জিপিউ মার্কেটে ঝড় তুলতে ‘Colorful’ আসছে বাংলাদেশে

বাংলাদেশে নতুন ব্র্যান্ড ‘Colorful’

বাংলাদেশের বাজারে ASUS, MSI, Galax এর মত মেজর ব্র্যান্ড গ্রাফিক্স কার্ড মার্কেট দখল করে রাখলেও তাদেরকে ভালো মানের কম্পিটিশন প্রদান করার জন্য দেশের কম্পিউটার মার্কেটে নতুন ঢুকেছে চাইনিজ জিপিউ ‘Colorful‘ ব্র্যান্ড। এই ব্র্যান্ড চাইনিজ হলেও তাদের জিপিউ এবং মাদারবোর্ড বাঘা বাঘা ব্র্যান্ডদের প্রোডাক্টদের ভালো কম্পিটিশন দিয়ে আসছে। দামে কম হলেও প্রোডাক্ট হাই কোয়ালিটি হবার কারণে চাইনিজ গেমার সহ ইন্টারন্যাশনাল গেমার ও ইন্থুজিয়াস্টদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উদাহরণ স্বরূপ বলা যায়, তাদের প্রিমিয়াম ৭৭ হাজার টাকার RTX 2080 বাজারে এভেল্যাবল থাকা ৯০/৯৫ হাজার টাকা দামের জিপিউর সমান গেমিং ও থার্মাল পারফর্মেন্স দিতে সক্ষম।

এই ব্র্যান্ড সম্পর্কে একটি জিনিস আপনাদের জানা প্রয়োজন। ASUS এর মত এটিরও একটি সাব গেমিং ব্র্যান্ড রয়েছে যা ‘iGame‘ নামে পরিচিত। এই সাব ব্র্যান্ড নামধারী প্রোডাক্টগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির। নীচে বাংলাদেশে এভেলেবল থাকা Colorful ব্র্যান্ডের সকল জিপিউর মডেল এবং দাম দেয়া হল।

RTX 2080 ti

iGame GeForce RTX 2080 Ti Advanced OC 1,16,000 Taka

RTX 2080

iGame GeForce RTX 2080 Advanced OC 77,000 Taka
Colorful GeForce RTX 2080 CH 71,000 Taka

RTX 2070

iGame GeForce RTX 2070 Ultra OC 58,000 Taka
iGame GeForce RTX 2070 Ultra  50,000 Taka
Colorful GeForce RTX 2070 8G 48,000 Taka

RTX 2060

iGame GeForce RTX 2060 Ultra 36,000 Taka
Colorful GeForce RTX 2060 GT 33,500 Taka

GTX 1060

iGameGTX1060 U-TOP-6G 27,000 Taka
iGame GTX1060 Vulcan U 6G 25,000 Taka
Colorful GTX1060 Mini OC 6G (Single Fan) 24,000 Taka
iGame GTX1060 Vulcan U 3G 20,000 Taka

GTX 1050 ti

iGame GTX1050Ti Vulcan U 4G 16,000 Taka
Colorful GTX1050Ti LP 4G 15,000 Taka
Colorful GTX1050Ti Mini OC 4G (Single Fan) 14,000 Taka
Colorful GTX1050Ti NB 4G 14,000 Taka

GTX 1050

Colorful GTX1050 NB 3G 12,000 Taka

GT 1030

Colorful GT1030 2G V3 7,100 Taka

উপরের দামের লিস্ট দেখে বুঝতে পারছেন প্রতিটি মডেলের গ্রাফিক্স কার্ডে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেকটা কম মূল্যেই আপনারা জিপিউ পাচ্ছেন। দাম কম হলেও যতটুকু দেখা হয়ে আসা হয়েছে, তাতে এই পর্যন্ত Colorful নিয়ে তেমন কোন নেগেটিভ রিয়েকশন দেখা যায় নি। আশা করা যাচ্ছে, এই প্রাইস পয়েন্টে Colorful বাংলাদেশে এভেল্যাবল থাকা জিপিউ ব্র্যান্ডদের বেশ ভালো মানের কম্পিটিশন অফার করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here