24 C
Dhaka
Tuesday, March 26, 2024

দেশের সকল মোবাইল অপারেটরের নাম্বার চেক করার নিয়ম সহ গুরুত্বপূর্ণ সকল কোডস

- Advertisement -

২০১৮ সালের বিটিআরসির রির্পোট অনুযায়ী বাংলাদেশে প্রায় ১৪ কোটি ৭০ লাখের বেশি মোবাইল সিম ইউজার রয়েছেন। আর এখন ২০২০ সালের হিসেব অনুযায়ী এই সংখ্যা আরো বেশি হবে। আপনারা অনেকেই একজন ২/৩/৪/৫ বা এর অধিক সিম ব্যবহার করে থাকেন দেখেই দেশে এতগুলো সিমের ছড়াছড়ি! তবে সেটা নিয়ে অভিযোগ করতে আজকে আসিনি । একাধিক সিম ব্যবহারকারী হোক, বা নতুন সিম কিনে ব্যবহার করেন না কে সিমের নাম্বার, ব্যালেন্স চেক করার নাম্বার সহ বেশ কিছু দরকারি নাম্বার আমাদের মনে রাখা কিংবা নিজের কাচে সংরক্ষণ করে রাখা উচিত। আজকের পোষ্টে সেরকমই দরকারি কিছু মোবাইল নম্বর কোড নিয়ে আমি চলে এলাম! নতুন সিম কেনার পর ব্যালেন্স রিসার্চ করতে গিয়ে দেখা যায় যে নাম্বার আপনার মনে থাকে না, তখন আপনাকে বিশেষ কোড ডায়াল করে নিজের সিমের নাম্বারটি বের করে নিতে হয়। এরকমই কিছু কোডস নিয়ে আজকের পোষ্টটি সাজিয়েছি। তো চলুন শুরু করা যাক:

গ্রামীণফোন

- Advertisement -

দেশের লিডিং টেলিকমিউনিকেশন সার্ভিস প্রভাইডার হচ্ছে গ্রামীণফোন। ২০১৯ সালের হিসেব অনুযায়ী গ্রামীণফোন বাংলাদেশে প্রায় ৭৪ মিলিয়ন বা ৭৪০০০০০০ বা ৭ কোটি ৪০ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে আর অনান্য কোম্পানি মিলে দেশে জিপির ৪৬.৩% সাবক্রাইবার মার্কেট রয়েছে। গ্রামীণফোন কে ম্যানেজ করছে টেলিনর এবং গ্রামীণ টেলিকম কর্পোরেশন। নরওয়ের টেলিকম কোম্পানি Telenor জিপির ৫৫.৮% শেয়ার বহন করছেম গ্রামীণ টেলিকম ৩৪.২% শেয়ার এবং বাকি ১০% শেয়ার পাবলিক্যালি দিয়ে রাখা হয়েছে। আর বাংলাদেশে গ্রামীণফোণ প্রথম কোম্পানি যা GSM Technology নিয়ে এসেছে।

গ্রামীণফোন সিমের সকল কোডসগুলো নিচে দিয়ে দেওয়া হলো:

> ব্যালেন্স চেক *566#
> সিম নাম্বার চেক *2#
> প্যাকেজ চেক *111*7*2#
> মিনিট চেক *566*24# অথবা *566*20# অথবা *121*1*2# অথবা *1000*2#
> MMS চেক *566*14# অথবা *121*1*2#

- Advertisement -

>বোনাস মিনিট *566*20#
> SuF FnF সেট “SuF নাম্বার লিখে সেন্ড করুন 2888 নাম্বারে।
> SuF পরিবর্তন: পুরান নাম্বার স্পেস নতুন নাম্বার লিখে সেন্ড করুন 2888 নাম্বারে।
> FNF নাম্বার সেট: *111*2*1*2*number#
> FNF নাম্বার চেক: *111*2*1*1#

> টাকা বোনাস *566*8#
> টাকা ধার *1010*1#
> ধার টাকা চেক *566*28#
> সিম প্যাকেজ *111*6*1#
> মেগাাবাইট প্যাকেজ *111*6*1#
> ডাটা চেক *566*10# অথবা *567#

>মিস কল এলার্ট শুরু : START MCA লিখে সেন্ড করুন 26222 কিংবা ডায়াল করুন *121*6*3*1#
> মিস কল এলার্ট বন্ধ: STOP MCA লিখেন সেন্ড করুন 26222 কিংবা ডায়াল করুন *121*6*3*2#

