29 C
Dhaka
Tuesday, April 16, 2024

লঞ্চ হলো NVIDIA GT 1010: এক্সট্রিম লো বাজেট জিপিইউ

- Advertisement -

GT 710 অনেকদিন ধরেই বাজারে ছিল Cheapest GPU Solution হিসেবে। 10 series,20 series এও দেখা মিলেনি এর পরবর্তী ভার্সন এর। তবে CES এর সব গরমাগরম নিউজের ভিড়ে একপ্রকার চাপাই পড়ে গিয়েছিল GT 1010 এর লঞ্চ। GPU Market এ একসময় রাজত্ব করা প্যাসকেল তাই ফিরলো আরেকবার। 710 এর Successor হিসেবে।

 

- Advertisement -

স্পেসিফিকেশনঃ

এনভিডিয়ার ড্রাইভার ডাউনলোড পেজে লিস্টেড হওয়ার মাধ্যমে টেক ফোরাম এবং নিউজসাইটগুলোতে আলোচনায় চলে আসে গ্রাফিক্স কার্ডটি। স্ক্রিনশটটিতে স্পষ্টই দেখা যাচ্ছে অন্যন্য জিপিইউ এর নামের সাথে নতুন এই নামটি।

GT 1010, নাম থেকেই অনেকটা বুঝা যাচ্ছে যে গ্রাফিক্সকার্ডটিতে রয়েছে Pascal Series এর GPU . (সম্ভবত Pascal GP108 GPU)। টেকপাওয়ারআপ এর সোর্স এর তথ্য অনুসারে,  2GB GDDR5 মেমোরির সাথে কার্ডটিতে থাকবে ২৫৬টি Cuda Cores। Base Clock হবে 1228Mhz এবং Boost Clock 1468 Mhz। কার্ডটির জন্য কোনো আলাদা পাওয়ার সাপ্লাই এর দরকার হবে না।

- Advertisement -

উল্লেখ্য যে, GT 710 এর দাম বর্তমানে ৬০ ডলারের আশেপাশে। তবে নতুন এই কার্ডটি কবে নাগাদ অফিশিয়ালি বাজারে আসবে এবং দাম কত হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি এখনো।

স্পেসিফিকেশন হিসেবে সহজেই বোঝা যাচ্ছে যে GT 710 এর উত্তরসূরি হিসেবে এটির পারফর্মেন্স 710 এর তুলনায় বেশি পাওয়া যাবে, তবে পরিমাণটা কত তা এখনই অনুমান করার সুযোগ নেই। ৭০-৮০ ডলারে আগে থেকেই রয়েছে GT 1030। সম্ভবত জিপিউটির দাম এবং পারফর্মেন্স দুটিই হবে 1030 এবং 710 এর মাঝামাঝি।

- Advertisement -

তুলনার সুবিধার্থে নিচের টেবিলে GT 710 এবং GT 1030 এর স্পেসিফিকেশন দেওয়া হলোঃ

Specs GT 710 GT 1030
Cuda Cores 192 384
Base Clock 954 Mhz 1228 Mhz
Boost Clock n/a 1468 Mhz
Memory  2GB GDDR5

DDR3

2GB GDDR5
Memory

Config

14.4GBPS

(DDR3)

48GBPS
TDP 19W 30W
Process 28 nm 14 nm
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here