27 C
Dhaka
Wednesday, March 27, 2024

বাংলাদেশে MSI X570 মাদারবোর্ড সিরিজের দাম প্রকাশ

- Advertisement -

বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ করা হল MSI X570 মাদারবোর্ড সিরিজের দাম। MSI বাংলাদেশ থেকে প্রাপ্ত ইমেইল হতে বাংলাদেশে আমদানিকৃত MSI এর সকল X570 মাদারবোর্ডের দাম সম্পর্কে জানতে পেরেছে পিসি বিল্ডার বাংলাদেশ। এর আগে একটি আর্টিকেল প্রকাশ করা হয় যেখানে বলা হয়েছিল এ এম ডি চিপসেটের দাম বেশি রাখার কারণে বাংলাদেশে আসা সকল X570 মাদারবোর্ডের দাম বেশি রাখা হবে। আর MSI মাদারবোর্ডের দাম দেখে আমাদের সেই সন্দেহ সত্যিতে রূপান্তরিত হয়েছে।

MSI এর X570 মাদারবোর্ড সিরিজের এন্ট্রি লেভেল মডেল শুরু হবে MSI MPG X570 Gaming Plus মাদারবোর্ড হতে যার ম্যাক্সিমাম রিটেইল প্রাইস রাখা হয়েছে ২০ হাজার টাকা। আর একেবারে সবচেয়ে প্রিমিয়াম মডেলটি হচ্ছে MSI MEG X570 GODLIKE মাদারবোর্ড যার ম্যাক্সিমাম রিটেইল প্রাইস ৭৬ হাজার ৯০০ টাকা। এই দুটি মডেলের মাঝখানে আরো চারটি ভিন্ন ভিন্ন প্রাইস রেঞ্জে চারটি ভিন্ন মডেলের মাদারবোর্ড রয়েছে।

- Advertisement -
Model MRP (Maximum Retail Price)
MSI MPG X570 GAMING PLUS 20,000 BDT
MSI MPG X570 GAMING EDGE Wi-Fi 21,900 BDT
MSI MPG GAMING PRO CARBON Wi-Fi 27,800 BDT
MSI MEG X570 ACE 37,000 BDT
MSI Prestige X570 CREATION 49,900 BDT
MSI MEG X570 GODLIKE 76,900 BDT

এছাড়া আমাদের আরো জানানো হয়েছে MSI এর প্রতিটি X570 মাদারবোর্ড কিনলে ক্রেতারা পাবেন একটি করে MSI Gaming টি শার্ট। উল্লেখ্য X570 মাদারবোর্ডে তৃতীয় জেনারেশনের রাইজেন প্রসেসরের পাশপাশি দ্বিতীয় জেনারেশনের রাইজেন প্রসেসরও সাপোর্ট করবে। এই মাদারবোর্ডের মধ্যেই আমরা দেখতে যাচ্ছি বিশ্বের প্রথম পিসিআই এক্সপ্রেস ৪.০ লেইন এবং এ এম ডি মাদারবোর্ড সিরিজে প্রথমবারের মত ডেডিকেটেড গিগাবিট ওয়াইফাই সাপোর্ট। তবে সেকেন্ড জেনারেশনের রাইজেন প্রসেসর পিসিআই ৪.০ সাপোর্ট করবে না।

মাদারবোর্ডগুলো ইউনাইটেড কম্পিউটার সেন্টার (ইউসিসি) সহ সারা দেশেই পাওয়া যাচ্ছে ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here