27 C
Dhaka
Wednesday, March 27, 2024

RTX 3050 : বাজেট ফ্রেন্ডলি RTX Card

- Advertisement -

প্রাথমিকভাবে ৩টি জিপিইউ বাজারে আসার মাধ্যমে অভিষেক ঘটেছে Nvidia এর Ampere GPU বা RTX 30 সিরিজের। ইতিমধ্যেই বিভিন্ন Rumor এর মাধ্যমে Lower Variant এর কার্ড সম্পর্কে নানান তথ্য আমরা জানতে পেরেছি। তেমনিভাবে এবার RTX 3050 এর স্পেকস ও জানা গিয়েছে। সেই সাথে একটি রিপোর্ট বলছে যে জানুয়ারিতে আসতে পারে RTX 3080 Ti।

 

- Advertisement -

RTX 3050 : বাজেট রেঞ্জেই Ray Tracing:

ইতিমধ্যেই আমরা Kopite7kimi  এর সৌজন্যে RTX 3060,3050Ti এর সম্পর্কে জেনে গিয়েছি। দুটি কার্ডই GA106 GPU ভিত্তিক।

এবার একই LeakStar  3050 Ti এর Non Ti ভার্সন এর সম্পর্কেও কিছু তথ্য সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ RTX 3050 নামের একটি কার্ড ও আসতে যাচ্ছে এ সম্পর্কে অবশেষে তথ্য বের হয়ে আসলো। কার্ডটি GA107-300 GPU বোর্ডে আসবে। Cuda Cores থাকবে 2304 টি। মেমোরি কনফিগারেশন সম্পর্কে এখনো সেরকম কোনো উল্লেখযোগ্য তথ্য জানা যায়নি তবে যেহেতু এটি একটি বাজেট ফ্রেন্ডলি জিপিইউ হতে যাচ্ছে (খুব সম্ভবত), সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে কার্ডটি 4GB 128B মেমোরি config এর সাথে আসবে।

পারফর্মেন্স কেমন হতে পারে কার্ডটির সে সম্পর্কেও সরাসরি কোনো বেঞ্চমার্ক বের হয়ে আসেনি তবে বাজেট রেঞ্জের কার্ড হওয়ায় মুলত 1080p গেমিং এর ক্ষেত্রেই ফোকাস করবে Nvidia এই কার্ডটির ক্ষেত্রে। Ampere এবং Turing এর পারফর্মেন্স এর ব্যবধান আমরা ইতিমধ্যে বেঞ্চমার্ক এর মাধ্যমে জেনে গিয়েছি। হয়তো 150/200 ডলার মুল্যেই RTX 2060 এর সমান বা কাছাকাছি মানের পারফর্মেন্স অফার করতে পারে RTX 3050 । ভবিষ্যতে বেঞ্চমার্ক বের হয়ে আসলে আমরা জানতে পারবো।

- Advertisement -

জানুয়ারিতে 3080 Ti?

HKEPC এর রিপোর্ট অনুসারে Nvidia 3080ti বাজারে আনতে যাচ্ছে জানুয়ারিতে।সম্প্রতি এই গ্রাফিক্স কার্ডটির স্পেসিফিকেশন ও লিক এর মাধ্যমে মিডিয়াতে এসেছিল।

এই কার্ডটি GA102-250-KD-A1 GPU এর সাথে আসতে পারে। শোনা যাচ্ছে 3080ti এর Cuda Cores এর সংখ্যা হবে 10496 টি। মেমোরি কনফিগারেশন এর দিকে তাকালে দেখা যাচ্ছে কার্ডটিতে 320 bit interface এর  20GB GDDR6X মেমোরি থাকবে। TGP ধারণা করা হয়েছে ৩২০ ওয়াট। এটি 3080 এরই বোর্ড ডিজাইন ব্যবহার করবে। তবে এখনো পর্যন্ত এই কার্ডটির কোনো ছবি বের হয়ে আসেনি। রিপোর্ট অনুসারে এই কার্ডটিতে NVLINK থাকবে না।

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here