29 C
Dhaka
Thursday, April 25, 2024

দেশের বাজারে পাওয়া যাচ্ছে Colorful এর একঝাক AMD ও Intel মাদারবোর্ড

- Advertisement -

দেশের বাজারে এসেছে Intel ও AMD প্রসেসর এর জন্য Colorful এর একঝাক লোয়ার মিডরেঞ্জ সেগমেন্ট এর মাদারবোর্ড। মাদারবোর্ড গুলোর জন্য হয়তো এখন থেকে ক্রেতারা পিসি বিল্ডিং এর সময় মাদারবোর্ড বাছাই করার ক্ষেত্রে অতিরিক্ত বেশ কিছু বিকল্প পাবেন।

এক নজরেঃ

চায়নার অন্যতম জনপ্রিয় ব্রান্ডগুলোর মধ্যে একটা হচ্ছে কালারফুল। কম্পিউটার কম্পোনেন্টস এর মধ্যে তারা গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড এর পাশাপাশি র‍্যাম ও এসএসডি ও প্রস্তুত করে থাকে। দেশের বাজারে Colorful এর Graphics Card বেশ জনপ্রিয় । এছাড়া র‍্যাম,এসএসডি ও পাওয়া যায় বেশ আগে থেকেই। সেই তুলনায় কালারফুল এর মাদারবোর্ড পুর্বে দেশে সেরকম পাওয়া যেত না বললেই চলে, পুরাতন অল্প দুই একটি মডেল নন চ্যানেল শপ গুলোতে পাওয়া যেত। তবে সম্প্রতি অফিশিয়াল ওয়ারেন্টি সহ বেশ কিছু মাদারবোর্ড চলে এসেছে দেশে। বিশেষ করে Intel 12th/13th/14th gen দিয়ে যারা কম বাজেটে বিল্ড করবেন,তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড এর সংখ্যা আরো বেশ কিছু বাড়লো। একই সাথে প্রায় অন্তিম লগ্নে চলে যাওয়া AM4 প্লাটফর্মেও কয়েকটি মাদারবোর্ড আসায় এই প্লাটফর্মের জন্য ও ক্রেতারা বাড়তি অনেকগুলো বিকল্প পাচ্ছেন।

- Advertisement -

Colorful Intel Motherboards

COLORFUL BATTLE-AX H610M-E WIFI V20 (১০৫০০ টাকা)।

প্রথমেই লো বাজেট থেকে শুরু করা যাক। যাদের বাজেট ১০ হাজারের আশেপাশে, কিন্ত ওয়াইফাই মাদারবোর্ড খুজছেন, একই সাথে White theme এ বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য অসাধারণ একটি অপশন হতে পারে COLORFUL BATTLE-AX H610M-E WIFI V20 । তবে এটা শুধু তাদের জন্যই নেওয়া ভালো হবে যারা 12400/ 12100/13100 এর মত প্রসেসর দিয়ে বিল্ড করবেন।13500/13400 এর মত higher core count এর হাই বাজেট এর প্রসেসর এর সাথে ব্যবহার না করাটাই ভালো হবে যদি না আপনার বাজেট একেবারেই কম হয়।  মাদারবোর্ডটির দাম মাত্র ১০৫০০ টাকা। রয়েছে ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

VRM: 6+1 Phase

- Advertisement -

Colorful BATTLE-AX B760M-K D5-(১০৮০০ টাকা)

সবথেকে কম দামে DDR5 মাদারবোর্ড খুজলে এটা ছাড়া আর কোনো অপশন ক্রেতার কাছে নেই আপাতত। DDR5 মাদারবোর্ড এর দামের কারণে যারা বিল্ড করতে পারছিলেন না, অতিরিক্ত কম বাজেটে DDR5 বিল্ড করতে চাচ্ছিলেন,তাদের জন্য আশার আলো এই বোর্ড টি।। 12400/13400/13100/12100 এর সাথে অনায়াসেই চালাতে পারবেন এটা।। তবে 12600k/13500/13600k এর মত প্রসেসর এর সাথে এটা না চালানোই ভালো হবে।।  VRM design: 12+1+1

র‍্যাম স্লট রয়েছে চারটা, এছাড়াও অন্যান্য বেসিক ফিচারস এর সবই এতে রয়েছে। দাম মাত্র ১০৮০০ টাকা। ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে সাথে।

