28 C
Dhaka
Thursday, April 25, 2024

Ryzen 8000G সিরিজের Specifications নিশ্চিত করলো Asus ও Asrock

- Advertisement -

সপ্তাহ দুয়েক আগেই Ryzen 8000G APU লাইনআপের প্রসেসর এর মডেল, বিস্তারিত স্পেসিফিকেশন এর সাথে সাথে পারফর্মেন্স এর গ্রাফ ও লিক হয়েছিল। এবার লাইনআপের প্রসেসর সমুহ ,স্পেসিফিকেশন আরো একবার লিক হলো,অন্য কথায় বললে নিশ্চিত হলো Asus ও Asrock এর মাধ্যমে। তাদের ওয়েবসাইটে অফিশিয়ালি মাদারবোর্ড সাপোর্ট লিস্টে পাওয়া গিয়েছে প্রসেসরগুলোকে।

 

- Advertisement -

Asus এর লিকে প্রসেসরের তালিকায় G ও G pro সিরিজের মোট ৬টি প্রসেসরের নাম দেখতে পাওয়া গিয়েছে। প্রসেসরগুলো হলোঃRyzen 3 8300G, Ryzen 3 Pro 8300G, Ryzen 5 8500G, Ryzen 5 8600G, Ryzen 5 Pro 8500G ও Ryzen 7 8700G।

  • Ryzen 3 8300G ও  Pro 8300G এর বেস ক্লক উল্লেখ করা আছে 3.45 GHz,৬৫ ওয়াট পাওয়ারে চলবে ও প্রসেসরটিতে আরো থাকবে ৮ মেগাবাইট এর L3 Cache।এগুলো যে চার কোর এর প্রসেসর, তাও নিশ্চিত করেছে আসুস।
  • Ryzen 5 8500G, 5 Pro 8500G ও Ryzen 5 8600G ,এই ৩টি ৬ কোর এর প্রসেসরেই রয়েছে ১৬ মেগাবাইট এর Level3 Cache ও ৬৫ ওয়াট এর টিডিপি। base clock যথাক্রমে 3.35 GHz,4.35 GHz ও 3.55 GHz।
  • Ryzen 7 8700G তে আছে 4.2 GHz বেস ক্লক ,৮ কোর,৬৫ ওয়াট টিডিপি ও ১৬ মেগাবাইট এর ক্যাশ মেমোরি।
  • B2 দ্বারা বোঝা যাচ্ছে যে এগুলোতে Hawk Point এর NPU থাকবে।
  • উল্লেখ্য, Ryzen 3 8300G, Pro 8300G ও 8500G তে থাকবে Zen4 এর সাথে সাথে Zen4c কোর।

Asrock এর লিকে বের হয়েছে অতিরিক্ত কিছু তথ্যঃ 

Asrock Motherboard এর  মেমোরি সাপোর্ট সংক্রান্ত পেজে AMD Ryzen 7 8700G এর দেখা মিলেছে তাদের দেখানো CPU-Z এর স্ক্রিনশটে। এখান থেকে অফিশিয়ালি নিশ্চিত হওয়া গেলো যে Ryzen 7 8700G সমর্থণ করবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি। এছাড়াও এতে যে RDNA3 Based Radeon 780M GPU থাকবে সেটাও নিশ্চিত হওয়া গেলো এই স্ক্রিনশটের মাধ্যমেই।

- Advertisement -

উল্লেখ্য, এর আগে আমরা 8000G সিরিজে Pro, GE ও Pro GE Variant সহ মোট ১৪টি SKU এর নাম ও স্পেসিফিকেশন জানতে পেরেছিলাম । প্রসেসরগুলো কবে নাগাদ বাজারে আসবে তার কোনো অফিশিয়াল তথ্য নেই, তবে ধারণা করা যেতে পারে যে এই জানুয়ারি মাসেই AMD অফিশিয়ালি এনাউন্স করবে এই প্রসেসরগুলো ও পরবর্তীতে সেগুলো বাজারে আসবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here