36 C
Dhaka
Wednesday, April 24, 2024

Intel Core ‘Ultra’ Series : এর আদ্যপান্ত জেনে নিন

- Advertisement -

প্রসেসর এর নামকরণ,শ্রেণীকরণ এ ইন্টেল পরিবর্তন এনেছে এখবর মোটামুটি সবারই জানা, Core ‘i3/5/7/9’ কে বাদ দিয়ে Intel ‘core’ ও çore ultra’ 3/7/5/9 নামে আসবে প্রসেসর গুলো। Mateor Lake বা 15th Gen থেকেই এই ধরনের নামকরণে বাজারে আসবে প্রসেসরগুলো।  আজকে আলোচনা হবে নতুন এই সিরিজ,15th gen বা Mateor Lake এর সম্পর্কে খুটিনাটি ,প্রসেসর এর সংখ্যা,স্পেসিফিকেশন,পারফর্মেন্স ও রিলিজ ডেট ইত্যাদি নিয়ে।

এক নজরে  ইন্টেলের নামকরণ এর সারসংক্ষেপ ও ভবিষ্যতের প্রসেসর প্রজন্মসমুহ

ইন্টেলের 15th gen থেকে মোবাইল লাইনআপের প্রসেসরগুলোর নামে Core i3/i5/i7 বা i9 এর পরিবর্তে Core ও Core Ultra 7,5,9,3 থাকবে। 15th Gen এর Laptop বা Mobile Lineup হবে Core Ultra 100 সিরিজের। সেখানে Core ultra 100 H প্রসেসর ও Core Ultra 100 U প্রসেসর থাকবে।

- Advertisement -

অন্যদিকে শুধু Core বা Non Ultra প্রসেসরগুলো হবে Raptor Lake এর Rebrand।

Arrow Lake

একইভাবে পরবর্তী জেনারেশন এর নাম হবে Core 200/300 বা Core Ultra 200/300 সিরিজ। Mateor Lake শুধু মোবাইল লাইনআপের জন্য হলেও Arrow Lake এ Desktop Procesor ও থাকবে ।\

Arrow Lake এ থাকবে Intel 20A CPU Tile Node ও P Core এর জন্য Lion Cove ও E core এর জন্য Skymont cove আর্কিটেকচার ব্যবহ্বত হবে ও GPU Section এ আর্কিটেকচার হিসেবে থাকবে Xe-LPG+ । Core-H সিরিজে 6+8 কোর, Core-HX সিরিজে 8+16 ও 8+24 কোরের কনফিগারেশন থাকার কথা জানা গিয়েছে। ডিফল্টে  LPDDR5X-7500 MHz ও DDR5-5600 MHz র‍্যাম এর সাপোর্ট থাকবে Arrow Lake এ।

- Advertisement -

Lunar Lake 

TSMC এর N3B নোডে প্রস্তত হবে Lunar Lake। Lion Cove ও Skymont Cove আর্কিটেকচারের P-Core ও E-core থাকবে Xe2-LPG ও আর্কিটেকচারের iGPU থাকবে সাথে। GPU তে 8টি কোর থাকতে পারে। এছাড়া খুব বেশি তথ্য জানা যায়নি Lunar Lake সম্পর্কে কেননা অফিশিয়ালি এটা বাজারে আসবে ২০২৫ এর দিকে।

intel Mateor Lake:এখন পর্যন্ত যা যা জানা গিয়েছে 

কয়েকদিনের মধ্যেই অফিশিয়ালি লঞ্চ হবে ইন্টেল Mateor Lake Laptop Lineup। গত কয়েক মাসে প্রচুর পরিমাণে Rumors এর পাশাপাশি অনেক তথ্য Leak এর মাধ্যমেও গণমাধ্যমে এসেছে ।Core 100 series এর প্রসেসরে P core এর জন্য ব্যবহ্বত হবে Redwood Cove আর্কিটেকচার ও E core এর জন্য ব্যবহ্বত হবে Crestmont Cove আর্কিটেকচার। iGPU হিসেবে থাকবে Xe-LPG ।IGPU তে থাকবে ৮টি Xe-cores। সাপোর্ট করবে সর্বোচ্চ 64 গিগাবাইট এর 6000MHz LPDDR5X মেমোরি।

Mateor Lake: 100H সিরিজের প্রসেসর এর স্পেসিফিকেশন

Mateor Lake 100H সিরিজের ৫টি প্রসেসর সম্পর্কে এখন পর্যন্ত জানা গিয়েছে। এর মধ্যে দুটো করে Ultra 7 ও Ultra 5 ও এর পাশাপাশি একটি Ultra 9 প্রসেসর রয়েছে।এই লাইনআপে সর্বনিম্ন ১৪ কোর ১৮ থ্রেডের প্রসেসর ও সর্বোচ্চ ১৬ কোর ২২ থ্রেডের প্রসেসর রয়েছে । Core Ultra 5 125H এ আছে ১৪টি কোর ও ১৮টি থ্রেড। P Core, E Core এর পাশাপাশি SoC Core বা LP-core ও রয়েছে এই প্রসেসরগুলোতে। ১৪টি কোরের মধ্যে Ultra 5 125H এ আছে ৪টি পি কোর,৮ টি ই কোরের সাথে ২টি SoC Core। বেস ক্লক 3.6 GHz ও সর্বোচ্চ বুস্ট ক্লক 4.5 GHz এর সাথে ৬টি জিপিইউ কোর ও থাকবে এতে । চলবে ২৮ ওয়াট পাওয়ারে।

