38 C
Dhaka
Tuesday, April 16, 2024

উইন্ডোজ 10 এর বিল্ট-ইন অ্যাপ্লিকেশনগুলো সহজেই আনইনস্টল করবেন যেভাবে।

- Advertisement -

আপনি যদি উইন্ডোজের লেটেস্ট ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয় এতক্ষণে লক্ষ্য করে থাকবেন যে উইন্ডোজ ১০য়ে আগে থেকেই কিছু অ্যাপস প্রি-ইন্সটল করা অবস্থায় থেকে থাকে। আপনি যদি হার্ডডিক্স ইউজার হন তাহলে এগুলো নিয়ে তেমন মাথাব্যাথার কারণ নেই কিন্তু লিমিটেড SSD ব্যবহার করলে উইন্ডোজ ড্রাইভে যত কম প্রেসার রাখা যায় ততই আপনার জন্য ভালো। আর এই বিল্ট-ইন অ্যাপ তেমন বেশি হিউজ হার্ডডিক্স স্পেস খায় তেমনও না, কিন্তু এদের মধ্যে এমন কিছু অ্যাপ থাকে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জীবনে কোনদিনও ব্যবহার করেননি এবং করবেন ও না, তাহলে শুধু অ্যাপ রেখে কি লাভ?

আর মূল সমস্যা হচ্ছে আপনি স্বাভাবিক ভাবে কনট্রোল প্যানেল থেকে এই সকল অ্যাপকে আনইন্সটল করতে পারবেন না। তবে তার মানে এই না যে একে আনইন্সটল করাই যাবে না! তো চলুন দেখে নেই কিভাবে এগুলো মুছে ফেলবেন।

- Advertisement -

ধাপসমূহ:

১/ ড্রপ-ডাউন মেনু থেকে আনইনস্টল করুন :


এই সকল অ্যাপকে সবথেকে সহজ পদ্ধতিতে আনইন্সটল করার উপায় হচ্ছে স্টার্ট মেন্যু থেকে রাইট ক্লিক করে আনইন্সটল করে দেওয়া। তবে সব ধরণের বিল্ট ইন অ্যাপ এখানে পাবেন না।

২/ পাওয়ারশেলের সাহায্যে আনইনস্টল করুন :

- Advertisement -

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাওয়ারশেলের অনেক ব্যবহার রয়েছে । আপনি এটি বিল্ট-ইন অ্যাপ্লিকেশনগুলি মুছে ফেলতে ব্যবহার করতে পারেন । উইন্ডোজ পাওয়ারশেলের মাধ্যমে উইন্ডোজ 10 এর বিল্ট-ইন অ্যাপস আনইনস্টল করতে নীচে দেয়া কয়েকটি সাধারণ পদ্ধতি অনুসরণ করুন :
ক) উইন্ডোজ 10 সার্চ বারে পাওয়ারশেল টাইপ করুন । পাওয়ারশেলের উপর Right-click করুন এবং সিলেক্ট করুন ‘Run as administrator’।


খ) এখন পাওয়ারশেলে নীচের কমান্ডটি টাইপ করুন :

Get-AppxPackage | ft Name, PackageFullName -AutoSize

এই কমান্ডটি আপনাকে বর্তমান ব্যবহারকারীর সব ইনস্টলড অ্যাপ্লিকেশনগুলির একটি তালিকা দেখাবে ,

- Advertisement -

গ// কোন নির্দিষ্ট অ্যাপ মুছে ফেলতে ,কমান্ডটি টাইপ করুন :

Get-AppxPackage *xboxapp* | Remove-AppxPackage

বি:দ্র: এথানে xboxapp এর স্থানে আপনার আনইন্সটল অ্যাপের নাম লিখে দিবেন শুধু।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here