29 C
Dhaka
Wednesday, April 24, 2024

বহুল প্রতীক্ষার পর উন্মুক্ত হলো Cyberpunk 2077 এর System Requirements -দেখে নিন

- Advertisement -

শেষপর্যন্ত CD ProjekT Red উন্মুক্ত করলো Cyberpunk 2077 এর System Requirements. দেখলে অনেকটা অবাকই হবেন বলা যায়। আট বছরেরও বেশি সময় ডেভেলপমেন্টে থাকা গেমটির ভালোই অপ্টিমাইজেশন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আপনার যদি লো-মিড টায়ারের পিসি থেকে থাকে তাহলেই আপনি স্বাদ নিতে পারেন তুমুল হাইপ তোলা এই গেমটির। CD ProjekT মিনিমাম ও রিকোমেন্ড দুই সিস্টেম রিকুয়ারমেন্টই উন্মুক্ত করেছে। চলুন দেখে নেয়া যাক।

Cyberpunk 2077 minimum system requirements

  • OS: 64-bit Windows 7 or 64-bit Windows 10
  • DirectX Version: DirectX 12
  • Processor: Intel Core i5-3570k or AMD FX-8310
  • Memory: 8GB
  • Graphics card: Nvidia GTX 780 3GB or AMD Radeon RX 470
  • Storage: 70 GB HDD (SSD recommended)

Cyberpunk 2077 recommended system requirements

- Advertisement -
  • OS: 64-bit Windows 10
  • DirectX Version: DirectX 12
  • Processor: Intel Core i7-4790 or AMD Ryzen 3 3200G
  • Memory: 12GB
  • Graphics card: Nvidia GTX 1060 6GB or AMD Radeon R9 Fury
  • Storage: 70 GB SSD

যা ধারণা করা হচ্ছিলো তার আশেপাশেই নেই এই সিস্টেম রিকুয়ারমেন্ট। বিশেষ করে জিপিউ-এর ক্ষেত্রে, যেখানে এনভিডিয়া সম্প্রতি তাদের নতুন ৩০০০ সিরিজের জিপিউ রিলিজ করেছে। আর হার্ড ড্রাইভ স্পেসের দিকে দেখলে বলা যায় Call of duty Modern Warfare-এর একটি আপডেটের সমান এই পুরো গেমটি।

আপনার যদি RTX সিরিজের কার্ড থেকে থাকে তাহলে রে ট্রেসিং-ও উপভোগ করতে পারবেন এই গেমে। যদিও ২০১৮ সালের E3-তে CD ProjekT নিমোক্ত কনফিগারেশন ব্যবহার করেছিলোঃ

  • CPU: Intel Core i7 8700K at 3.70GHz
  • Motherboard: Asus ROG Strix Z370-I Gaming
  • RAM: 32GB of G.Skill Ripjaws V DDR4 RAM with a speed of 3,000MHz
  • GPU: Nvidia GeForce GTX 1080Ti
  • Storage: Samsung 960 Pro 512GB SSD
  • PSU: Corsair SF600W power supply

হাই কনফিগ ছাড়াও যেহেতু গেমটি খেলা যাবে, এটা আর বলার অপেক্ষা রাখেনা যে গেমটির আরও বড় ফ্যানবেজ তৈরি হতে যাচ্ছে শীঘ্রই।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here