- Advertisement -

বাংলালিংক

দেশের ৩য় বৃহত্তম সেলুলার সার্ভির প্রোভাইডার হচ্ছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। আগে কোম্পানিটির নাম ছিলো Orascom Telecom Bangladesh Ltd. । বাংলালিংক যাত্রা শুরু করে Sheba Telecom এর ব্যানারে ১৯৮৯ সালে। পরবর্তীতে ১৯৯৬ সালে দেশব্যাপী GSM লাইসেন্স অর্জন করার পর ১৯৯৭ সালের শেষের দিকে যাত্রা শুরু হয় এই কোম্পানিটির। ডিসেম্বর ২০০৫ সালের মধ্যেই ১০ লাখ ইউজার ছাড়িয়ে যায় কোম্পানিটি এবং ২০০৬ সালের অক্টোবরের মধ্যেই ৩০ লাখ ইউজার ছাড়িয়ে যায়। সর্বশেষ তথ্য মতে ২০১৯ সাল পর্যন্ত বাংলালিংকের দেশ ৩ কোটি ৩০ লাখের বেশি ইউজার রয়েছে।

> বাংলালিংক সিমের মূল ব্যালেন্স জানতে ডায়াল *১২৪#
> বোনাস মিনিট টক টাইম জানতে *১২৪*২#
> SMS চেক *১২৪*৩#
> বোনাস ইন্টারনেট চেক *১২৪*৫#
> মেইন ইন্টারনেট ব্যালেন্স চেক *৫০০০*৫০০#

> মিসকল এলার্ট চালু করতে START লিখে 622 নাম্বারে সেন্ড করুন।
> মিসকল এলার্ট বন্ধ করতে STOP লিখে 622 নাম্বারে সেন্ড করুন।

>ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল *৮৭৪#
> ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল *৮৭৪*০#
> ইমারজেন্সি ইন্টারনেট ৫ টাকায় 12MB পেতে ডায়াল *৮৭৫#
> ইমারজেন্সি ইন্টারনেট এর ব্যালেন্স জানতে ডায়াল *১২৪*৫০০#

> ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল *৫০০০#
> ইন্টারনেট প্যাকের ব্যালেন্স জানতে ডায়াল *৫০০০*৫০০#

> সিমের নাম্বার দেখতে ডায়াল *৫১১#

রবি

ইউজার ব্যবহারকারীদের দিক দিয়ে দেশের ২য় বৃহত্তম মোবাইল নেটওর্য়াক অপারেট হচ্ছে Robi Axiata Limite বা Robi । গ্রামীণফোনের মতোই রবিকে নিয়ন্ত্রণ করছে ২টি কোম্পানি, একটি হচ্ছে মালেশিয়ার Axiata Group Berhad এবং আরেকটি হচ্ছে ভারতের Bharti Airtel লিমিটেড। Axiata রবির ৬৮.৭% শেয়ার িএবং Bharti Airtel বাকি ৩১.৩% শেয়ারের মালিক।
রবির কার্যক্রম শুরু হয় ১৯৯৭ সালে AKTEL নামে। ২০১০ সালে কোম্পানিটি রবি নামে রি-ব্র্যান্ড হয়ে যায়। দেশের ২য় বৃহত্তম নেটওর্য়াক হলেও ২০০৫ সালে রবিই সর্বপ্রথম বাংলাদেশে GPRS এবং 3.5 সার্ভিস আনে। আর দেশের সকল ৬৪ জেলায় একই সাথে ৪.৫G এর সার্ভিসও আনে এই রবি। এয়ারটেলের সাথে সংযুক্ত হবার পর ০১৮ এর পাশপাশি ০১৬ সিরিজের নাম্বারও রবির আন্ডারে চলে এসেছে। Robi number check নিয়ে আমাদের একটি আলাদা লেখা রয়েছে, সেটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

> নিজের নাম্বার চেক করতে ডায়াল করুন *১৪০*২*৪#
> সকল vas সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন ১২৩ এবং প্রেস করুন ৭
> ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *৮৮১১*১# (১০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে)
> ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *২২২*১৬#
> ইমারজেন্সি সার্ভিস বন্ধ করতে ডায়াল *৮৮১১*২#

