আগের পর্বে আমরা ৩০ হাজার থেকে ১ লাখ ৫ হাজার টাকা পর্যন্ত বাজেটে বিভিন্ন পিসি বিল্ডস দেখেছি। এবারের পর্বে ১ লাখ ১৫ হাজার থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত বাজেটে কি কি ধরনের পিসি বিল্ড করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রথম পর্বঃ ৩০ হাজার থেকে ১ লাখ ৫ হাজার টাকার বিল্ড গাইড
বাজেট ১ লাখ ১৫ হাজারঃ
১ লাখ ১৫ হাজার টাকা বা এর আশেপাশের বাজেটে 1440p গেমিং বা হেভি ভিডিও এডিটিং/প্রোডাক্টিভিটি এর কাজের জন্য বেশ ভালো মানের পিসি বিল্ড করা সম্ভব এই মুহুর্তে। বিশেষ করে মাল্টিকোর ওয়ার্কলোডের জন্য আমাদের কাছে 13th gen core i5 এর মত খুবই চমৎকার অপশন রয়েছে। Core i5 13400f প্রোডাক্টিভিটির পাশাপাশি গেমিং এও আমাদের উদ্দেশ্য ভালোভাবেই পুরণ করবে। বিশেষত, Esports গেমস যেমন valorant, CSGO,Fortnite,Pubg, Rainbow Six বা APEX এর মত গেমগুলো যারা স্ট্রিম করতে চান, তাদের জন্য এই বাজেটটি একটি সুইটস্পট।
Components:
পর্যালোচনা
এই বিল্ডটি নিয়ে খুব বেশি আলোচনার জায়গা নেই। মাদারবোর্ড পরিবর্তন করে B660M নেওয়া যেতে পারে, Asus Prime, MSI ও Gigabyte এর বেশ কিছু 660m বোর্ড রয়েছে একই দামে। র্যাম চাইলে অন্য মডেল নিতে পারেন। গ্রাফিক্স কার্ড নিয়েও মন্তব্যের সেরকম প্রয়োজন নেই। ২৫ হাজার টাকার নিচে এই মুহুর্তে সবথেকে শক্তিশালী প্রসেসরটিই সিলেক্ট করা হয়েছে এই বিল্ডে। কেসিং নিজের পছন্দ অনুসারে নিতে পারেন, এসএসডি ও প্রয়োজন অনুসারে অন্য যেকোনো মডেল ও ক্যাপাসিটি নিতে পারেন।
বাজেট ১ লাখ ৩০হাজার/৩৫ হাজারঃ
আগের বিল্ডটির বাজেট যদি আমরা ১৫-২০ হাজার টাকা বাড়াই, তাহলে প্রসেসর ও গ্রাফিক্স কার্ড,সবথেকে গুরুত্বপুর্ণ দুটি কম্পোনেন্টেই একটা বড় রকম এর আপগ্রেড করা সম্ভব। হেভি গেমিং,ভিডিও এডিটিং বা প্রোডাক্টিভিটির কাজগুলো আরো ভালোভাবে করা সম্ভব এই বাজেটের পিসিতে।এই ক্ষেত্রে আমরা আমাদের প্রসেসর এর বাজেট আরো ৫ হাজার টাকা মত ও গ্রাফিক্স কার্ডে আরো ১০ হাজার টাকা বেশি খরচ করার সুযোগ পাচ্ছি।
Components:
পর্যালোচনাঃ
i5 13400 অত্যন্ত শক্তিশালী একটি প্রসেসর। ১৪ কোর ও ২০ থ্রেডের এই প্রসেসরটি এএমডির বড় বড় ফ্লাগশিপ প্রসেসরগুলোকে পেছনে ফেলে। হাই ক্লক স্পিড, হাই টিডিপি ও বেশি কোর থ্রেড এর জন্য এই প্রসেসরটিতে সিপিইউ কুলার আরেকটু ভালো মানের ব্যবহার করার প্রয়োজন আছে বলেই আমরা মনে করি। সেজন্যই Deepcool ag620 সিলেক্ট করা। চাইলে এখানে আপনারা আরো বেশি টাকা খরচ করতে পারেন। কেসিং ও এসএসডি এক প্রকার প্লেসহোল্ডার মডেল ব্যবহার করা হয়েছে, Deepcool CC560 যথেষ্ট ভালো কেসিং যদিও, তাও আপনারা চাইলে ইচ্ছামত মডেল নিতে পারেন। আলাদা হার্ডড্রাইভ ও লাগাতে পারেন।
