38 C
Dhaka
Friday, April 26, 2024

AMD লঞ্চ করছে RX 7900 GRE ও 3D-V Cache যুক্ত ল্যাপটপ প্রসেসর

- Advertisement -

Chinajoy Event এ AMD এনাউন্স করেছে RX 7900 GRE বা Golden Rabbit Edition । একই সাথে চায়নার এই ইভেন্টে  ল্যাপটপ সেগমেন্টেও তারা নতুন একটি ফ্লাগশিপ গ্রেড প্রসেসর এনাউন্স করেছে, ওই প্রসেসরটি লঞ্চ হবে আগামী মাসে, যাতে প্রথমবারের মত 3D V-Cache উপস্থিত থাকবে ।

এক নজরে RX 7900 GRE

AMD এর RX 7900 GRE বা Golden Rabbit Edition এর সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এটা মুলত NAVI 31 এর সবথেকে ছোট বা Cut down GPU Variant NAVI 31 XL ফিচার করছে। NAVI 31 XT অর্থাৎ RX 7900 থেকে এতে চারটি কম্পিউটিং ইউনিট বা এক্সিকিউশন ইউনিট কম রয়েছে (৮০টি)। RX 7900 এর  ৫৩৭৬ টি স্ট্রিমিং প্রসেসরের স্থলে এতে রয়েছে ২৫৬টি কম স্ট্রিমিং প্রসেসর, অর্থাৎ মোট ৫১২০ টি SP এর জায়গা হয়েছে এই জিপিইউতে। অন্যান্য স্পেসিফিকেশনেও RX 7900 থেকে টুকটাক কাটছাট দেখতে পাচ্ছি আমরা।যেমন-

- Advertisement -
  • RX 7900 এর 315W TDP এর তুলনায় RX 7900 GRE এর পাওয়ার ডিমান্ড কিছুটা কম ,২৬০ ওয়াট।
  • RX 7900 এর 2.4 Ghz ক্লক স্পিড এটায় কমিয়ে 2.2Ghz এ নামিয়ে আনা হয়েছে।
  • মেমোরির BUS-WIDTH, Bandwidth,speed ও হ্রাস করা হয়েছে।
  • মেমোরি বাস 320 থেকে 256 Bit, Speed 20GB/s থেকে 18GB/s ও Bandwidth 800 GB/s থেকে অনেকখানি কমিয়ে ৫৭৬ গিগাবাইট/সেকেন্ড এ নামিয়ে আনা হয়েছে।
  • বেজ ভ্যারিয়েন্ট থেকে আরো চার গিগাবাইট কম, অর্থাৎ ১৬ গিগাবাইট মেমোরি রয়েছে RX 7900 GRE গ্রাফিক্স কার্ডটিতে।
  • PCIe4 based এই গ্রাফিক্স কার্ডটি ১৬টি লেনের সবগুলোই ব্যবহার করবে।
  • পাওয়ার কানেকশনের জন্য রয়েছে ২টি 8 Pin এর কানেক্টর।

RX 7900 GRE Performance

Expressview এর রিভিউ থেকে RX 7900 GRE এর পারফর্মেন্স সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।। এটা মুলত RTX 4070 এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

- Advertisement -

RX 7900 GRE Price and release date: দাম কত? রিলিজই বা কবে হবে??

Radeon RX 7900 GRE লঞ্চ হয়েছে আজকে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৬৫০ ডলার। যা RX 7900 এর থেকে ১৫০ ডলার কম।

Ryzen 9 7945HX3D: প্রথম 3D V-cache যুক্ত ল্যাপটপ প্রসেসর

3D V-cache বা অতিরিক্ত ক্যাশ মেমোরি থেকে গেমস গুলো benefited হয় তা সবারই জানা। বিশেষ করে AMD এর 5800x3d থেকে আমরা দেখতে পেয়েছি যে অতিরিক্ত ক্যাশ মেমোরি গেমিং পারফর্মেন্স এ কতটা প্রভাব ফেলে। তার ধারাবাহিকতায় Ryzen  7000 সিরিজেও X3D প্রসেসর AMD লঞ্চ করেছে। এমনকি AM4 প্লাটফর্মের ৬ কোরের প্রসেসর 5600X এর ও X3D ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে সম্প্রতি।

- Advertisement -

এগুলোর সাফল্য ও চাহিদার কারণে অবশেষে ল্যাপটপ লাইনআপেও যুক্ত হচ্ছে 3D V-Cache। প্রথমবারের মত AMD announce করেছে Ryzen 9 7945HX3D প্রসেসর। এটি আগামী মাসের ২২ তারিখ লঞ্চ হবে।

৫৫ ওয়াট টিডিপি, ৫.৪ গিগাহার্জের বুস্ট ক্লক ও ১৬ কোর ৩২ থ্রেডের সাথে এতে মোট থাকবে ১৪৪ মেগাবাইট এর বিশাল অংকের ক্যাশ মেমোরি।১৪৪ মেগাবাইট এর মধ্যে  ৯৬ মেগাবাইট এর থ্রিডি ভি ক্যাশ রয়েছে। ও ৩২ মেগাবাইট এর লেভেল থ্রি ক্যাশ রয়েছে।

অফিশিয়াল বেঞ্চমার্ক অনুসারে  বেইস ভ্যারিয়েন্ট থেকে এটা ৫৩% পর্যন্ত ফাস্ট । আগামী মাসের ২২ তারিখ ASUS ROG Strix SCAR 17 X3D এর লঞ্চের মাধ্যমে বাজারে প্রবেশ করবে Ryzen 9 7945X3D।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here