অফিসিয়াল রিলিজের আগেই থাইল্যান্ডে বাজেট কফিলেক মাদারবোর্ড বিক্রি শুরু!

বাজেট কফিলেক মাদারবোর্ডের লঞ্চ আরো ১১ দিন পর কিন্তু থাইল্যান্ডে এখনি শুরু হয়ে গেল ইন্টেলের ৮ম জেনারেশনের কোর প্রসেসর কফিলেক সিরিজের বাজেট মাদারবোর্ডের বিক্রি। অফিসিয়াল তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত কোন রিভিউয়ারের কাছে রিভিউ কপি পৌঁছায়নি। আর আন্তর্জাতিক রিটেইলারদের কাছে পৌঁছে গেলেও তারা এখনো স্টকে রেখে দিয়েছেন। তাই অফিসিয়াল রিলিজের আগে দোকানের মধ্যে এসব কম্পোনেন্টের দেখা পাওয়া অনেকটাই সারপ্রাইজিং বটে। তবে বেশ কিছু থাই স্টোরের এমন রেকর্ড আছে খুব আর্লি শিপমেন্ট এনে অফিসিয়াল রিলিজের আগেই ক্রেতাদের ডিমান্ড পূরণের জন্য স্টোরে প্রোডাক্ট সেলের জন্য এলোকেট করে দেয়।

এই ঘটনা থেকে কনফার্ম করা যায় বাংলাদেশের ইম্পোরটাররাও অফিসিয়াল রিলিজ টার্গেট করে কফিলেক সিরিজের মাদারবোর্ড এবং বাকি আনরিলিজড বাজেট ও মিড লেভেল প্রসেসর আনছেন এবং অফিসিয়াল রিলিজের দিনেই আমরা মার্কেটে দেখতে পাব এসব কম্পোনেন্টকে।

মডেল ভেদে H310 মাদারবোর্ড আপনারা পাবেন ৫৩০০ টাকা থেকে ৬৮০০ টাকায়, B360 মাদারবোর্ড থাকবে ৬৫০০ টাকা থেকে ১১ হাজার টাকার মধ্যে আর H370 মাদারবোর্ড এভেলেবল হবে ৯০০০ টাকা থেকে ১৪ হাজার টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here