28 C
Dhaka
Thursday, April 25, 2024

বাজেট রেঞ্জে সত্যিই Ray Tracing??? নতুন আরো ২টি 1650 গ্রাফিক্স কার্ড।

- Advertisement -

এনভিডিয়ার GTX 1650 এর অলরেডি ২টি ভার্সন দেখে ফেলেছি আমরা। 1650 এর মুখ থুবড়ে পড়ার পর GDDR6 ভার্সন বের করেও RX 570 কে পিছনে ফেলতে পারেনি এনভিডিয়া। চাঞ্চল্যকর তথ্য হচ্ছে নতুন দুটি 1650 গ্রাফিক্স কার্ডের দেখা মিলেছে! এবং তার একটিতে থাকতে পারে Ray Tracing!

বিস্তারিতঃ

গত কয়েক বছরে এনভিডিয়ার কোন গ্রাফিক্স কার্ড একদম ফ্লপ হওয়ার ঘটনা ছিল খুবই বিরল এবং GTX 1650 ছিল সেই বিরল কার্ডগুলোর মধ্যে একটা। পুর্বের GTX 1050ti থেকে উল্লেখযোগ্য পারফর্মেন্স বুস্ট দিলেও  বাজে প্রাইস টু পারফর্মেন্স এর জন্য গেমারদের পছন্দ হয়নি এটিকে সেরকম।। বছরের শেষের দিকে আমরা দেখতে পাই আরো একটি GTX 1650 যেখানে মেমোরি ক্লক স্পিড ও ব্যান্ডউইথে পরিবর্তন ছিল এবং GDDR6 ভিডিও মেমোরি দেওয়া ছিল। এটিও সেরকম খুশি করতে পারেনি গেমারদের। এবার আমরা দেখতে যাচ্ছি আরো দুটি GTX 1650!!

- Advertisement -

AIDA64 এর ডাউনলোড সাইটে সর্বশেষ Changelog এ উল্লেখ পাওয়া গেছে এনভিডিয়ার GTX 1650 নামের দুটি নতুন কার্ডের।

new 1650 GPUs listed

একটি (TU106) এবং অন্যটি (TU116)।  হতে পারে GDDR6 ভার্সনটিকেই আরো আপগ্রেড  করে রিলিজ করতে যাচ্ছে এনভিডিয়া। আগেও দেখা গিয়েছে এনভিডিয়াকে এরকম একই প্রোডাক্টের একাধিক ভ্যারিয়েন্ট লঞ্চ করতে। সম্ভবত আরো বেশি মেমোরি ব্যান্ডউইথ ও মেমোরি ক্লক দেখতে পারি আমরা নতুন দুটি প্রোডাক্টে। সাথে দেখা মিলতে পারে বড় সাইজের PCB, এবং অধিক পরিমাণ Transistors। এনভিডিয়ার প্রবণতা অনুসারে অনুমান করলে গ্রাফিক্স কার্ডগুলোর নাম হতে পারে 1650ti বা এই ধরনের কিছু।

TU116 এর Die এর উপস্থিতি পাওয়া যায় GTX 16 সিরিজ এর অন্যন্য কার্ড  অর্থাৎ GTX 1650Super,1660,1660Super,1660Ti এই কার্ডগুলিতে।

- Advertisement -

এর থেকেও বিস্ময়কর ব্যাপারটি হচ্ছে TU116 Die টি। এটি এনভিডিয়ার RTX সিরিজের কার্ডে ব্যবহ্বত এবং আমরা জানি এতে Tensor, RT কোর রয়েছে। তবে কি এবার 16 সিরিজ বা বাজেট সিরিজেও এনভিডিয়া আনতে যাচ্ছে Ray Tracing ? এখনো বলা যাচ্ছে না অবশ্য।

Tomshardware গ্রাফিক্স কার্ড দুটির স্পেসিফিকেশন অনুমান করেছে । যা নিম্নরূপঃ

predicted specifications

Best SSD’s:SSD buying guide 2020

- Advertisement -

এসএসডি কেনার আগে জানা জরুরি যে বিষয়গুলোঃএসএসডি!! জেনে কিনুন

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here