> ইমারজেন্সি ইন্টারনেট পেতে ডায়াল করুন *৮৮১১*১*১*১# এতে রবি ঝটপট সার্ভিস একটিভ হবে , তারপর আবারো ডায়াল করুন *৮৮১১*১১# এতে ১০ টাকায় ৩ দিন মেয়াদি ২৫ মেগাবাইট ইন্টারনেট পাবেন।
> ইমারজেন্সি ইন্টারনেট এর ব্যালেন্স চেক *১২৩*৩*৫#

> আপনার সিমটি 4G কিনা সেটা চেক করতে ডায়াল *১২৩*৪৪#

> ইন্টারনেট ব্যালেন্স চেক *৮৪৪৪*৮৮#
> নতুন নেট ব্যালেন্স চেক *৩#

> কল ওয়েটিং সার্ভিস একটিভ করতে ডায়াল *৪৩#
> কল ওয়েটিং সার্ভিস বন্ধ করতে ডায়াল #৪৩#

> রবি কল ডাইভার্ট একটিভ করতে ডায়াল *21*Focus Number#
> রবি কল ডাইভার্ট সার্ভিস বন্ধ করতে ডায়ালা #২১#

> রবির মেইন ব্যালেন্স চেক *২২২#
> বোনাস ব্যালেন্স চেক *২২২*১#
> SMS চেক *২২২*১১#

টেলিটক

দেশের একমাত্র নিজস্ব সরকারী GSM, 3G, LTE মোবাইল ফোন অপারেটর হচ্ছে “টেলিটক বাংলাদেশ লিমিটেড”। অপারেটরটি ২০০৪ সালে যাত্রা শুরু করে, সেপ্টেম্বর ২০১৯ সালের হিসেব মতে দেশে টেলিটকের ৪৫ লাখের বেশি ইউজার রয়েছেন। আর বলা বাহুল্য যে নেট এবং কল দুটো ক্ষেত্রেই এটা দেশের সবথেকে সস্তা অপারেটর!

> টেলিটকের ব্যালেন্স চেক *১৫২#
> টেলিটকের ইন্টারনেট ব্যালেন্স চেক *১৫২#
> টেলিটকের মিনিট ব্যালেন্স চেক *১৫২#
> টেলিটকের SMS চেক *১৫২#
> নিজের ফোন নাম্বার চেক Tar লিখে 222 নাম্বারে sms করুন
> টেলিটকের কাস্টমার কেয়ার নম্বর ১২১

এয়ারটেল

ইন্ডিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানি Bharti Airtel এর স্বত্তাধীন কোম্পানি হচ্ছে Airtel Bangladesh Limited । ২০১৬ সাল পর্যন্ত এয়ালটেল নিজস্বভাবে অপারেট করলেও ২০১৬ থেকে কোম্পানিটি রবির সাথে merge হয়ে গিয়েছে। ২০১০ সাল পর্যন্ত অপারেটরটি দেশে Warid Telecom নামে চালিয়ে আসছিলো, ২০১০ সালে কোম্পানিটি তার ৭০% শেয়ার Bharti Airtel এর কাছে বিক্রি করে দেয়।

> এয়ারটেল ব্যালেন্স চেক *778#

> নতুন ব্যালেন্স চেক কোড *1#
> এয়ারটেল সার্ভিস সেন্টার All in One *121#
> নিজের নাম্বার দেখতে *2#
> ডাটা চেক *3#
> ইন্টারনেট প্যাক ক্রয় *4#
> VAS এক্টিভিশন এবং ডিএক্টিভিশন *5#
> ট্রাফিক প্ল্যান চেক *7#
> প্রমোশনাল SMS বন্ধ / চালু *7#
> প্রিপেইড এয়ার ক্রেডিট *8#
> সকল VAS সার্ভিস বন্ধ *9#
> মিনিট বান্ডেল *0#

> সকল সার্ভিসকে একত্রে পেতে *666#

পরিশিষ্ট

এই ছিলো দেশের ৫টি মোবাইল ফোন অপারেটর এর সকল গুরুত্বপূর্ণ এবং দরকারি USSD কোডস সমূহ। এগুলো ছাড়াও যদি কোনো দরকারি কোড পোষ্টে মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়াও এখন অ্যান্ড্রয়েড / iOS অ্যাপের যুগ! প্রতিটি অপারেটরের নিজস্ব অ্যাপ রয়েছে সেখান থেকেও আপনি এই সকল সেবাগুলো ফ্রিতেই উপভোগ করতে পারবেন।

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here