38 C
Dhaka
Tuesday, April 16, 2024

লঞ্চ হলো Radeon 6900XT, RX 6800XT, RX 6800 : স্পেকস, Price জেনে নিন

- Advertisement -

অপেক্ষার পালা শেষে লঞ্চ হলো AMD Radeon RX 6000 সিরিজের গ্রাফিক্স কার্ড। চলুন দেখে নেওয়া যাক স্পেসিফিকেশন, প্রাইস সহ সবকিছু।

প্রত্যাশার মাত্রা Ryzen 5000 সিরিজ লঞ্চের মাধ্যমে বাড়িয়ে দেওয়ার পর সপ্তাহ ৩ অপেক্ষার পর আজ AMD উন্মোচন করলো Radeon RX 6000 সিরিজের গ্রাফিক্স কার্ড বা BIG Navi ।RX 6900XT,RX 6800XT, RX 6800 , ৩টি কার্ড এর স্পেসিফিকেশন, ডিজাইন, লুক, আর্কিটেকচার, price in bd , কবে পাওয়া যাবে সব কিছুই আজকের ইভেন্ট থেকে আমরা সবই জানতে পেরেছি।

- Advertisement -

RDNA(1) VS RDNA 2:

RDNA বা NAVI থেকে সবদিক দিয়েই ভালো কিছু অফার করার কথা জানাচ্ছে AMD . তাদের Demonstration থেকে বেশ চমকপ্রদ তথ্য আমরা দেখতে পাচ্ছি। একই পাওয়ার এ 30% পর্যন্ত বেশি ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে।। Computing cores গুলো বেশি পারফর্মেন্স দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।। 5700XT এর থেকে ২ গুন পর্যন্ত বেশি পারফর্মেন্স । পাওয়ার এবং পারফর্মেন্স এর রেশিওতে ৫০% উন্নতি দেখতে পাওয়া যাবে।।

- Advertisement -

Radeon RX 6900XT:

লাইনআপের সবথেকে High End GPU এটি।। বেঞ্চমার্ক অনুসারে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে সদ্য লঞ্চ হওয়া RTX 3090 এর সাথে। 16GB GDDR6 ভির‍্যাম ,80 Computing Units সম্বলিত AMD এই ফ্লাগশিপ গ্রাফিক্স কার্ডটির Price নির্ধারিত হয়েছে 999$ এবং পাওয়া যাবে ডিসেম্বরের ৮ তারিখ হতে।2.225Ghz এর বুস্ট ক্লক ,128MB এর Infinity Cache  এর এই কার্ডটির Base Clock 2.015Ghz। এবং আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই কার্ডটির Board Power মাত্র 300Watt।

বেঞ্চমার্ক থেকে আমরা দেখতে পাচ্ছি neck on neck টক্কর দিচ্ছে RTX 3090 এর সাথে AMD এর নতুন জিপিইউ টি। বেশ কিছু গেমে এগিয়ে রয়েছে 6900XT, কিছু ক্ষেত্রে প্রায় সমান এবং বাকি গেমগুলোতে সামান্য পরিমাণ পিছিয়ে আছে।

- Advertisement -

Radeon RX 6800XT: 

RTX 3090 যেমন সবথেকে শক্তিশালী হয়েও Nvidia এর প্রধান আকর্ষণ ছিল না, তেমনি AMD এর ক্ষেত্রেও প্রধান আকর্ষণ ছিল না Radeon RX 6900XT, বরং তা আসলে Radeon RX 6800XT .

এটি প্রতিদ্বন্দ্বিতা করবে বা করতে যাচ্ছে RTX 3080 এর সাথে। প্রাথমিক বেঞ্চমার্ক যা AMD আমাদের দেখিয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই RTX 3080 কে পিছনে ফেলেছে Radeon RX 6800XT ।1440p এবং 4k উভয় রেজুলুশনেই আধিপত্য করতে দেখা যাচ্ছে একে। 

এই কার্ডটির CU(computing Units)এর সংখ্যা 6900XT অপেক্ষা ৮টি কম (72)। তবে বাকি স্পেসিফিকেশন মোটামুটি একই। সেই 2.015Ghz এর base এবং 2.015 এর বুস্ট ক্লক। মেমোরি কনফিগারেশন, ইনফিনিটি ক্যাশ সবই identical । এমনকি Power Draw এর পরিমাণ ও একই।

RADEON RX 6800XT এর price রাখা রয়েছে মাত্র 649 ডলার। অর্থাৎ এই দামেই আমরা RTX 3080 এর মত  বা তার থেকে বেশি ভালো পারফর্মেন্স পেতে পারি।। কার্ডটি বাজারে এভেলেবল হবে নভেম্বরের ১৮ তারিখ থেকে।

Radeon RX 6800:

এই কার্ডটি এই BIG NAVI লাইনআপের সবথেকে কম দামী, এবং সবথেকে লোয়ার ভ্যারিয়েন্ট। এর দামটাও অপেক্ষাকৃত কম রাখা হয়েছে এবং বেঞ্চমার্ক থেকে দেখা যাচ্ছে যে এটি বেশ বড় ব্যবধানেই পেছনে ফেলছে RTX 2080ti কে।

RX 6800 এর কনফিগারেশনের দিকে তাকালে আমরা দেখতে পাব এটির বোর্ড পাওয়ার 250Watt  Computing Units 60 টি (যা অন্য দুটি কার্ড থেকে বেশ কম) এবং Base clock 1.815Ghz ,বুস্ট 2.105Ghz । মেমোরি কনফিগারেশন এবং Infinity Cache এর পরিমাণ এখানেও একই রকম।

এই কার্ডটির price মাত্র 579 ডলার এবং পাওয়া যাবে RX 6800XT এর সাথে একই সময় থেকেই।

এক নজরে ৩টি কার্ডের স্পেসিফিকেশন এবং RDNA 1 বা NAVI এর সাথে তুলনা দেখে নেওয়া যাকঃ (Table by Anandtech)

বিবিধঃRAGE MODE, RAY TRACING , DX12 ULTIMATE ,AMD+RYZEN DUAL BOOST: 

সবথেকে চমকপ্রদ তথ্য এবং যার জন্য AMD ফ্যানবয়রা অনেক অনেক আশা নিয়ে বসে ছিল তা হচ্ছে RAY TRACING, AMD নিশ্চিত করেছে তাদের গ্রাফিক্স কার্ডে RAY TRACING সাপোর্ট করবে ফলে NVIDIA এর মত এই সুবিধা এখন AMD এর গেমাররাও নিতে পারবেন এই কার্ডগুলোর মাধ্যমে।

সাথে দেখানো হয়েছে RAGE Mode । এটি দিয়ে একটি বাটন ক্লিক করে AMD এর ড্রাইভার সফটওয়্যার থেকেই ওভারক্লক করা যাবে গ্রাফিক্স কার্ড। এবং বিশেষভাবে AMD উল্লেখ করেছে নতুন DirectX12 এর কথা যার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে তাদের কার্ড। আরো একটি বিষয় তারা highlight করেছে যে Ryzen 5000 সিরিজ প্রসেসরের বিল্ডে লাগালে তাদের কার্ড থেকে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে ,GPU মেমোরির সম্পুর্ণ Access বা সুবিধা নিতে পারবে গেমার। 

- Advertisement -

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here