29 C
Dhaka
Sunday, March 17, 2024

কেমন হতো যদি BDIX স্পিডে সবকিছুই ডাউনলোড করা যেত???

- Advertisement -

শুরুতেই একটা স্পয়লার দিয়ে দেই! যারা কিছুদিন আগে আমার ”Steam এর স্পিড বাড়িয়ে নিন! (ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য)” এই পোষ্টটি পড়েছেন এবং প্রয়োগ করেছেন তাদের অনেকেই এই পদ্ধতিটি নিজে থেকেই আবিস্কার করে ফেলেছেন! হাহাহাহা! তবে বাকিরা যারা এখনো ওই পোষ্টের লুকানো মেসেজটি এখনো খুঁজে বের করতে পারেননি তাদের জন্যই আজকের এই পোষ্ট!

যারা ব্রডব্যান্ড ইউজার রয়েছেন তাদের কাছে BDIX কথাটি বেশ পরিচিত এবং আমাদের সবাই (ব্রডব্যান্ড ইউজার) কম বেশি BDIX এর সার্ভারগুলো ব্যবহার করে থাকি। আর সার্ভার থেকে কোনো কিছু নামালে লক্ষ্য করে দেখবেন যে বুলেটের গতিতে ডাউনলোড হয়ে থাকে। আবার দেখবেন যে ইউটিউবে / নেটফ্লিক্সে ভিডিও দেখার সময়ও দেখবেন যে স্পিড অটো বেড়ে যায়! কিন্তু কেন?
এছাড়াও অনেক ISP গুগলের ক্যাশ সার্ভার ব্যবহার করে বিধায় গুগল ড্রাইভ থেকেও আপনি বেশি স্পিড পেয়ে থাকেন। কিন্তু আমি এখন যদি বলি এই স্পিডটি যদি সম্পূর্ণ সিস্টেমেই টানেল করে নেন তাহলে কেমন হবে!?
মানে নরমাল ডাউনলোড করলেও আপনি BDIX এর স্পিডে ফাইলটি নামাতে পারবেন।

- Advertisement -

[BDIX স্পীডে ডাউনলোডের জন্য FTP server এর লিস্ট পাবেন এই লিঙ্কে]

যেমন আমার নেট স্পিড হচ্ছে ৩ মেগাবাইটের। আর উপরে দেখুন একটি BDIX সার্ভার থেকে আমি 500Mbps স্পিড পাচ্ছি। আর আজকের পদ্ধতিটি প্রয়োগের পর একটি নরমাল ফাইল থেকে:

- Advertisement -

আমি ১৪ মেগাবাইটের স্পিড পাচ্ছি! তো চলুন দেখে নেই কিভাবে সহজেই আপনার পুরো সিস্টেমের নেট স্পিড BDIX এর মতো করে নিবেন।

বি:দ্র: যাদের ISP থেকে বিডিআইএক্স এর জন্য আলাদা স্পিড দেওয়া নেই তাদের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবে না।

- Advertisement -

ধাপসমূহ:

প্রথমে আপনাকে Proxifier নামক একটি ছোট্ট টুল ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। স্যান্ডর্ডাট এডিশনটা নামাবেন এবং ইন্সটল করবেন। তারপর এখানে ক্লিক করে কী নিয়ে একটিভ করে নিন।

ওপেন করুন।

এবার ProxyBD সাইটে চলে যান এখানে ক্লিক করে। অথবা নিচের লিংকে ক্লিক করুন:

http://proxydb.net/?protocol=socks4&country=BD

এখানে আমি আগে থেকেই বাংলাদেশ এবং SOCKS4 সার্ভার দিয়ে রেখেছি । আপনি শুধু রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে দেশের অনেক ISP এর আইপি লিস্ট আকারে আপনার সামনে চলে এসেছে।

লিস্ট থেকে যে আইপির RTime সবথেকে কম সেটা বেছে নিন। এবার আপনি এবং পোর্টটিকে কপি করে নিয়ে Proxifier এ এড করে দিন।

এড করার সময় খেয়াল রাখবেন যাতে নিচের use SOCKS 4A extention বক্সে টিক দেওয়া থাকে।

তারপর Proxificaiton Rules য়ে গিয়ে Default এর ঘরে দেখবেন Direct দেওয়া থাকবে। সেখান থেকে আপনি যে আইপি সেট করেছেন সেটা সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসুন।

ব্যাস হয়ে গেল! Proxifier কে মিনিমাইজ করে রাখুন। কেটে দিবেন না। মিনিমাইজ করে এবার নরমাল কিছু ডাউনলোড / আপলোড দিয়ে দেখুন। স্পিড কত বেড়ে গিয়েছে!

