38 C
Dhaka
Tuesday, April 16, 2024

গুগল থেকে যেকোনো কিছুর ডাইরেক্ট ডাউনলোড লিংক বের করবেন যেভাবে!

- Advertisement -

বাসায় ব্রডব্যান্ড নেট সংযোগ রয়েছে আর নেট থেকে কোনো কিছুই ডাউনলোড করেন না এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না! মুভি, গান, অডিও ,ভিডিও, গেমস , বই থেকে শুরু করে হরেক রকমের জিনিস প্রয়োজনে কিংবা শুধুমাত্র বিনোদনের জন্যেও আমরা ডাউনলোড করে থাকি। আর ডাউনলোডের প্রথম পর্যায়েই আমরা গুগলকে ব্যবহার করে থাকি ডাউনলোড লিংকের জন্য। কিন্তু অনেক সময়ই বেশ Exclusive বা Rare কোনো কিছুকে গুগল থেকে বের করে নেওয়া বেশ কস্টকর। অথবা আপনি এমন একটি গান খুঁজছেন যেটা আপনার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু বিশ্বব্যাপী সেটা জনপ্রিয় নয় তাহলে সেটাকে গুগলে খুঁজে বের করা ৯০%ই কস্টকর!

কিন্তু আমি যদি আপনাকে বলি আজকের এই পোষ্টটি ফলো করলে আপনি গুগল থেকে যেকোনো কিছুরই ডাউনলোড লিংক (direct) সহজেই পেয়ে যেতে পারেন?! এটা তেমন কঠিন কিছু নয়, এটা হচ্ছে একটি সাধারণ Google Search টিক্স যা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না।

- Advertisement -

১ম পদ্ধতি

আজকে গুগল থেকে কিভাবে সহজেই সরাসরি যেকোনো কিছুর ডাইরেক্ট ডাউনলোড লিংক খুঁজে বের করতে পারবেন যেটার ২টি আলাদা পদ্ধতি আপনি আপনাদের সামনে উপস্থাপন করবো। চলুন প্রথম পদ্ধতিটি দেখে নেই।

১) প্রথমে আপনার ডিভাইস থেকে ওয়েব ব্রাউজার লঞ্চ করুন।

- Advertisement -

২) এবার গুগল সাইটে চলে আসুন আর নিচের কোডটি কপি পেষ্ট করুন:

Movie Name -inurl:(htm|html|php|pls|txt) intitle:index.of “last modified” (mp4|wma|aac|avi)

- Advertisement -

এখানে Movie Name এর স্থানে আপনার মুভি, সং বা যেটা ডাউনলোড করতে চান সেটার শিরোনাম লিখবেন যেমন:
Now You See Me -inurl:(htm|html|php|pls|txt) intitle:index.of “last modified” (mp4|wma|aac|avi)

তাহলে দেখবেন গুগলের কাস্টমাইজ সার্চ রেজাল্ট চলে এসেছে। এখান থেকে যেকোনো লিংকে ক্লিক করলেই আপনি আপনার কাংখিত বিষয়ের ডাইরেক্ট লিংক পেয়ে যাবেন।

২য় পদ্ধতি

১ম পদ্ধতি পছন্দ না হলে আনপার জন্য রয়েছে ২য় পদ্ধতি। এখানে প্রথমে ব্রাউজারে নিচের কোডটি কপি পেষ্ট করুন:

intitle:index.of? mkv

এখানে mkv এর স্থানে আপনি গান বা মুভি বা ফাইলটি কোন ফরম্যাটে পেতে চান সেটা লিখুন যেমন mp3, mp4, avi, zip, docx ইত্যাদি। আর তার পরেই মুভি, গান বা ফাইলের নাম লিখে এন্টার দিন।

ধরুন আপনি Kabir Singh মুভিটি Avi ফরম্যাটে ডাউনলোড করতে চান তাহলে কোড হবে:

intitle:index.of? avi kabir singh

৩য় পদ্ধতি

আমার পোষ্ট পড়তে এসেছেন আর বোনাস টিপস না দেখে চলে যাবেন এমন তো আর হবে না! গুগল থেকে কোনো কিছুর ডাইরেক্ট ডাউনলোড লিংক খুঁজে বের করার তৃতীয় পদ্ধতি হচ্ছে:

inurl:mkv+subject name


এখানে mkv এর স্থানে ফাইল ফরম্যাটটি লিখবেন আর সাবজেক্ট নেম এর স্থানে আপনি কি খুঁজছেন সেটার শিরোনাম লিখবেন ব্যাস!

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here