- Advertisement -

COLORFUL BATTLE-AX B760M-T PRO V20 (১১৮০০ টাকা)

একদমই লো বাজেটে আরেকটি White motherboard এটি। এখানে অবশ্য 760 Chipset পাচ্ছেন। বাজারের সবথেকে  সস্তা White and B760 Motherboard সম্ভবত এটাই। দুটো DDR4 slot রয়েছে র‍্যাম এর, এন্ট্রি লেভেল বোর্ড হিসেবে বেশি কিছু আশা করাটাও অবশ্য বোকামি। অবশ্য M.2 Slot রয়েছে দুটো। দাম- ১১৮০০ টাকা। সাথে আছে একই পরিমাণ ওয়ারেন্টি।

VRM design:6+2+1 phase VRM

Budget 15k and higher

লোয়ার মিডরেঞ্জেও বেশ কিছু মাদারবোর্ড এনেছে কালারফুল।

COLORFUL BATTLE-AX B760M-PLUS V20(১৭৫০০ টাকা)

এটা একটি চার র‍্যাম স্লট বিশিষ্ট ডিডিআর ফোর মাদারবোর্ড। সম্পুর্ণ বোর্ডটিই ব্লাক কালারের। তবে কিছুটা হাই বাজেটের হওয়ায় লুকে বেশ একটা প্রিমিয়াম ভাব আছে। আছে বেশ বড় হিটসিংক। VRM design:12+1+1 phase । যদিও বাজেট টা ১৫ হাজার অতিক্রম করলে তখন প্রতিযোগিতাটা অনেক বেশিই বেড়ে যায় কারণ গিগাবাইট,এমএসআই ও এসরকের বেশ কিছু বোর্ড এই বাজেটে বাজারে অনেক দিন ধরেই রয়েছে। তারপরেও এই বোর্ডটিও DDR4 বিল্ডের জন্য ভালো একটি পছন্দ হতেও পারে।

COLORFUL BATTLE-AX B760M-PLUS D5 V20(১৮৫০০ টাকা)

উপরের বোর্ডটিরই DDR5 ভার্সন হচ্ছে এটি। দাম ১৮৫০০ টাকা।

COLORFUL CVN B760I FROZEN WIFI V20 (২০৫০০ টাকা)

আইটিএক্স ফর্ম ফ্যাক্টর বা ছোট ফর্ম ফ্যাক্টর যারা ভালো বাসেন ও এই ফর্ম ফ্যাক্টরে পিসি বিল্ড করতে চান তাদের জন্য অন্যতম সেরা একটি বোর্ড এটা হতে পারে। Frozen series এর অন্যান্য বোর্ডের মত এটাও সাদা কালো কালার থিমের সাথে আসে ।এটা একটা ডিডিআর ফোর ও ওয়াইফাই বোর্ড। 7+1+1 phase VRM আছে এতে।

COLORFUL CVN B760M FROZEN WIFI V20(২২৫০০ টাকা)

এই লাইনআপের সবথেকে দামী বোর্ড বর্তমানে এটা।এটা একটা 12+1+1 phase VRM design এর DDR4 বোর্ড। ওয়াইফাই রয়েছে। সাথে রয়েছে m.2 heatsink,vrm heatsink. মুল্য ২২৫০০ টাকা।

Colorful AMD Motherboards

Colorful এর বেশ কিছু AM4 platform এর মাদারবোর্ড ও পাওয়া যাচ্ছে। সবথেকে বেসিক 450 board এর মধ্যে রয়েছে COLORFUL BATTLE-AX B450M-HD V14 যার দাম সাড়ে আট হাজার টাকা । AMD ryzen 1000 থেকে শুরু করে 5000 series এর সব প্রসেসরই এতে চলবে। ২ টি র‍্যাম স্লট রয়েছে এই ব্লাক কালারের বোর্ডটিতে। আছে 4+1+1 VRM।

এছাড়াও 450M board এর মধ্যে আছে COLORFUL CVN B450M যার দাম ১১০০০ টাকা।

আর 550 board এর মধ্যে BATTLE-AX B550M-T PRO V14 White রয়েছে ১১০০০ টাকায় ও অপেক্ষাকৃত প্রিমিয়াম ও হাই বাজেটে রয়েছে COLORFUL CVN B550M GAMING FROZEN V15 যার দাম ১৫৫০০ টাকা। এগুলোর প্রত্যেকটাতেই আছে ৩ বছরের ওয়ারেন্টি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here