- Advertisement -

71 COMMENTS

  1. kno kaj e kora nah please akta solution dan vie speed nea o khub bipod a asi 1 MBps thaklao 128 kb speed pai r cantonment a akta e service provider thakai change o korta partesi nah thik kora dea galao 1 rat thik thaka tar por abar ja ta e hoya jai.

  2. J bolse kaj kore na se ekta vodai..
    Kaj na korle aroo proxy try kore.. 20-30 min lagay try koren..kaj buji kore na..
    Onek din jabot idm e proxy kore use kortam kaj korto..
    Akhon ai software ta te kori..kaj kore..
    Hea onek somoy 10-20 ta proxy try korar por kaj kore..
    Ami. Gram side e thaki 3mbps er bill 800taka rakhe.. 340-360kbps download speed..
    Proxy use kore 15-50 mbps pai
    Jekhane download speed 1.5mbps – 5mbps..
    Aita te bhai ami happy

    300 kb er jaygay 2mb paile kar kharap lagbe?

    Thanks pcbbd❤️

  3. “এবার ProxyBD সাইটে চলে যান এখানে ক্লিক করে।”
    Ekhane to kono clickable link pacchi na. Kivabe proxyBD site e jabo?

    • manually chole jan…google korlei proxydb er site peye jaben,,,r nahole link ei j diye dicchi-http://proxydb.net/?protocol=socks4&country=BD

  4. লিনাক্সের জন্য প্রক্সিফায়ার নেই। এটার অলটারনেটিভ কোন সফটওয়্যার আছে কি ? উপায় থাকলে প্লিজ জানাবেন

  5. আমার 2 এমবি র লাইন।আমি speedtest.net a 90mb দেখায় এই speed use করার কি কোন trick ase

  6. Asssalamualaikum vaiya, apnar dewa trick ta awesomely kaj kortese. Believe hocche na eto speed pacchi!!! Thank you so much for teaching us this useful trick. Best of luck brother!!

  7. Fahad vai…apnake onk dhonnobad….post ta paisilam ek friend er kollane…tokhon amar isp te sudhu ekta sever ei bdix speed paito..tai ei tricks kaje lagaite pari nai….kintu Alhamdulillah ekhon amar isp sob server ei bdix speed diyeche..tai tricks ta kaje lagate parchi….onek dhonnobad vai apnake ei tricks ta dhare korar jonno….

    • ftp er jonno to speed dewai ase….20-80 mbps dey maximum isp…..oi speed na use kore kosto koira ei trick khataben keno?? ei trick onno web thika download er jonno jegulay bdix speed pay na…

    • হুম, তবে মোবাইলের রুট অ্যাকসেস থাকা লাগবে।

  8. Normally browsing speed onek bere geche, Skillshare a video class dekhi aro fast but idm diye download dile problem kore, speed pai ager moto kokhono crush kore

    • ISP তে যদি “সত্যিকার” টেকনোলজি জ্ঞান সম্পন্ন কেউ থাকে তাহলে অবশ্যই বুঝবে। আর লসের কিছু নেই এখানে, আপনি বেশি স্পিড টেনে নিলে আপনার শেয়ারড লাইনের অনান্যদের নেট চালাতে একটু সমস্যা হবে এই আরকি।

  9. ভাই এই Proxyfier সফটওয়ার টাকে একটিভ করবো কিভাবে, একটিভ করতে গেলে Error 521 আসে।
    এখন আমি কি করে Proxyfier সফটওয়ার টাকে একটিভ করবো। কেউ জানলে একটু সাহায্য করবেন প্লিজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here