- Advertisement -

Core Ultra 5 135H এর স্পেসিফিকেশন ও 125H এর মতই। কোর ,থ্রেডের সংখ্যা, টিডিপি কিংবা জিপিইউ কোরের সংখ্যা,সবই এখানে 125H এর সমান। তবে একই পরিমাণ বেস ক্লক থাকলেও বুস্ট ক্লক স্পিড ১০০ মেগাহার্জ কম থাকবে Ultra 5 135H এ।

এবার আসা যাক Core Ultra 7 এর দুটো প্রসেসরের ব্যাপারে। Ultra 7 এর প্রসেসর দুটো হচ্ছে 155H ও 165H। দুটো প্রসেসরেই ১৬ কোর ও ২২টি থ্রেড থাকবে, ৮টি করে জিপিইউ কোরের পাশাপাশি থাকবে ২৮ ওয়াট এর টিডিপি। 155H এর বেস ক্লক 3.8 GHz,  বুস্ট ক্লক 4.8 GHz ও 165H এর ক্ষেত্রে বেস ক্লক অভিন্ন হলেও  বুস্ট ক্লক  200 মেগাহার্জ বেশি।

এবং সর্বশেষ যেটা সম্পর্কে না বললেই নয়, Core Ultra 9 185H এর সাথে আগের দুইটি প্রসেসরের পার্থক্য হলো ৪৫ ওয়াট এর টিডিপি , 2.6 GHz base clock ও  5.1 GHz বুস্ট ক্লক।

Mateor Lake : 100U সিরিজের প্রসেসরের স্পেসিফিকেশনস

H series বা হাই পারফর্মেন্স সেগমেন্ট এর ল্যাপটপ সম্পর্কে জানা তো হলো ,এবার U সিরিজটাও এক নজর দেখে নেওয়া যাক। U সিরিজ সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বেশ কিছু প্রসেসরের নাম ও প্রাথমিক স্পেসিফিকেশন পাওয়া গিয়েছে ,কোনোটার ক্লক স্পিড, কোনোটার টিডিপি, কোনোটার বা শুধুই নাম জানা গিয়েছে।

প্রাথমিক তথ্য হলো যে ৫টি প্রসেসরের নাম জানা গিয়েছে, তার মধ্যে একটি Raptor Lake এর অন্তর্ভুক্ত। এই ৫টি প্রসেসরগুলোর মধ্যে কিছু প্রসেসরের টিডিপি ১৫ ওয়াট, কিছু প্রসেসরের টিডিপি ৯ ওয়াট। ৫টি প্রসেসরের মধ্যে দুটি আল্ট্রা ৭ ও দুটি আল্ট্রা ৫ এর পাশাপাশি একটি “core 7” 150U প্রসেসর রয়েছে। শেষোক্ত মডেলটির নাম বাকিগুলো থেকে আলাদা হওয়ার কোনো কারণ জানা যায়নি, তবে প্রসেসরটি র‍্যাপটর লেক ফ্যামিলির, Mateor Lake এর নয়।

Core Ultra 5 134U ও 164U চলবে ৯ ওয়াট পাওয়ারে। এই টিডিপি ছাড়া এই দুটো প্রসেসরের বেস ক্লক,বুস্ট ক্লক, কোর ও থ্রেড সংখ্যা কিংবা জিপিইউ, কোনো কিছুই জানা যায়নি।

আবার Raptor Lake এর Core 7 150U একটি ১০ কোর (২+৮) ১২ থ্রেডের প্রসেসর যেটা ১৫ ওয়াট টিডিপিতে চলবে।

Core Ultra 5 125U ও Ultra 7 155U ও চলবে ১৫ ওয়াট টিডিপিতে।

পারফর্মেন্স কেমন হতে পারে? 

বেশ কিছু লিকের মাধ্যমে বিভিন্ন সময়ে Core Ultra সিরিজের  ভিন্ন ভিন্ন প্রসেসর মডেলের জন্য ভিন্ন ভিন্ন সিনথেটিক বেঞ্চমার্কের ফলাফল সামনে এসেছে। Core Ultra 5 125H iGPU টেস্টে AMD থেকে এগিয়ে গেলেও প্রসেসিং পাওয়ার এর টেস্টিং এ অবশ্য পিছিয়ে ছিল Intel প্রসেসর। বেঞ্চমার্কে পারফর্মেন্স এর তুলনা করা হয়েছে Ryzen 7840HS ও Core i5 13500H। অন্যদিকে CPU-Z তে টেস্ট করা হয়েছে Core Ultra 9 185H কে।Ultra 7 155H এর iGPU কে টেস্ট করা হয়েছে সিনেবেঞ্চ,Open CL ও টাইমস্পাই এ।

OpenCL GPU টেস্টে 155H এর iGPU এর পারফর্মেন্স ছিল Radeon 760M iGPU ও Arc A350M mobile dGPU এর ঠিক মাঝামাঝি।

আবার 3dMark Timespy এর টেস্টে Intel core 7 Ultra 155H এর স্কোর ছিল Arc A350M থেকে ১% বেশি ও A370 থেকে ৭% কম।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here