্ত কিছু জানা যায়নি তবে ২০২১ সালে এই কনসোলটি বাজারে আসবে এতে কোনো সন্দেহ নেই। Core i9 9900HK, Asus RTX GPU, 1TB SSD এগুলো বিবেচনায় আনলে কনসোলটির প্রাইস খুব কম আশা করার সুযোগ একেবারেই নেই।

ট্রেইলার এবং অফিশিয়াল টুইটঃ

https://twitter.com/kfcgaming/status/1341428570388901891

 

আপনার পিসিতে কি Heating সমস্যা রয়েছে, সেক্ষেত্রে নিচের পোস্টটি থেকে পেতে পারেন বেশ কিছু সমাধানঃ

Heating Issue: কিছু কারণ ও সমাধান

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here