27 C
Dhaka
Wednesday, May 22, 2024

বাজারে আসুসের নতুন ভিভোবুক সিরিজের ল্যাপটপ

- Advertisement -

বাংলাদেশে আসুস অনুমোদিত একমাত্র পরিবেশক গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশ নিয়ে এল ভিভোবুক এস সিরিজের নতুন ল্যাপটপ। মডেলটি হল ভিভোবুক এস১৫ এস৫৩১। স্লিক এবং কালারফুল ডিসাইনের সাথে আপটুডেট কনফিগারেশনের জন্য এই ল্যাপটপটি স্টুডেন্টদের মাঝে বহুল পরিচিত এবং বেশ জনপ্রিয়ও বটে। গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডের কাছে এই সিরিজের কোর আই ফাইভ এবং কোর আই সেভেন ভ্যারিয়েন্টের মডেল পাওয়া যাচ্ছে। স্টুডেন্ট ফ্রেন্ডলি এই ল্যাপটপটি মূলত ইউনিভারসিটি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য যথাযথ একটি ল্যাপটপ। এতে অষ্টম জেনারেশনের ইন্টেল কোর আই ফাইভ এবং সেভেন সিরিজের প্রসেসরের সাথে ২জিবি এনভিডিয়ার এক্সটার্নাল গ্রাফিক্স চিপ রয়েছে। এছাড়া ১ টেরাবাইট ম্যাস স্টোরেজের সাথে রয়েছে ২৫৬জিবি এসএসডি সাপোর্ট। যা আপনার কাজের গতিকে আরো বাড়িয়ে তুলবে। আকর্ষণীয় এবং স্লিক ডিসাইনের এই ল্যাপটপটি পাওয়া যাবে ট্রান্সপারেন্ট সিলভার, মস গ্রিন, গান মেটাল গ্রে, কোবাল্ট ব্লু, পাঙ্ক পিংক এই ৫ টি কালারে পাওয়া যাচ্ছে। ২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপটি বাংলাদেশের সকল আসুস ডিস্ট্রিবিউটরদের কাছে পাওয়া যাচ্ছে।

- Advertisement -

বিস্তারিত জানতে ভিসিট করুন গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইটে
এছাড়া আসুস বাংলাদেশের ওয়েবসাইট ভিসিট করতে পারেন এখানে ক্লিঙ্ক করে। 

এছাড়া যোগাযোগ করতে পারেন: ০১৭১৩২৫৭৯১৭

 

- Advertisement -

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here