29 C
Dhaka
Wednesday, April 24, 2024

হোম কোয়ারান্টাইনে থাকতে যেসব পিসি গেম ফ্রিতে দেয়া হচ্ছে (২য় পর্ব) – আপডেটেড

- Advertisement -

বর্তমানে করোনা ভাইরাসের জন্য চলমান লকডাউনের সময়টুকু কাঁটানোর জন্য আমরা বিভিন্ন ঘরোয়া বিনোদনের আশ্রয় নিচ্ছি। যারা মুভি দেখতে ভালোবাসেন তারা মুভি কালেক্টশনগুলো শেষ করছেন, যারা আমার মতো ব্লগিং করতে ভালোবাসেন তারা ব্লগিং লিখে যাচ্ছেন, আর যারা ভিডিও গেমস খেলতে ভালোবাসেন তারা এই সময়টুকুর অধিকাংশই ভিডিও গেমিংয়ে পার করে দিচ্ছেন। আর গত পর্বের মতোই এবারো আপনাদের লকডাউন সময়টুকু ভালোভাবে পার করতে Epic গেমস এ সপ্তাহেও নতুন ৩টি গেম ফ্রিতে লাইব্রেরিতে রাখার সুযোগ করে দিচ্ছে। এদের মধ্যে ১টি AAA গেম রয়েছে । তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এ সপ্তাহে আমাদের জন্য কি কি গেমস ফ্রি থাকছে।

World War Z

এ সপ্তাহের প্রিমিয়াম ফ্রি গেমটি হচ্ছে World War Z । ২০১৩ সালের হলিউড ছায়াছবির আদলে তৈরি করা এই গেমটি একটি থার্ড পারসন শুটার টাইপের গেম যেটায় ক্যাম্পেইন মিশনের পাশাপাশি বর্তমানে বেশ বড়সড় মাল্টিপ্লেয়ার কমিউনিটি রয়েছে। কারণ গেমটি গত বছরের এপ্রিলের রিলিজ পায়; অর্থাৎ গেমটি এখনো নতুনই বলা চলে। কো-অপারেটিভ থার্ড পারসন শুটার হিসেবে আপনি গেমটিতে আরো ৩ জন প্লেয়ারকে নিয়ে জম্বিদের সাথে ১৫টি ভিন্ন ভিন্ন লোকেশনে ফাইট করতে পারবেন।

- Advertisement -

Epic Games Store লিংক। গেমটি ২ এপ্রিল ২০২০ বাংলাদেশ সময় রাত ৯ পর্যন্ত লাইব্রেরিতে Redeem করা যাবে। গেমটি Redeem করার জন্য পিসিতে ইন্সটল দেবার প্রয়োজন নেই; আপনি চাইলে মোবাইল থেকেও গেমটি আপনার এপিক গেমস একাউন্ট লাইব্রেরিতে রেখে দিতে পারেন।

Figment

Epic Games Store লিংক। গেমটি ২ এপ্রিল ২০২০ বাংলাদেশ সময় রাত ৯ পর্যন্ত লাইব্রেরিতে Redeem করা যাবে। গেমটি Redeem করার জন্য পিসিতে ইন্সটল দেবার প্রয়োজন নেই; আপনি চাইলে মোবাইল থেকেও গেমটি আপনার এপিক গেমস একাউন্ট লাইব্রেরিতে রেখে দিতে পারেন।

Tormentor X Punisher

Epic Games Store লিংক। গেমটি ২ এপ্রিল ২০২০ বাংলাদেশ সময় রাত ৯ পর্যন্ত লাইব্রেরিতে Redeem করা যাবে। গেমটি Redeem করার জন্য পিসিতে ইন্সটল দেবার প্রয়োজন নেই; আপনি চাইলে মোবাইল থেকেও গেমটি আপনার এপিক গেমস একাউন্ট লাইব্রেরিতে রেখে দিতে পারেন।

- Advertisement -

Gone Home

Epic Games Store লিংক। গেমটি ২ এপ্রিল ২০২০ থেকে ৯ এপ্রিল পর্যন্ত লাইব্রেরিতে Redeem করা যাবে। গেমটি Redeem করার জন্য পিসিতে ইন্সটল দেবার প্রয়োজন নেই; আপনি চাইলে মোবাইল থেকেও গেমটি আপনার এপিক গেমস একাউন্ট লাইব্রেরিতে রেখে দিতে পারেন।

HoB

Epic Games Store লিংক। গেমটি ২ এপ্রিল ২০২০ থেকে ৯ এপ্রিল পর্যন্ত লাইব্রেরিতে Redeem করা যাবে। গেমটি Redeem করার জন্য পিসিতে ইন্সটল দেবার প্রয়োজন নেই; আপনি চাইলে মোবাইল থেকেও গেমটি আপনার এপিক গেমস একাউন্ট লাইব্রেরিতে রেখে দিতে পারেন।

আপডেট (২৯ মার্চ)

HELLION

Steam স্টোর লিংক! গেমটি ৩০ মার্চ, ২০২০ বাংলাদেশ সময় রাত ১০ পর্যন্ত Redeem করা যাবে।

- Advertisement -

Barro

Steam স্টোর লিংক! গেমটি ৩ এপ্রিল, ২০২০ বাংলাদেশ সময় রাত ১১ পর্যন্ত Redeem করা যাবে।

Martian Law

Steam স্টোর লিংক! গেমটি ১১ এপ্রিল, ২০২০ বাংলাদেশ সময় রাত ১২ পর্যন্ত Redeem করা যাবে।

Get The Deed

Steam স্টোর লিংক! গেমটি ৩১ মার্চ, ২০২০ বাংলাদেশ সময় রাত ১২ পর্যন্ত Redeem করা যাবে।

UNI

Steam স্টোর লিংক! গেমটি ৩১ মার্চ, ২০২০ বাংলাদেশ সময় রাত ১০ পর্যন্ত Redeem করা যাবে।

মোবাইল থেকে যেভাবে Redeem করবেন:

গত পোষ্টে অনেকেই কমেন্ট করেছিলেন যে Watch Dogs, আর Tomb Raider গেমগুলো পিসি ইন্সটল করতে হবে কিনা। এখানে এই মুহুর্ত্বে যদি গেমগুলো খেলতে না চান তাহলে শুধুমাত্র লাইব্রেরিতে রাখার জন্য গেমগুলো ইন্সটলের প্রয়োজন নেই; এমনকি গেম ক্লায়েন্ট এরও প্রয়োজন নেই। শুধুমাত্র ওয়েব ব্রাউজার থেকে গেম স্টোরে ভিজিট করে আপনার একাউন্টে লগইন করুন। যে গেমটি Redeem করতে চান সেটার লিংকে ক্লিক করুন।

Get বাটনে ট্যাপ করুন।

আপনার অর্ডারটি প্লেস করুন ব্যাস!

তাহলেই আপনার একাউন্টের লাইব্রেরিতে গেমটি যুক্ত হয়ে যাবে। আর আপনার ইমেইলে অর্ডার কনফার্মেশন মেইলও চলে যাবে।

ডাবল চেক করতে গেম স্টোরে গেম লিংকে আবারো যান, Get এর স্থানে Owned লেখা থাকলে বুঝবেন যে আপনার একাউন্ট লাইব্রেরিতে যুক্ত হয়ে গিয়েছে। পরবর্তীতে যেকোনো সময় গেম লঞ্চার অ্যাপটি চালু করে সেখান থেকে পিসিতে গেমগুলো আপনার লাইব্রেরি থেকে ইন্সটল করতে পারবেন।

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here