নেক্সট জেন জিপিউ RTX 2080 ti, RTX 2080 & RTX 2070 এর অফিসিয়াল এনাউন্সমেন্ট

সকল গেমার এবং ইন্থুজিয়াস্টদের ঈদ মুবারক। আর রোজার ঈদ না হলেও কুরবানির ঈদের সালামি হিসেবে Nvidia আপনাদের জন্য এনাউন্স করেছে তাদের নেক্সট জেনারেশনের RTX 2000 সিরিজের জিপিউ। এম্পিয়ার নয়, ভোল্টাও নয়, এই RTX সিরিজের জিপিউর আর্কিটেকচার হিসেবে থাকছে Turing। এই আর্কিটেকচারের দেখা আমরা গত সপ্তাহে Siggraph 2018 এ এনভিডিয়ার কনফারেন্সে দেখতে পাই। যদিও বহুদিন যাবত এই 2000 সিরিজের জিপিউ নিয়ে অনেক লিক হয়ে আসছিল, কিন্তু লিকগুলো কিভাবে যেন সত্যি হয়ে গেল। গত ২০ আগস্ট ২০১৮ সোমবার এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও জেনসেন হুয়াং তাদের Gamescom 2018 এর ইভেন্ট Nvidia Geforce Gaming Celebration এ অফিসিয়ালি এই তিনটি কার্ডের এনাউন্সমেন্ট করেন।

শুরুতেই আসছে এনভিডিয়ার ফ্ল্যাগশিপ তিনটি মডেল RTX 2080 ti, RTX 2080 এবং RTX 2070। এই তিনটি কার্ডের মধ্যে মেমোরি কনফিগারেশন আমরা আগের জেনারেশনের মতই দেখতে পাচ্ছি। তবে পার্থক্য শুধু একটিই, এখানে ব্যাবহার করা হবে ফাস্টার GDDR6 মেমোরি মডিউল। 2080 ti এ আপনারা পাবেন ১১ জিবি GDDR6 মেমোরি এবং 2080 ও 2070 তে আপনারা পাবেন ৮ জিবি GDDR6 মেমোরি।

যদি দাম হিসেব করা হয় তাহলে 2080 ti হবে সবেচেয়ে দামি জিপিউ, এরপরে আসছে 2080 এবং সবশেষে 2070। 2080 ti এর আন্তর্জাতিক বাজার মূল্য করা হয়েছে ১২০০ ইউএস ডলার / ১১০০ ব্রিটিশ পাউন্ড / ১২৫০ ইউরো। 2080 আপনারা পাচ্ছেন ৮০০ ইউএস ডলার / ৭৫০ ব্রিটিশ পাউন্ড / ৮৫০ ইউরো তে। সবশেষে 2070 আপনারা পাবেন ৬৪০ ইউএস ডলার / ৫৭০ ব্রিটিশ পাউন্ড / ৬৪০ ইউরো তে। নীচে কার্ড তিনটির স্পেসিফিকেশন ও ফিচার দেখে নিন।

Model RTX 2080 ti RTX 2080 RTX 2070
GPU Architecture 12nm TU102-300A 12nm TU104-400A 12nm TU104-350 ?
CUDA Cores 4352 2944 2304
Base Clock 1350 MHz 1515 MHz 1410 MHz
Boost Clock 1635 / 1545 MHz 1800 / 1710 MHz 1710 / 1620 MHz
Memory 11GB GDDR6 8GB GDDR6 8GB GDDR6
Memory Bus 352-bit 256-bit 256-bit
Memory Bandwidth 616 GB/s 448 GB/s 448 GB/s
TDP 250W 215W 175W / 185W
MSRP 1,199 USD
1,099 GBP
1,259 EUR
799 USD
749 GBP
849 EUR
599 USD
569 GBP
639 EUR

এখন অফিসিয়ালি RTX 2080 ti এবং RTX 2080 এনভিডিয়ার ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে। কার্ড দুটি অফিসিয়ালি ইউএস, চায়না, অস্ট্রেলিয়া এবং ইউরোপ মার্কেটে এভেল্যাবল হবে সেপ্টেম্বারের ২০ তারিখ। অক্টোবরের শুরুতে রিলিজ হতে পারে RTX 2070 জিপিউ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here