29 C
Dhaka
Wednesday, April 24, 2024

Intel Arc A750 এর পারফর্মেন্স: RTX 3060 থেকে বেটার

- Advertisement -

এবার  Arc  লাইনআপের A750 গ্রাফিক্স কার্ডের পারফর্মেন্স গ্রাফ অফিশিয়ালি রিভিল করেছে ইন্টেল। এখন পর্যন্ত কোনো 3rd party রিভিউ বা বেঞ্চমার্ক পাবলিশ না হলেও আপাতত ইন্টেলের বেঞ্চমার্ক অনুসারে মনে হচ্ছে Arc A750 Graphics Card টি NVIDIA এর মিডরেঞ্জের GPU RTX 3060 এর থেকে এগিয়ে রয়েছে।একই সাথে রিভিল হয়েছে Arc A770 GPU টিও।

1440p/2K Resolution এ RTX 3060 থেকে 17% পর্যন্ত ফাস্ট Intel Arc A750?

Intel Graphics সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও পাবলিশ করেছে Intel Arc A750 Limited Edition Graphics Card Performance Showcase নামে। সেখানে Arc 750 দিয়ে Cyberpunk 2077 গেমটি 1440p high তে গেমপ্লে করে দেখানো হয় ও তারপর বেঞ্চমার্ক এর ছবি দেওয়া হয়। একই সাথে ইন্টেলের গ্রাফিক্স কার্ডটির বেশ কিছু ছবি, PC তে কানেক্টেড থাকা ছবি ও দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে।

- Advertisement -

benchmarks:

উপরের গ্রাফটি ইন্টেল এর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যেখানে 1440p-high প্রিসেটে ৫টি গেম বেঞ্চমার্ক করা হয়েছে। Relative performance এর হিসেবে এখানে Arc A750,RTX 3060 থেকে 1.06 গুণ থেকে ১.১৭ গুণ এগিয়ে রয়েছে। Fortnite এ performance difference 1.06x দেখা যাচ্ছে যা সর্বনিম্ন, বিপরীতে F1 2021 এ পারফর্মেন্স এর ব্যবধান সবথেকে বেশি, 1.17x।

- Advertisement -

বাকি ৩টি গেম এ পারফর্মেন্স এর ব্যবধান 1.10-1.15x এর মধ্যে।

সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে 1080p তে এই ব্যবধান আরো কিছুটা বেশি হতে পারে। তবে যেহেতু এটি অফিশিয়াল demonstration, সেজন্য 3rd party benchmarks না আসা পর্যন্ত সেরকম কিছুই বলা যাচ্ছে না। ইতিমধ্যে আমরা Gamers Nexus এর পক্ষ থেকে Arc A380 এর পারফর্মেন্স দেখেছি যেখানে RX 6400 থেকে পিছিয়ে থাকতে দেখা গিয়েছিল Arc A380 কে।

উল্লেখ্য, উক্ত ভিডিওতে কোনো ধরনের স্পেসিফিকেশন রিভিল করা হয়নি ইন্টেল এর পক্ষ থেকে।তবে এটিতে ৬ ও ৮ পিনের কানেক্টর রয়েছে এটি নিশ্চিত।একই ভাবে ১২ গিগাবাইট এর মেমোরি থাকবে এই গ্রাফিক্স কার্ডে যেটি ACM-G10 GPU based হবে ও মেমোরি ইন্টারফেস হবে ১৯২ বিটের। রিলিজ ডেট ও এখনো নিশ্চিত নয়, সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের ইনোভেশন ইভেন্টে লঞ্চ হতে পারে Arc Series এর অন্যান্য GPU গুলো। আমরা এটাও জানি যে intel এর GPU গুলোতে রে ট্রেসিং ইউনিট থাকার জন্য RTX এর সুবিধা পাওয়া যাবে ও একই সাথে ইন্টেলের নিজস্ব Upscaling Technology xeSS এর মাধ্যমে FPS বুস্ট পাওয়ার ও সুযোগ রয়েছে।।

- Advertisement -

রিভিল হয়েছে ARC A770 গ্রাফিক্স কার্ডেরও

গতকাল Linus Tech Tips এর The Wan Show এর Livestreaming এ দেখা পাওয়া গিয়েছে ইন্টেলের হায়ার মিড রেঞ্জ এর GPU ARC A770 এর। গত ১৫ তারিখের স্ট্রিমে দেখা যায় A770 Limited edition এর বক্স ও বক্স খুলে A770 GPU টিও স্পষ্ট দেখানো হয়। এই close look এ আগে Rumors থেকে আন্দাজ করে যে Ports সংখ্যা ছিল তা নিশ্চিত হওয়া গিয়েছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here