কেও যদি প্রোডাক্টিভিটি না করে কেবলমাত্র গেমিং করতে চান,তাহলে এই ৬৫ হাজার টাকার আশেপাশেই RX 6750XT জিপিইউ রয়েছে, সেটি নিতে পারেন।
বাজেট ১ লাখ ৫০-৫৫ হাজারঃ
এই বাজেটে আমরা আগের বিল্ডটির প্রসেসর এক রেখে গ্রাফিক্স কার্ড আরো হাই টিয়ার এর নিতে পারি। মাদারবোর্ড, কেসিং ,পাওয়ার সাপ্লাই ভিন্ন মডেল এর নিতে পারি।এই বিল্ডটি দিয়ে ফোরকে গেমিং ও স্ট্রিমিং করা সম্ভব।
Components:
পর্যালোচনাঃ
অনেকেই বলতে পারেন, Core i5 এর সাথে 4070 কি ঠিকঠাক যায়???? এখানে মুল বিষয়টি হচ্ছে স্পেসিফিকেশন ও পারফর্মেন্স, নামে কোর আই ফাইভ হলেও, 13500 এর স্পেকস ও পারফর্মেন্স দুই এক বছর আগের ফ্লাগশিপ গুলোর সমান বা বেটার। সেক্ষেত্রে 3070 4070 এর সাথে একে পেয়ার করতে কোনো সমস্যাই নেই।
বিল্ডের বাকি কম্পোনেন্ট গুলো যেমন পাওয়ার সাপ্লাই, কেসিং এ খরচ বাচাতে পারেন নিজের প্রয়োজন ও ইচ্ছামত। চাইলে ৬৫০ ওয়াট এর পাওয়ার সাপ্লাই ও ব্যবহার করতে পারেন, বাজেট থাকলে আরো বেশি টাকা কেসিং এর পেছনেও খরচ করতে পারেন।
বাজেট ১ লাখ ৬০-৬৫ হাজারঃ
বাজেট আর দশ হাজার টাকা বাড়ালে আমরা বেশ কয়েক ধরনের আপগ্রেড করতে পারি আগের বিল্ডটিকে।।১। প্রসেসর,মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড একই রেখে DDR5 র্যাম ব্যবহার করতে পারি। অথবা ২। গ্রাফিক্স কার্ড,র্যাম D4 রেখে আরো পাওয়ারফুল প্রসেসর,আরো ভালো মাদারবোর্ড নিতে পারি। চলুন আমরা দুটি বিল্ডই দেখে নেই।
Components:
পর্যালোচনাঃ
যদি প্রশ্ন করা হয় যে 13600KF এর বিল্ডটিতে কোন জিনিসটা পরিবর্তন করা যেতে পারে বাজেট বাড়িয়ে, সেক্ষেত্রে পরামর্শ থাকবে সিপিইউ কুলারে আরো বেশি টাকা খরচ করার। এছাড়া এই বিল্ডটি নিয়ে বেশি কিছু বলার নেই। ৩৬০০ মেগাহার্জ স্পিডের জন্য G-Skill এর ওই র্যামটি ব্যবহার করা হয়েছে, ক্রেতা চাইলে ৩২০০ মেগাহার্জ এর আরজিবি র্যাম নিতে পারেন ইচ্ছামত ব্রান্ডের। আর প্রসেসর এর কথা যদি বলতে হয়, এই বাজেটে Ryzen 5 7600x আছে, তবে স্পেকস বলুন কিংবা রিয়েল ওয়ার্ল্ড পারফর্মেন্স, সব দিক দিয়েই 13600k সেটির থেকে এগিয়ে রয়েছে।
বাজেট ১ লাখ ৭০ হাজার টাকাঃ The ultimate gaming build
এক লাখ ৭০ হাজার টাকা বাজেটে যদি কেবল মাত্র গেমিং এর জন্য পিসি বিল্ড করতে চান , সেক্ষেত্রে Ryzen 7 5800X3D দিয়ে করা নিচের বিল্ডটি একটি ভালো অপশন হতে পারে।
বাজেট ১ লাখ ৭৫ হাজার টাকাঃ
উপরের ১ লাখ ৬৫ হাজার টাকার বিল্ডটিকে আরো প্রিমিয়াম, ব্যালেন্সড ও পাওয়ারফুল ফর্মে নিয়ে যাওয়া সম্ভব আর ১০ হাজার টাকা খরচ করলে। DDR4 এর জায়গায় DDR5 র্যাম ও মাদারবোর্ড, আরো দামী কেসিং, আরো ভালো সিপিইউ কুলার, ১ টেরাবাইট এসএসডি এড করলে বিল্ড টি নিচের মত দেখায়-
