29 C
Dhaka
Wednesday, April 24, 2024

2021 সালের শুরুতে আসছে Ryzen 5 5600?

- Advertisement -

আনুষ্ঠানিকভাবে AMD আমাদের সামনে Zen 3 এর পরিচয় করিয়ে দিয়েছে 5000 series এর চারটি প্রসেসর লঞ্চের মাধ্যমে। যদিও সেই ইভেন্টে বাজেট বিল্ডারদের জন্য সেরকম কিছুই ছিল না।। সম্প্রতি একটি লিকের মাধ্যমে জানা যাচ্ছে যে ২০২১ সালে আসতে পারে Ryzen 5 5600. জানা গিয়েছে দাম ও। একই সাথে বেঞ্চমার্ক প্রকাশ হয়েছে ৪টি প্রসেসরেরই।

@harukaze5719 দাবী করছেন যে সামনের বছরের শুরুর দিকেই বাজারে আসবে Ryzen 5 5600। তারমতে এটি হবে একটি 6/12 কোর থ্রেড বিশিষ্ট প্রসেসর । AMD X470/B450 মাদারবোর্ডের Zen 3 এর জন্য AGESA firmware update লঞ্চের সময়ই 5600 লঞ্চ করবে।

- Advertisement -

220$ ডলার দাম হতে পারে সেটিও উল্লেখ করা হয়েছে।। এক্ষেত্রে এই প্রসেসরটির মুল্য হবে Ryzen 5 3600 থেকে মাত্র 20$ বেশি এবং সদ্য লঞ্চ হওয়া Zen 3 ভিত্তিক প্রসেসর Ryzen 5 5600x থেকে 80$ কম।

একই লিক থেকেই আরেকটি তথ্য জানা যাচ্ছে সেটি হলো, Ryzen 5 5600x এর পারফর্মেন্স Core i7 10700 এর আশেপাশে (কম,বেশি) ।

Gen 3 এর চারটি প্রসেসরেরই বেঞ্চমার্কই প্রকাশ?

AMD এর দাবী অনুসারে Zen 3 এর প্রসেসরগুলো হবে “the fastest gaming CPUs in the world” । তাদের বেঞ্চমার্কে single core এ তার কিছুটা ঝলক ও দেখিয়েছে তারা। এবার সিনেবেঞ্চ এর বেঞ্চমার্ক রেজাল্ট সামনে চলে এসেছে ৪টি প্রসেসরেরই। এখানে দেখা যাচ্ছে লিস্টের প্রথম ৪টি processor ই Zen 3 এর।ইন্টেল এর প্রথম প্রসেসরটি এসেছে core i7 1185G7 । তেমনি multicore এর রেজাল্ট ও ছিল বেশ আশাজনক।

- Advertisement -

মাল্টিকোরঃ

  • AMD Ryzen 9 5950X (16C/32T): 10,360
  • Core i9-10980XE (18C/36T): 8,848
  • Ryzen 9 5900X (12C/24T): 8,168
  • Ryzen 9 3900XT (12C/24T): 7,244
  • Core i9-10900K (10C/20T): 6,399
  • Ryzen 7 5800X (8C/16T): 5,724
  • Core i7-10700K (8C/16T): 5,292
  • Ryzen 7 3800XT (8C/16T): 5,122
  •  AMD Ryzen 5 5600X (6C/12T): 4,312
  • Ryzen 5 3600XT (6C/12T): 3,855

source: CPU Monkey; videocardz

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here