24 C
Dhaka
Tuesday, March 26, 2024

পিসি কম্পোনেন্টের তথ্য দেখে নিন সহজেই

- Advertisement -

আসসালামু আলাইকুম

আমরা নতুন পিসি বিল্ড করি বা ব্যবহৃত পিসি কিনে থাকি। তবে কেনার পর অনেকেই চেক করে দেখি না বা জানি ও না কম্পোনেন্ট ঠিক আছে নাকি অন্য কিছু দিয়ে দিয়েছে। যেহেতু কিভাবে চেক করতে হয় তা জানা নেই তাই কম দামি বা অন্য কম্পোনেন্ট দিয়ে দিলেও ধরা সম্ভব হয় না, তাই এই সকল বিষয় জানা থাকা দরকার।

- Advertisement -

প্রথমিক ভাবে Processor, Ram চেক করতে This Pc তে রাইট ক্লিক করে Properties সিলেক্ট করলেই Processor মডেল ও স্পিড ও Ram এর পরিমাপ দেখা যাবে।

তবে কিছু Software আছে যার সাহায্যে খুটি নাটি সব দেখা যাবে।

CPU-Z: এর সহায্যে Processor name, Code name, Model, TDP, Core, Threads, Cache.
Motherboard Manufacturer, Model, Chipset, Bios version.
Memory Type, Size, Channel, Frequency, Timing, Slot.
Graphics Model, Brand, Clock, Memory.
এ সকল কিছু দেখা যাবে।

- Advertisement -

GPU-Z: এর সহায্যে Graphics Card এর যা কিছু আছে
Name, Sub vendor, Memory Type, Size, Clock, Driver, Temperature, Fan speed, Memory Used, GPU load, CPU temperature, System Memory used এ সকল কিছু দেখা যাবে।

- Advertisement -

HWMonitor: এটি দিয়ে Processor, Motherboard, Ram, HDD, SSD, GPU এর সকল প্রকার Name, Model, Speed, Size, Volt, Temperature, Fan RPM, Utilization এর সকল Value, Min, Max দেখাবে।

HWinfo: এটি খুবিই Advanced একটি software, এটির সাহাযে পিসির সকল Hardware, Windows, Driver এর A TO Z সব কিছুই দেখা যাবে।

aida64: এটি ও একটি Advanced লেভেলের software এটি ও HWinfo র মত সব কিছুই দেখা যায়, তবে এটি মূলত ব্যবাহার হয় পিসি কে ‍Stress দিয়ে পিসির stability দেখার জন্য। মানে হচ্ছে পিসি ১০০% লোড কি ঠিক ভাবে কাজ করতে পারবে কি না তা দেখা। কোন hardware যদি আশানুরূপ ফল না করতে পারে তা গ্রাফ বিশ্লেষন করলে বুঝতে পারা যাবে। cooling এর কারনে CPU thermal throttling হচ্ছে কিনা, হলে কি পরিমাণে তা সহজেই দেখা যাবে। কমপক্ষে ২০ মিনিট, ইচ্ছা করলে ১ ঘন্টা ও টেষ্ট করে যদি কোন সমস্যা না পাওয়া যায় তবে পিসিটি stable বলে ধরা যেতে পারে।

এ ধরণের বেশ কিছু software রয়েছে তবে এগুলোই সহজ, সাধারণ পিসি ব্যবহার কারিদের জন্য।

যাদের পিসি সম্পর্কে মোটামুটি ধারনা রয়েছে তাদের জন্য CPU-Z, GPU-Z, HWMonitor. এই তিনটি software ই যথেষ্ট।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here