Components:
পর্যালোচনাঃ
এই বিল্ডটিতে খরচ কমানোর মত বা কস্ট কাটিং এর মত সেরকম জায়গা নাই কারণ ১৬৫ হাজার টাকার বিল্ডটির আরো প্রিমিয়াম ভার্সনই এই বিল্ডটা। ***তবে মাদারবোর্ড চাইলে ASROCK Z690 Phantom Gaming 4/D5 মডেল টি নিতে পারেন।। এক্ষেত্রে অবশ্য ওয়াইফাই পাওয়া যাবে না।***
বাজেট ১ লাখ ৮০-৯৫-৯০ হাজারঃ
উপরের ১ লাখ ৭৫ হাজার বিল্ডটির পরে বেশ কিছু টাকা খরচ করলেও আসলে বিল্ডে সেরকম উন্নতি করা সম্ভব নয় । বিশেষ করে প্রসেসর ও বাদ বাকি কম্পোনেন্ট এক রকম রেখে গ্রাফিক্স কার্ড ভিন্ন কিছু নেওয়ার চিন্তা যদি কেও করেন, তাহলে আপনার জেনে রাখা উচিত যে 4070 এর পরবর্তী Tier এর GPU 4070 ti এর দাম ১ লাখ ১৫/২০ হাজার টাকা।এক্ষেত্রে অন্য মডেল এর 4070 কেও চাইলে নিতে পারেন,তবে তাতে পারফর্মেন্স এ কোনো প্রভাব পরবে না।
সেক্ষেত্রে আমাদের কাছে বিকল্প উপায় থাকছে প্রসেসর ও মাদারবোর্ড পরিবর্তন করা ও সাথে আরো হাই স্পিড,হাই ক্যাপাসিটির র্যাম ব্যবহার করার।
সেই হিসেবে যে খরচ আসছে তা দিয়ে আমরা নিচের ২ লাখ টাকার বিল্ডটি করে ফেলতে পারি।
বাজেট ১ লাখ ৯৫ হাজার/২ লাখঃ
Core i7 13700KF ও Z790 Motherboard এর সাথে ৩২ গিগাবাইট DDR5 র্যাম দিয়ে আমরা CPU,Memory এর দিকটা এই বাজেটে Maximize করে নেওয়ার সুযোগ পাচ্ছি। সাথে GPU হিসেবে 4070 ছাড়া আর কিছু দেওয়া যাচ্ছে না।
Components:
The cheapest Balanced Build with RTX 4070 Ti: Budget 220k
RTX 4070 Ti এর পারফর্মেন্স মোটামুটি এনভিডিয়ার আগের জেনারেশন এর ফ্লাগশিপ RTX 3090 Ti এর সমান। অর্থাৎ প্রায় আড়াই লাখ টাকা বা এর আশেপাশে যেই ফ্লাগশিপ জিপিইউটি পাওয়া যেত তা আমাদের দেশের প্রাইসিং এ প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। একটা 3090 Ti এর মত জিপিইউ কতটা পাওয়ারফুল তা আপনারা ভালো মতই জানেন। সুতরাং এই জিপিইউ টির সাথে একটি ব্যালেন্সড বিল্ড করার জন্য আমাদের অন্যান্য কম্পোনেন্টস ও অনেক হিসেব করেই বাছাই করতে হবে। এই বিল্ডটিতে আমাদের চেষ্টা থাকবে সবথেকে কম দামে RTX 4070 Ti এর একটি বিল্ড করা।
এখন সবথেকে কম দামে বিল্ড করতে গিয়ে আমাদের চিন্তা এটা থাকবে যে প্রসেসর মাদারবোর্ড ও র্যাম এ যেন কোনো রকমের কস্ট কাটিং না হয়, প্রসেসর ও গ্রাফিক্স কার্ড র্যাম স্পিড এর জন্য যেন বটলনেকড না হয়, আবার 4070 ti এর সম্পুর্ণ potential ও যাতে ব্যবহার করা যায় সেজন্য আমাদের চেষ্টা থাকবে ফ্লাগশিপ পারফর্মেন্স দেয় ,4070 ti এর সাথে খুবই ভালোমত যায় এরকম কোনো মিডরেঞ্জ প্রসেসর নেওয়া। নিচের বিল্ডটি কেমন ??